Advertisement
বাংলাদেশের বিতর্ক অঙ্গনে তারুণ্য, যুক্তি আর জ্ঞানের সম্মোহনী শক্তি মাধ্যমে যে সংগঠনটি বাংলা বিতর্ক অঙ্গনকে সর্বদা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে আমাদের প্রাণের সংগঠন "ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি"। বিশ্ববিদ্যালয়ের একটি ক্লাবের মাধ্যমে কাছে যে বস্তুগত অর্জন ও স্বীকৃতির স্বাভাবিক অভিপ্রায় থাকে, সেই সহজাত অভিপ্রায়কে ছাপিয়ে গিয়ে ডিইউডিএস উদ্দেশ্য আরও বেশি সহানুভূতিশীল এবং অংশগ্রহণমূলক। ডিইউডিএস যেমন সময়ের সেরা বিতার্কিকবৃন্দের জন্য সেরা প্লাটফর্মের জায়গাটি তৈরি করতে চায়, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীটি কথা বলতে ভয় অনুভব করে, তার জড়তা ভাঙার সঙ্গী হতে চায়। ডিইউডিএস চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী তার নিজের পৃথিবীটাকে আবিষ্কার করুক। তার আড়ষ্টতার দেয়ালটাকে ভেঙ্গে দিয়ে সংকোচহীন চিত্তে মেলে ধরুক নিজের প্রতিভা
তাই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিটি শিক্ষার্থীকে কথা বলার জায়গাটি তৈরি কিরে দেয়া। সে যেন নিজেকে প্রকাশ করার জায়গাটি পায় - সেটি নিশ্চিত করা।
তারই ধারাবাহিতায় "ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি " আয়োজন করতে যাচ্ছে "বিতার্কিক অনুসন্ধান -২০২৫" এর।
আয়োজনের বিবরণী :
১। বাংলা ও ইংরেজি বিতর্ক কর্মশালা
২। বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা
৩। ডিইউডিএস সদস্য সংগ্রহ কার্যক্রম ২০২৫
অংশগ্রহণের নিয়মাবলি:
১. কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২. সকল অংশগ্রহণকারী বিতর্ক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
৩. প্রাথমিক বাছাই পর্ব পাবলিক স্পিকিং এর মাধ্যমে টপ ৩৬ জন নবীন বিতার্কিকদের বাছাই করা হবে।
৪. বাছাইকৃত বিতার্কিকদের মধ্য থেকে ১২ টি দল গঠনের মাধ্যমে পরবর্তী ট্যাব রাউন্ড পরিচালনা করা হবে
৫. সেরা ১২ জন বিতার্কিক সেমিফাইনালে উত্তীর্ণ হবে।
৬.পরবর্তী ৬ জন বিতার্কিকদের নিয়ে ফাইনাল বিতর্কের মাধ্যমে চ্যাম্পিয়ান ও রানার্সআপ নির্ধারণ করা হবে।
* কোনো জাতীয় বিতর্কে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে প্রতিনিধিত্ব করেছেন এমন কোনো বিতার্কিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচ্য হবেন না।
* ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন ব্যতীত অন্য কোনো বিতর্ক সংগঠনের সাথে বর্তমানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিবেচ্য হবেন না।
*অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে সার্টিফিকেট, নোটপ্যাড, স্মারক ও কলম।
* প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন ফি ১০০টাকা
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/aKmd8cFeDer1s4oT9
যেকেনো প্রয়োজনে,
অর্পিতা গোলদার,
সভাপতি,
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।
আদনান মুস্তারি,
সাধারণ সম্পাদক,
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
যোগাযোগ: 01952-245254
Advertisement
Event Venue & Nearby Stays
2nd Floor, TSC, Dhaka University, Dhaka, Dhaka Division, Bangladesh