Advertisement
প্রিয় BUS FANS OF BANGLADESH বাসী 😊"আশাকরি সবাই মহান খোদার রহমতে ভালো আছেন।" ভ্রমনপিপাসুদের পাহাড়, ঝর্ণা এবং সমুদ্রের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে তাই এবার যাচ্ছি কক্সবাজার।
BUS FANS OF BANGLADESH FURIOUS TOUR-01
⏹️ স্থান: সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের বুকে বয়ে চলা ঝর্ণা ও পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।
🔹২ রাত ১ দিনের ট্যুর
🔸তারিখঃ ০৯ অক্টোবর ২০২৫
🔹ট্যুরের চাদা: ২০০০/-
🔹কিশোরগন্জ থেকে চাদা ২০০০ টাকা
✅ রিপোর্টিং পয়েন্ট - কিশোরগঞ্জ - গাজীপুর -আব্দুল্লাহপুর -উত্তরা -সায়দাবাদ
🔹 ড্রপিং পয়েন্ট - কক্সবাজার
🔘 ট্যুরে যা যা থাকছেঃ
🔶ঢাকা থেকে যাওয়া আসার নন-এসি বাস
🟥এক বেলা খাবার (প্যানেল মেম্বার হতে নির্ধারণ করা হতে পারে)
❌ যা যা থাকছে নাঃ
1️⃣সকল প্রকার ব্যাক্তিগত খরচ।
2️⃣ আশে পাশে ঘুরাঘুরির খরচ।
3️⃣দর্শনীয় স্থানের এন্ট্রি ফি।
🔰 দর্শনীয় স্থানসমূহঃ
1️⃣কক্সবাজার সি বিচ
2️⃣হিমছড়ি পাহাড়
3️⃣হিমছড়ি ঝর্ণা
4️⃣লাল কাকড়া
🔴বি:দ্র: নিজের ইচ্ছেমতো ঘুরতে চাইলে ঘুরতে পারবে। তবে ভদ্রতা এবং শালীনতা বজায় রেখে।
দর্শন
🔶 ট্যুরের বিবরণী:
০৯ অক্টোবর রাত ০৮.০০ টায় আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবো ইনশাআল্লাহ।
কুমিল্লায় যেকোনো একটা হোটেলে আমরা ৩০ মিনিটের যাত্রা বিরতি দিবো।
এরপরে আমরা সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবো।
সবকিছু ঠিকঠাক থাকলে ভোর ৮.০০ টার দিকে আমরা কক্সবাজারে পৌঁছাবো।
🟢হোটেলে ব্রেকফাস্ট করে নিবো।
(ব্রেকফাস্ট ইভেন্টের বাজেটে আওতাভুক্ত নয়)।
এরপর যে যার মতো করে ঘুরতে পারবেন এবং দুপুরে খাবার সবাই একসঙ্গে করবো।
🔴ব্রিঃদ্রঃ ঘুরতে বের হলে দুপুরে খাবার টেলিবে সকলে একত্রিত হওয়াটা বেগ পোহাতে হয়..!!
উক্ত কারণে দুপুরে খাবার সময় সবাই হোটেলের সামনে থাকবেন
(লাঞ্জ ইভেন্টের বাজেটে আওতাভুক্ত নয় )।
দুপুরে বিশ্রাম নিয়ে যে যার মতো আবারও ঘুরতে পারবেন।
রাত ৯ টায় সকলে একত্রিত হয়ে নির্ধারিত হোটেলে ডিনার করে নিবো
(ডিনার ইভেন্টের বাজেটে আওতাভুক্ত নয়)।
রাত ১০.০০ টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
সকলকেই যথেষ্ট পরিমাণ সময় দেয়া হবে কেনাকাটা এবং ঘুরাঘুরির জন্য।
---
⚠️ নিরাপত্তা ও নিয়মাবলী:
কেউ কোনো অবৈধ জিনিস সঙ্গে রাখলে কতৃপক্ষ দায়ী থাকবে না❌
যেহুতু ট্যুরিষ্ট এলাকা তাই সেনাবাহিনীরা চেক করে তাই কোন অবৈধ জিনিস বহন করলে তাকে সেখানে রেখে চলে যাবো✅
🔴আমরা বঙ্গবন্ধু টানেল হয়ে জাবো।
যেহেতু ট্যুরিষ্ট এলাকা, সেহেতু নিরাপত্তার জন্য কয়েকটি দলে বিভক্ত হয়ে চলা হবে।
---
ব্রিঃদ্রঃ
⚜️ পেমেন্ট অফেরতযোগ্য।
🔸 সকল স্পটে ঘুরাঘুরির ফি ও যাওয়া আসা নিজ নিজ ব্যক্তিগত খরচের মধ্যে থাকবে।
🔹 এডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত!
⏺️ আগে আসলে আগে পাবেন এই নীতিতে পেমেন্ট নেওয়া হবে। সিট সীমিত।
🚫 বুকিং এর লাস্ট ডেট ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
📛 পেমেন্ট এর জন্যঃ
ফুয়াদ: 01718230037
Advertisement
Event Venue & Nearby Stays
বোর্ডবাজার,গাজীপুর সিটি, Kunia, Dhaka, Bangladesh