Advertisement
প্রকৃতিঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে সবাইকে স্বাগতম। ফ্রেশারদের জন্য বিশ্ববিদ্যালয় মানেই নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার হাতছানি, নিত্য নতুন কিছু স্বপ্ন, নতুন চিন্তাভাবনা ক্যারিয়ার গোছানোর আর নিজেকে সময়োপযোগী করে তোলার!GLOSSOPHOBIA হচ্ছে সবার সামনে বা মঞ্চে দাঁড়িয়ে কথা বলার ভীতি। কমবেশি অনেকের মাঝেই এই GLOSSOPHOBIA কাজ করে। একজন বিতার্কিক ও পাবলিক স্পিকার হওয়ার মাধ্যমে এই ভীতি দূর করা খুব সহজেই সম্ভব হয়। আর ফ্রেশার হিসেবে ক্যাম্পাসে এসে প্রথমবর্ষের ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা বিষয়ক দ্বিধা দূর করতে প্রয়োজন যথোপযুক্ত রোডম্যাপ এবং ২১ দশকের প্রয়োজনীয় স্কিলস!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস), নবীন শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে একটি বিতর্ক, ক্যারিয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ আয়োজন- "CUDS Synergy: the Voice of Tomorrow."
কেনো সিইউডিএস সিনার্জি তে অংশগ্রহণ করবেন?
➤ GLOSSOPHOBIA দূরীকরণ
➤ বাংলা ও ইংরেজি বিতর্কের হাতেখড়ি
➤ বিতর্কের বিস্তারিত এবং ম্যাটার ডেভেলপমেন্ট
➤ প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং সেশন
➤ CV এবং Resume তৈরির দক্ষতা অর্জন
➤ লিংকডইন এবং ক্যারিয়ার ম্যাপিং
➤ ফিচার এবং কলাম লিখন দক্ষতা
➤ উচ্চশিক্ষার পূর্ব প্রস্তুতি
সব মিলিয়ে থাকছে ১০+ সেশন যা একজন ফ্রেশারের প্রথম বর্ষকে করে তুলতে পারে সবচেয়ে সুন্দর এবং গোছালো এবং তাকে রাখতে পারে ক্যারিয়ারের দিকে এক ধাপ এগিয়ে। তাই ২১ দশকের এই প্রতিযোগিতার যুগে নিজেকে প্রস্তুত করতে এবং ক্যারিয়ারের দিকে এক ধাপ এগিয়ে যেতে আজই অংশগ্রহণ করুন এই প্রশিক্ষণে!
রেজিস্ট্রেশন ফি: বাছাইকৃত সদস্যদের জন্য নির্ধারিত ফি ৫২০ টাকা।
নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক আবেদন সম্পন্ন করুন। নতুন একদল বিতার্কিকদের সাথে দেখা হচ্ছে সিইউডিএস-এর প্রাঙ্গনে!
যেকোন প্রয়োজনে যোগাযোগ:
কনভেনর:
রায়হান আহমেদ চৌধুরী
অর্গানাইজিং সেক্রেটারি
+880 1736-120519
কো কনভেনর:
অথৈ রয় দ্বীপ
ক্যাম্পাস এফেয়ার্স সেক্রেটারি
+880 1917-976001
Advertisement
Event Venue & Nearby Stays
University of Chittagong, Chittagong, Bangladesh