Advertisement
সুপ্রিয় বন্ধু ও পরিবারবর্গ,আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় বিন্দুবাসিনী পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত জানুয়ারিতে আমরা প্রথমবারের মতো বিদ্যালয় পরিবারের উদ্যোগে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিলাম, যা ছিল সকলের অংশগ্রহণে একটি সাফল্যমণ্ডিত অনুষ্ঠান। সকলের উচ্ছ্বাস ও আগ্রহ দেখে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং তাই আমরা আনন্দের সাথে জানাতে চাই যে, এ বছর ২০২৪ সালের ডিসেম্বরের ২৪ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমরা আয়োজন করতে যাচ্ছি "বিন্তুবাসিনী ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের - সিজন ২।"
এবারের প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে। সিজন ২-এ অংশগ্রহণ করতে চাইলে দ্রুত আপনার নাম নিবন্ধন করুন । আপনাদের সকলের সমর্থন এবং অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে আরও সফল করবে।
তাহলে আসুন, আমরা একত্রে এই শীতের দিনগুলোতে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ উপভোগ করি এবং সবার মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করি। ধন্যবাদ।
ডাবলস রেজিষ্ট্রেশন - https://forms.gle/MR9nTACQcYGephmo6
সিংগেলস রেজিষ্ট্রেশন - https://forms.gle/TmVYqWw7MrMtN8a26
Advertisement
Event Venue & Nearby Stays
Nirala Mor, 1900 Tangail, Bangladesh, Kathakali Seal Centre, Nirala More, টাঙ্গাইল, বাংলাদেশ,Tangail, Mymensingh, Bangladesh