Advertisement
যান্ত্রিকতায় কেটে গেলো ১ বছর!এক বছর হয়ে গেলো—জীবনের সাথে যুক্ত হলো কিছু নতুন শব্দ: সিটি, ল্যাব ফাইনাল, ল্যাব কুইজ, বোর্ড ভাইভা, সেমিস্টার ফাইনাল, ব্যাকলগ।
ঠিক এক বছর আগে আজকের দিনে আমাদের যাত্রা শুরু হয়েছিল রুয়েটে!
অনেকেই প্রথমবারের মতো নিজের বাসা ছেড়ে অজানা এক শহরে পাড়ি জমিয়েছিলাম।
লক্ষ্য সবার একটাই—ইঞ্জিনিয়ার হওয়া।
এই এক বছরে ইঞ্জিনিয়ারিংয়ের কতটুকু শিখেছি জানি না,
কিন্তু সবচেয়ে বেশি শিখেছি সারভাইভাল স্কিলগুলো।
কীভাবে ক্লাস, সিটি, ল্যাব রিপোর্ট, অ্যাসাইনমেন্ট—এত কিছু থাকার পরও জীবনকে উপভোগ করা যায়,
কীভাবে একবেলা টংয়ের বয়লার আর ভাত খেয়েও পুরোদিন পার করা যায়,
কীভাবে সন্ধ্যায় টিউশন করিয়ে, রাতে খেলা দেখে, ভোরে ল্যাব রিপোর্ট লিখে সারারাত না ঘুমিয়ে সকাল ৮টার ল্যাবে হাজির হতে হয়—
এইসবই আমাদের শিখিয়েছে ইঞ্জিনিয়ারিং লাইফ।
রুয়েটে এসে অন্যতম বড় পাওয়া হলো নতুন বন্ধু।
তাদের সাথে টংয়ের চায়ের আড্ডায় একটা খারাপ দিনও ভালো হয়ে যায়,
একটা খারাপ সিটির দুঃখও হারিয়ে যায় হাসির মাঝে।
ক্যাম্পাসে নতুন এসেই সকল যৌক্তিক আন্দোলনে আমাদের ২৩ সিরিজ সবসময় সোচ্চার ছিল—
তালাইমারি ব্লক থেকে শুরু করে প্রকৌশল অধিকার আন্দোলন—সব জায়গাতেই ২৩ সিরিজ একতাবদ্ধ।
এক বছর পেরিয়ে গেছে, সামনে আরও অনেক পথ বাকি।
আশা করি, সামনের সময়গুলোও এভাবেই সুন্দরভাবে কেটে যাবে।
#1_year_in_ruet
#1st_entrance_day
Cover Designed by Ahsanul Kabir Aditto (ME'23)
Event Name Suggested by Swapnil (URP'23)
Advertisement
Event Venue & Nearby Stays
RUET Campus, Motihar,Rajshahi, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.



