Advertisement
Bangladesh Vespa Community pleased to announce another sparkling event for our members. Its my immense pleasure to invite all our members to be a part of this historical ride. ৩য় বারের মতো বাংলাদেশ ভেসপা কমিউনিটি আয়োজন করতে যাচ্ছে একটি স্বপ্নের আসর BVC Gentlemen’s Ride 2025 শুধুমাত্র বিভিসিয়ানদের জন্য। রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক, রেজিষ্ট্রেশন ফি ৩০০/- (তিনশত টাকা জনপ্রতি) প্রযোজ্য। (০১৭৫০-০৫৫০২৩ পার্সোনাল বিকাশ অথবা নগদ)
সকল বিভিসিয়ানরাই অংশ গ্রহণ করতে পারবেন যারা বিভিসি আয়োজিত কোনো ইভেন্টে অংশ গ্রহণ করেছে ইতিপূর্বে। আর নতুন মেম্বাররাও অংশ গ্রহণ করতে পারবেন। অনুরোধ রইলো রেজিষ্ট্রেশন ব্যাতিত কাউকে না আসার জন্য।
এই ইভেন্টে অংশ গ্রহণ করতে হলে শুধুমাত্র ব্লেজার, স্যুট, টাই, জুতা পরিধান করা পুরুষদের জন্য বাধ্যতামুলক। তবে মেয়েরা চাইলে সামঞ্জস্যপুর্ন নিজের মতো রুচিসম্মত পোশাক পরিধান করতে পারবে। ছেলে মেয়ে উভয়ের জন্য এবং পিলিওনের জন্যও হেলমেট বাধ্যতামুলক। কোনো ক্রমেই হেলমেট ছাড়া রাইডে অংশ গ্রহন করতে দেয়া হবে না রেজিষ্ট্রেশন থাকা সত্বেও।
রেজিষ্ট্রেশন এর জন্য Haque Enam এর 01750-055023 নম্বরের WhatsApp এ আপনার বিকাশ অথবা নগদ এর সেন্ডমানির স্ক্রিনশট ও নিচের তথ্য গুলো দিয়ে ম্যাসেজ করে দিবেন।
১. নিজের নামঃ
২. সেলফোন নম্বরঃ
৩. ফেইসবুক আইডিঃ
৪. পরিবারের অন্য সদস্য সহ মোট কত জন রাইডে অংশ গ্রহন করছেন (রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি ৩০০/-টাকা) তার সংখ্যা উল্লেখ করে একটি ম্যাসেজে পাঠাবেন। আপনাকে ফিরতি ম্যাসেজে বা কল করে নিশ্চিত করা হবে আপনার রেজিষ্ট্রেশন গৃহিত হয়েছে কিনা। আমাদের এ্যাডমিন/ মডারেটর প্যানেল আপনার পরিচয় নিশ্চিত হয়ে রেজিষ্ট্রেশন কর্ম সম্পাদন করবেন।
রেজিষ্ট্রেশন সম্পন্ন করা সবার জন্য থাকবেঃ
১. কোটপিন
২. ইভেন্ট স্টিকার
৩. গ্রুপ স্টিকার
৪. লেগ শিল্ড ব্যানার
৫. সকালের নাস্তা ভূরিভোজন।
৬. আরও কিছু থাকতে পারে, ওগুলো গোপনই থাক।
রেজিষ্ট্রেশন বাধ্যতামুলক এই জন্য ই করা হয়েছে কারন না হলে আমরা গুডিস আর সকালের খাবারের ব্যবস্থা সুচারুভাবে করতে পারবো না। রেজিষ্ট্রেশন ছাড়া কাউকে মুল ভেন্যুতে ভেসপা সহ প্রবেশ করতে দেয়া হবে না।
আরো থাকছে কিছু আকর্ষনীয় সারপ্রাইজ।
এই মহাযজ্ঞের জন্য আমাদের ভেন্যু পার্টনার THE HUNGRY DUCK (Purbachal )
মিট আপ পয়েন্টঃ বসুন্ধরা কনভেনশন সেন্টার। ৩০০ ফিট এর সামনে থেকে।
https://maps.app.goo.gl/VxBpmK2ucMcqy8m56?g_st=ic
সময়ঃ সকাল ০৮.৩০ মিনিট।
মুল ভ্যেনুঃ THE HUNGRY DUCK (Purbachal ) https://maps.app.goo.gl/aqHmYjAVYUHAi3ic6?g_st=com.google.maps.preview.copy
রেজিষ্ট্রেশন এর শেষ সময়ঃ ২০শে জানুয়ারি সোমবার রাত ১১:০০ টায়।
আমাদের মিটআপ পয়েন্ট থেকে রাইড শুরু করে এক সাথে সুশৃঙ্খলভাবে আমাদের ইভেন্টের স্পটে পৌছাবো।
স্পটে পৌছনোর পর আমাদের বাহনটি পার্ক করে সবাই মিলে গ্রুপ ফটো তুলবো, তারপর ইভেন্টের অন্যান্য কাজকর্ম শুরু করবো। দুপুর ১২ টায় অফিসিয়াল ইভেন্ট সমাপ্তি ঘোষণা করা হবে। তারপরও যাদের ইচ্ছা তারা অবস্থান করতে পারবেন।
Advertisement
Event Venue & Nearby Stays
Purbachol, Bara Beraid, Dhaka, Bangladesh