Bdbz 11- Camping In Sonadia Island

Thu, 18 Dec, 2025 at 09:00 pm UTC+06:00

Sonadia Island | Chittagong

\u09ac\u09bf\u09a1\u09bf \u09ac\u09be\u09b8 \u099c\u09cb\u09a8
Publisher/Hostবিডি বাস জোন
Bdbz 11- Camping In Sonadia Island
Advertisement
আসসালামু আলাইকুম। বছরের শেষ , গ্র্যান্ড ট্যুরের সময় চলে এসেছে।
এবার যাচ্ছি আমরা আপনাদের সবচেয়ে পছন্দের প্লেসে, কক্সবাজার।

Bdbz 11- Camping In Sonadia Island
তারিখ- ১৮ই ডিসেম্বর ২০২৫
সময়- ২ রাত ১ দিন
ফি- ২৮০০ টাকা

বিস্তারিতঃ

আমাদের ট্যুরের দিন নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার।
সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ ১৮ ডিসেম্বর রাত ৮টায় কলাবাগান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো।
যেহেতু আমরা প্রায় ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করবো এবং বৃহস্পতিবার হওয়ায় পথে জ্যাম থাকার সম্ভাবনা বেশি,
তাই যত আগে রওনা হতে পারবো—ততই আমাদের জন্য ভালো হবে।
যাত্রাপথে আমরা কুমিল্লা ছন্দু হোটেলে ৩০ মিনিট যাত্রাবিরতি দেবো।
এই সময়ে সবাই নিজ নিজ খরচে রাতের খাবার গ্রহণ করবেন।
যাত্রাবিরতি শেষে আবার কক্সবাজারের পথে রওনা হবো।
কক্সবাজার পৌঁছে প্রথমে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিবো।
এরপর সকালের নাস্তা শেষ করে সবাই মিলে সমুদ্র স্নানে যাবো।
সমুদ্র স্নান শেষে ১২টার মধ্যে হোটেলে ফিরে আসবো।
এর পরে সবাইকে বিশ্রামের জন্য ১ ঘণ্টা সময় দেওয়া হবে।
দুপুর ১টায় দুপুরের খাবার শেষ করে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হবো।
মেরিন ড্রাইভে আমরা সবাই মিলে আনন্দ করবো, গ্রুপ ফটো তোলা হবে এবং একসাথে সূর্যাস্ত উপভোগ করবো।
এরপর আমরা কলাতলির উদ্দেশ্যে রওনা হবো।
কলাতলি পৌঁছে সবাইকে ১.৩০ ঘণ্টা সময় দেওয়া হবে বার্মিজ মার্কেটে কেনাকাটার জন্য।
সবশেষে রাত ৯টার মধ্যে রাতের খাবার শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।
ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আমরা ২০ ডিসেম্বর ভোরে ঢাকায় পৌঁছাবো, এবং এর মাধ্যমে আমাদের ট্যুর শেষ হবে।

ট্যুরে যা যা থাকছেঃ
- যাওয়া আসার জন্য Hino Ak1J নন এসি বাস
- ৩ বেলা খাবার
- থাকার ব্যবস্থা শেয়ার রুম

যা যা থাকছে নাঃ
- যাওয়ার সময় রাতের খাবার
- ব্যক্তিগত খরচ


বুকিং এর শেষ সময়- ১৫ ডিসেম্বর ২০২৫

বুকিং ফি- ১০২০ টাকা
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট প্রদান করা হবে

টাকা পাঠাবার ঠিকানা-
বিকাশ- ০১৬৭৫৬৭৯০২৪
নগদ- ০১৭৮২১৪৯৭৭

#bdbzianForever
Advertisement

Event Venue & Nearby Stays

Sonadia Island, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u0998\u09c1\u09b0\u09c7 \u0986\u09b8\u09c1\u09a8 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u09b8\u09ae\u09c1\u09a6\u09cd\u09b0 \u09b8\u09c8\u0995\u09a4 \u09a5\u09c7\u0995\u09c7\u0964
Thu, 18 Dec at 05:00 pm প্রিমিয়াম ট্যুরে ঘুরে আসুন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।

Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত

\ud83c\udf04 BLU Mountain Rush 0.5
Thu, 18 Dec at 10:00 pm 🌄 BLU Mountain Rush 0.5

Bandarban - Nilgiri - Nilachol - Meghla

\u0986\u09b2 \u09b9\u09bf\u0995\u09ae\u09be\u09b9 \u09ae\u09c7\u09a7\u09be \u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u09e8\u09e6\u09e8\u09eb
Fri, 19 Dec at 08:00 am আল হিকমাহ মেধা বৃত্তি ২০২৫

oxygen, Chittagong, Chittagong Division, Bangladesh

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events