Advertisement
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৮শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার "ক্রিয়েটিভ কারাতে জোন " কর্তৃক চট্টগ্রাম বিভাগীয় কারাতে প্রতিযোগিতা আয়োজিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোন জেলা থেকে, যেকোন শিক্ষা প্রতিষ্ঠান বা যেকোন সংগঠন অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতা কাতা ও কুমিতে দুই ইভেন্টে অনুষ্ঠিত হবে। যেকোন এক ইভেন্টের এন্ট্রি ফি ৭০০/= এবং উভয় ইভেন্টের এন্ট্রি ফি ১০০০/=। প্রত্যেক প্রতিযোগিকে দুপুরের খাবার ও অংশগ্রহণ সার্টিফিকেট প্রদান করা হবে। আর প্রতি ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকারীদের জন্য থাকবে যথাক্রমে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক। প্রতিযোগিতার তারিখ: ২৮শে ফেব্রুয়ারি ও প্রতিযোগিতার স্থান: ফরচুন স্পোর্টস এরিনা, রোড ৭, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম। সকলে আন্তরিকভাবে আমন্ত্রিত।
Advertisement
Event Venue & Nearby Stays
Fortune Sports Arena, Road-7, B-Block , Chandgaon R/A,Chittagong, Bangladesh