DANGULI COMPETITION FOR MALE ELDERLY

Wed May 08 2024 at 09:00 am to 04:00 pm UTC+05:30

Thikana Shimla - Luxury Old Age Home in Habra, Kachua - Rajberia Road, Habra, West Bengal, India | Habra

Thikana Shimla
Publisher/HostThikana Shimla
DANGULI COMPETITION FOR MALE ELDERLY

কি দিচ্ছে তো? শেষ বয়সে শৈশবের উঁকি? মনে পড়ছে স্কুল পালিয়ে খেলতে যাওয়া ছিপ নিয়ে মাছ ধরা ঝড়ে আম কুড়ানো? এ-ক-দ-ম ভুলবেন না। জীবনস্মৃতি। শুধু কবিগুরুরই আছে? আপনাদের নেই? আছে আছে। সব শালা চাপা পড়ে আছে। আয় না এখানে উস্কে দেব। বুড়োগিরি ঘুচিয়ে দেব।

 

ছোট বয়সে আমরা সবাই চোর বদমাস আর ডানপিটে ছিলাম কমবেশী। স্মৃতি থেকে চুরি দুষ্টুমির গল্প বললেই হাতে নাতে গিফট। তার আগে একটু পানীয়। পানীয় মানে বুঝতে পেরেছেন তো ? পাব্লিকলি সব কিছু খোলাখুলি বলা যায় না মশাই।

 

ডাংগুলি প্রতিযোগিতাতো আছেই। ডাংগুলি নিয়ে আর কি বলব। এ নিয়ে আপনাদের অনেকেরই মাঠ-ময়দান ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি করা আছে।  প্রথম পুরষ্কার ৩০০০ দ্বিতীয় ২০০০ তৃতীয় ১০০০। শুধু বুড়োদের জন্য – ৬০ বছরের উপর। ‘বুড়ো’ কথাটি ইদানীং আবার ‘derogatory word’।

 

প্রতিযোগীদের এন্ট্রি ফি এক টাকা। টিকিটের সংখ্যা ৫০টি। সাথে একজন ছেলে/ নাতি আসলে এক্কেবারে ফ্রি। অতিরিক্ত হলে টিকিট কাটতে হবে। ছেলে/ নাতির জন্য গিফট। কার সাথে ছেলে/নাতি আসছেন ঠিক সময়ে আমরাই জেনে নেব। এই নিয়ে চাপ নেবেন না। (‘চাপ নেওয়া’ কথাটির ইদানীং বাজার বেশ ভালো)।

 

বুড়ি বৌমা নাতনিদের (১০ বছরের উপর) (যদি সাথে নিয়ে আসেন তবেই) জন্য মাল্লু লাগবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। টিকিট সংখ্যা ৩০টি। পুরুষ প্রতিযোগীর ৫০টি (এক টাকার) টিকিটের পর কোন পুরুষ (একের বেশী ছেলে/ নাতি হলেও) টিকিট কাটতে চাইলে তখন খসবে অফেরতযোগ্য ১০০০ টাকা মাথাপিছু। এঁরা কেউই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এরকম টিকিটের সংখ্যা ২০টি। ড্রাইভারদের ব্রেকফাস্ট লাঞ্চের কুপন অফেরতযোগ্য ৩০০ টাকা। ড্রাইভাররা ভেতরে থাকার অনুমতি পাবেন না। গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।

 

কোন মহিলা রবীন্দ্রনাথকে নিয়ে গান (রবীন্দ্র সঙ্গীত নয়) গাইলে গিফট অবশ্যম্ভাবী। পুরুষরা ধুতি-পাঞ্জাবি (চুড়িদার/ পায়জামা-পাঞ্জাবী নয়) পরে আসলে হাতে হাতে গিফট।

 

ব্রেকফাস্ট আছে। লাঞ্চ আছে। সব বুফে। লাঞ্চে থাকবে হারিয়ে যাওয়া মা-মাসিদের রান্নাগুলি। যেমন বেতো শাক হিঞ্চে কচু বাটা চিংড়ি দিয়ে ডুমুর নারকেল-চৈ দিয়ে ডুমুর পাবদা পাতুরি কুচো মাছের চচ্চড়ি কুচো চিংড়ির বড়ার তরকারী লতি চিংড়ি থোড় ছেঁচকি গয়না বড়ি মোচার ঘন্ট মোচার ধোঁকার ডালনা কাঁচকলার কোপ্তা কচু দিয়ে রুই মাছের ঝোল মৌরলার টক আদা-জিরে দিয়ে কচি পাঁঠার পাতলা ঝোল এরকম আরো কিছু। আপনারও কিছু জানা থাকলে জানাতে পারেন। বানাতে চেষ্টা করব। পার্সেলের কোন ব্যবস্থা নেই।

 

অনুষ্ঠানটি হচ্ছে ৮ই মে ২০২৪। রবীন্দ্র জয়ন্তীর দিন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। হচ্ছে আমাদের অশোকনগরের (হাবড়ার কাছে বারাসাত থেকে ২২ কিমি) আবাসনে। যাঁরা টিকিট কাটবেন যথাসময়ে তাঁদের কাছে পথ নির্দেশ পৌঁছে যাবে।

 

যা বলার লেখাতেই বলা আছে। এর বাইরে নতুন করে কিছু বলার নেই। শর্তাবলীরও কোন বদল ঘটবে না। ভালো করে লেখা পড়ে নিন। ফোন করে কোন লাভ নেই নতুন কিছু শুনতে পাবেন না।। টিকিট পাবেন। যাঁরা লিঙ্কে টিকিট না কেটে আমাদের ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠাতে আগ্রহী তাঁদেরকে সবার জন্য গড়ে অফেরতযোগ্য মাথা পিছু ১২০০ টাকা দিতে হবে। 9330843394 WhatsApp মেসেজ করুন। ব্যাঙ্কের তথ্য পাঠিয়ে দেওয়া হবে। যাঁরা একেবারে অনুষ্ঠানস্থলে এসে নগদে টাকা দিয়ে ঢুকতে চান তাঁদের জন্য খরচ অফেরতযোগ্য মাথা পিছু ২০০০ টাকা।  

 

আমাদের সারা বছর প্রবীণ-প্রবীণাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়। তার টাটকা খবর নিজের মোবাইলে পেতে নিজের নাম আর info কথাটি 9330843394 WhatsApp নম্বরে মেসেজ করলে যথাযময়ে আপনার কাছে খবর পৌঁছিয়ে যাবে।  

 

THIKANA SHIMLA RESIDENTIAL SENIOR CITIZEN CLUB

Ashoknagar Near Habra N 24 Parganas- 743272

www.thikanashimla.in

WhatsApp: 9330843394

E Mail: [email protected]

18.3.24

Event Venue

Thikana Shimla - Luxury Old Age Home in Habra, Kachua - Rajberia Road, Habra, West Bengal, India

Tickets

INR 1.00 to INR 1000.00

Sharing is Caring: