Advertisement
অ্যাডভেঞ্চার ট্যুরে সবচেয়ে আনন্দদায়ক হচ্ছে রাতে চাঁদের আলোয় তাবু করে থাকা। আমরা সবাই কম বেশি চাই কোন এক সুন্দর জায়গায় প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে এভাবে থাকতে। কেমন হয় যদি এবার আমরা থাকি ঝর্নার খুব কাছে? কেমন হবে যদি আমরা শিখতে পারি ঠিক কোথায় তাবু করে থাকা যায়?
রাতে চাদের আলোয় গীটারে গান?
ঝিরি থেকে মাছ ধরে খাওয়া?
নিজেদের রান্না নিজেরা করে খাওয়া?
সুন্দর নির্মল প্রকৃতিকে নিজের মত করে উপভোগ করা?
বন্ধুদের সাথে নিজের বানানো কফির কাপ নিয়ে আড্ডার ঝড় তোলা?
ঝর্নায় র্যাপেলিং জুমারিং এর মত এক্টিভিটি করা?
প্রকৃতিকে নষ্ট না করে ফিরে আসা?
KNOT8 এর যাত্রা শুধু ঘুরে বেড়ানো নয়। প্রকৃতির কাছে থেকে প্রকৃতিকে জানা শোনা। বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটি হাতে কলমে শেখা। আপনাকে যে কোন জায়গায় অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য একটু তৈরি করে দেয়া। আর আমরা বিশ্বাস করি আপনিও আমাদের সাথে একমত।
কিভাবে এই ট্যুরের জন্য ব্যাগ গোছাবেন সেটাও সঠিক নিয়মে বলে দেয় KNOT8।
কেমন হচ্ছে যাত্রা?
১৩ নভেম্বর রাত ১১.০০টা- রাতের বাসে ঢাকা থেকে যাত্রা শুরু। ১৪ তারিখ ভোরে মিরসরাই পৌছাবো
সকালের নাস্তা শেষ করে নাপিত্তছোড়া ট্রেইলে যাত্রা শুরু। ঝিরি পথ দিয়ে হাটা আর ঝর্না উপভোগ করা।
১৪ তারিখ দুপুরে খাওয়া শেষ করে যাবো রুপসী ঝর্নার ট্রেইলে। সেখানেই রাত্রি যাপন। রাতে কি কি আকর্ষণ থাকছে তা বলে দিতে চাই না। ১৫ তারিখ সকালের নাস্তা শেষে শুরু হবে বিভিন্ন অ্যাডভেঞ্চার এক্টিভিটি। দুপুরের পর ফিরে আসা মেইন রোডে। দুপুরের খাবার খেয়ে বের হয়ে যাবো সেখান থেকে। সন্ধ্যার পর আবার বাসে করে ফিরে আসবো ঢাকা।
আর কি কি থাকছে?
• Backpacking Session
• Tent Pitching Workshop
• Campfire Session
• Rappelling
• Jumaring
And many more exciting adventures!
🚫 ক্যাম্পে কোন প্রকারের মাদক দ্রব্য নেয়া বা সেবন করা যাবে না।🚫
💳 রেজিস্ট্রেশন ফি: ৩,৬৫০ টাকা (ঢাকা থেকে)
💳 রেজিস্ট্রেশন ফি: ২,৩৫০ টাকা (চট্টগ্রাম থেকে)
📲 বিকাশ : 01681025616 (Personal)
📝 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/EkbJZRaoTyFnLYQ57
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ - ১০ নভেম্বর, ২০২৫
আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন নিচের দেয়া মোবাইল নম্বরে।
01681025616
Advertisement
Event Venue & Nearby Stays
Ruposhi Jhorna, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











