BUFA Winning Championship

Thu May 16 2024 at 09:00 am to 10:00 pm

Courtside | Dhaka

Bangladesh unofficial Football Association- BUFA
Publisher/HostBangladesh unofficial Football Association- BUFA
BUFA Winning Championship
Advertisement
BUFA Winning Championship 2024
আসসালামু আলাইকুম সবাইকে, বুফা- বাংলাদেশ আন-অফিসিয়াল ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে, ‘‘ BUFA WINNING CHAMPIONSHIP 2024 ’’ এই টুর্নামেন্ট এ অংশ গ্রহনকারীদের জন্যে হারাবার কিছুই নেই, প্রথমবারের মতো আমরা টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জন্যে রেখেছি অফুরন্ত পুরুষ্কার।
BUFA WINNING CHAMPIONSHIP টুর্নামেন্টের নিয়মাবলি :-
স্থান :- কোর্টসাইড মাঠ, ইউ.আই.ইউ বিশ্ববিদ্যালয়ের পিছনে ,নতুন বাজার, ৩০ ফিট বালুর নদী
খেলার তারিখ:- ১৬ই মে ২০২৪ (১দিনের টুর্নামেন্ট)
দলের সংখ্যা:- ৪টি
মোট ম্যাচের সংখ্য:- ১৩টি
প্রতিটি দলে সদস্য সংখ্যা :- ২০ জন করে
দল গঠনের পদ্ধতি :- দল গঠনের জন্য দুটি ভাগ আছে, যার একটি দলের মালিকানা বা ফ্রান্সাইজিং আর একটি প্লেয়ার।
মাঠে কোন প্রকার মাদকদ্রব্য, যেমন (সিগারেট -মদ বা গাজা) নিয়ে প্রবেশ নিষেধ
প্রতিটি ম্যাচে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, তবে ফ্রান্সাইজিংদের যদি রেফারির সিদ্ধান্ত ভুল মনে হয়, তবে খেলার মাঠে প্রবেশ না করে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে, তবে রেফারির সাথে কোন প্রকার খারাপ আচরণ করলে, টিমকে সর্বনিম্ন ২০০টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা এবং খেলোয়াড় হলে ১ম্যাচের জন্যে বরখাস্ত করা হতে পারে।
এন্ট্রি ফি:- খেলোয়াড়দের জন্যে এককভাবে ৩,০০০/= টাকা মাত্র এন্ট্রি ফি দিতে হবে এবং ফ্রান্সাইজিং দের জন্যে প্রতি দলের মুল্য ১০,০০০/= টাকা মাত্র।
খেলোয়াড় বাছাই:- ফ্রান্সাইজিং বা দলের মালিকানা প্রাপ্তর, লটারির মাধ্যমে তাদের দলের জন্যে খেলোয়াড় বাছাই করতে পারবে,
“ BUFA WINNING CHAMPIONSHIP “ টুর্নামেন্টর পুরুষ্কার:-
দলীয় পুরুষ্কার :-
1. চ্যাম্পিয়ন :- ২০,০০০/= টাকা মাত্র সাথে ট্রফি & ২০ টি মেডেল
2. প্রথম রানারআপ :- ১৫,০০০/= টাকা মাত্র সাথে ট্রফি & ২০ টি মেডেল
3. দ্বিতীয় রানারআপ :- ১৩,০০০/= টাকা মাত্র সাথে ২০ টি মেডেল এবং অংশ গ্রহণকারী ক্রেস্ট
4. শেষ রানারআপ :- ১২,০০০/= টাকা মাত্র সাথে ২০ টি মেডেল এবং অংশগ্রহণকারী ক্রেস্ট
ব্যক্তিগত পুরুষ্কার :-
1. সেরা গোলকিপার (ট্রফি)
2. সেরা ডিফেন্ডার (ক্রেস্ট)
3. সেরা মিডফিল্ডার (ক্রেস্ট)
4. সেরা স্ট্রাইকার (ক্রেস্ট)
5. সেরা ক্যাপ্টেন (ক্রেস্ট)
6. সেরা ফ্রান্সাইজার (ক্রেস্ট)
7. টপ স্কোরার (ট্রফি)
8. এম পি ভি (ট্রফি)
9. প্রতি ম্যাচে সেরা পারফরম্যান্স কারিকে একটি করে ক্রেস্ট এবং ১০০ টাকা মাত্র দেয়া হবে।
10. সর্বোচ্চ ম্যাচ পারফরম্যান্স (১৩ ম্যাচে যে বেশিবার পাবে) কারিকে ট্রফি এবং ১,৩০০/= টাকা মাত্র দেয়া হবে।
এন্ট্রি ফি জমা দেয়ার শেষ তারিখ ৫ই মে ২০২৪
এন্ট্রিফি জমা দেয়ার জন্যে নিমোক্ত নিয়মাবলি মানতে হবে,
এন্ট্রি ফি পুরোটা বিক্যাশ পে এর মাধ্যমে দিতে হবে, (০১৯৪৪৫৪২০৩৩) এই বিক্যাশ নাম্বার ছ্বাড়া আর কোন বিক্যাশ নম্বরে এন্ট্রি ফি পাঠাবেন না, এন্টি ফি পাঠাতে হলে এই নাম্বারে বিক্যাশ করবেব, খেলোয়াড় হলে, ৩,০৬০ টাকা আর দল নিতে হলে ১০,২০০ টাকা। এর পর ফেইবুক এ, বুফার এভেন্টে গিয়ে নিজের নাম & খেলার পজিশন লিখে যে নাম্বার থেকে বিক্যাশ করেছেন সেই নাম্বার টি লিখবেন, বিক্যাশ পেমেন্ট ছাড়া খেলায় এন্ট্রি নেয়া হবে না, আবারো মনে করিয়ে দেই, এন্ট্রি ফি ৫ই মে ২০২৪, তারিখের সন্ধ্যা ৬টার আগে পেমেন্ট না করিলে খেলায় নেয়া হবে না। ধন্যবাদ
Iftekhar Hossain Mahi
BUFA – Bangladesh Unofficial Football Association
Advertisement

Event Venue & Nearby Stays

Courtside, Courtside, 100 feet Madani Avenue (Near United International University),Satarkul, Dhaka, Bangladesh

Discover more events by tags:

Sports in DhakaFootball in Dhaka

Sharing is Caring: