Advertisement
আসসালামু আলাইকুম 🤍Here we go🔥 ⚽
Land sharks sports community proudly launching :
CHAMPIONS LEAGUE FUTSAL 2025 (SEASON 1)🏅🏆
Date: 15 & 21 February 2025
🔺রেজিষ্ট্রেশন :
# টিম এন্ট্রি ফি : ৩০০০ টাকা
# ১০০০ টাকা অগ্রিম পে করে টিম রেজিষ্ট্রেশন করতে হবে (Not refundable)।
# রেজিষ্ট্রেশন ডেডলাইন- ৬ ফেব্রুয়ারী ।
🎉 প্রাইজপুল: ৪৮ দলের জন্য- ৩০,০০০ টাকা + ট্রফি ও মেডেল।
চ্যাম্পিয়ন = ২০,০০০ টাকা + ট্রফি ও মেডেল ।
রানার্সআপ = ১০,০০০ টাকা + ট্রফি ও মেডেল ।
🔺 ব্যক্তিগত পুরস্কার ( Individuals Awards):
✩ Golden Gloves – টুর্নামেন্ট সেরা গোলরক্ষক।
✩ Golden Boot – টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
☆ Player of the Tournament – টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
✩ Puskas Award – টুর্নামেন্টের সেরা গোলের জন্য বিশেষ পুরস্কার।
✩ Man of the Match – প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়।
🔺টুর্নামেন্টে ফরমেট: 16 দলের জন্য।
🔸 Group stage
🔸 Round of 16
🔸 Quarter Final
🔸 Semi Final
🔸 Final
▫️গ্রুপ স্টেজ- প্রতি গ্রুপে ৩ টি করে দল থাকবে ।
▫️গ্রুপের সেরা ১ টি দল পরের রাউন্ডে উত্তীর্ণ হবে ।
গ্রুপ স্টেজ (৪৮) <<< কোয়ার্টার ফাইনাল (১৬) <<< সেমিফাইনাল (৮)<<< ফাইনাল।
🔺ম্যাচ টাইম:
গ্রুপ স্টেজ: ১৫ মিনিট।
▫️ কোয়ার্টার ফাইনাল : ২০ মিনিট।
▫️ সেমিফাইনাল : ২০ মিনিট।
▫️ ফাইনাল ম্যাচ : ৪০ মিনিট।
🔺খেলার নিয়মাবলি:
▫️স্কোয়াড: ৯ জন । গোলকিপার সহ ৬ জন খেলবে ।৩ জন সাব ।
▫️জার্সি ও টার্ফ বাধ্যতামূলক (বুট পড়া যাবে না)
▫️ প্রত্যেক দলকে তাদের নিজস্ব জার্সি পড়ে খেলতে হবে।
▫️কোন প্লেয়ার নিজের দল ব্যতীত অন্য দলে খেলতে পারবে না।
▫️জয়: ৩ পয়েন্ট, ড্র: ১ পয়েন্ট, হার: ০ পয়েন্ট।
▫️গ্রুপ পর্বের খেলা শেষে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে দেখা হবে-
১. গোল ডিফারেন্স।
২. ফেস টু ফেস ম্যাচ উইনার।
▫️অফসাইড নাই । ফ্রি কিক ব্যতিত ডিরেক্ট গোল নাই।
▫️লাল কার্ড পেলে সেই খেলোয়াড় ঐ ম্যাচ ও পরবর্তী ম্যাচে খেলতে পারবে না।
▫️ রোলিং সাব এবং ব্যাক পাস আছে ।
◽ প্লেয়ার পরিবর্তন করানোর সময় খেলা থামানো হবে না।
▫️খেলা চলাকালীন সময়ে দুইদলের প্লেয়ারদের কে অবশ্যই নির্দিষ্ট প্যাভিলিয়নে অবস্থান করতে হবে।
🔺সম্পূর্ন টুর্নামেন্ট রেফারি দ্বারা পরিচালিত হবে।
◽প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন একজন অন-ফিল্ড ও একজন সাইডলাইন রেফারি।
▫️খেলা চলাকালীন সময়ে মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
◽রেফারির সাথে তর্ক করা যাবে না। এটি কার্ড কিংবা সাসপেনশনের কারণ হতে পারে।
🔺গুরুত্বপূর্ণ নোট:
▫️কোনো প্রকার অভদ্র আচরন ও মারামারি করলে কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে ।অশোভন আচরণ, গালি, স্লেজিং, খারাপ ব্যবহার বা খেলাধুলার চেতনার পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
◽প্রতিটি দলকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে, অন্যথায় তাদের স্লট বাতিল হয়ে যাবে।
▫️আঘাত প্রাপ্ত খেলোয়ারের প্রাথমিক চিকিৎসা ব্যতিত কমিটি অন্য কোনো দায়-ভার নিবে না ।
▫️সমস্ত দলকে তাদের ম্যাচের সময় কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
▫️যেকোনো দল তাদের সময়ের মধ্যে উপস্থিত থাকতে না পারে বিপক্ষ দলকে ১-০ জয়ী ঘোষনা করা হবে । পরিস্থিতির উপর ভিত্তি করে বিবেচনা করা হবে।
🔺আয়োজক কমিটি প্রয়োজনে নিয়ম পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। বিশেষ প্রয়োজনে এবং উদ্ভূত নতুন কোন পরিস্থিতিতে টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ।
🔺 বিশেষ সুবিধাসমূহ:
◽ খাবার পানির ব্যবস্থা।
◽লাইভ স্কোরিং ও স্ট্রিমিং সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার।
◽দল ও অতিথিদের জন্য বিশেষ বসার ব্যবস্থা।
Registration is going on!
Forms are limited❗️
Contact - 01550-683790 ( What'sapp )
Advertisement
Event Venue & Nearby Stays
Tackle Ground, Dhaka, Bangladesh