BD BUS VLOGGER TOURING - 5

Thu, 15 May, 2025 at 08:00 pm UTC+06:00

খাগড়াছড়ি | Chittagong

BD Bus Vlogger
Publisher/HostBD Bus Vlogger
BD BUS VLOGGER TOURING - 5
Advertisement
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
📣সুপ্রিয় সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো।
আপনারা জানেন BD BUS VLOGGER এর পক্ষ থেকে প্রতি ১০ হাজার সাবস্ক্রাইবার্স এ আমরা ট্যুর করে থাকি। খুব শীঘ্রই আমরা আবার ৫০ হাজার এর পরিবারে পরিনত হতে যাচ্ছি। তার‌ই প্রেক্ষিতে আগামী মে মাসে আপনাদের সবার প্রিয় চ্যানেল BD BUS VLOGGER এর পক্ষ থেকে একটি রিফ্রেশমেন্ট ট্যুর আয়োজন করা হচ্ছে। একটি সুস্থ এবং সুন্দর ট্যুর করাই আমাদের প্রধান লক্ষ্য। ❤️
আমাদের এবারের ট্যুর স্পট নির্ধারণ করা হয়েছে খাগড়াছড়ি। আমাদের ট্যুরের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মে, ২০২৫, বৃহস্পতিবার।
🚩ট্যুর প্ল্যান: এবার আমাদের ট্যুরটি হবে ২ রাত ১ দিনের।
আমরা ১৫ ই মে, রোজ বৃহস্পতিবার রাত ০৮.৩০ মিনিটে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বো, ইন শা আল্লাহ। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ তারিখ শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌঁছাবো। সারাদিন খাগড়াছড়ি ঘুরে এরপরে সন্ধ্যায় আমরা সকলেই গাড়ির কাছে চলে আসব। সেখান থেকে আমরা। সবশেষে, রাতে আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে শনিবার সকালে আমরা ঢাকা পৌঁছাবো। কিছু সুন্দর স্মৃতি নিয়ে আমরা খাগড়াছড়ি থেকে ফিরে আসতে পারবো, ইন শা আল্লাহ ❤️‍🔥
★★ট্যুরের চাঁদা নির্ধারণ করা হয়েছে ২২০০/- টাকা। কমপক্ষে ১৫০০ টাকা ( অফেরতযোগ্য ) দিয়ে বুকিং করতে হবে।★★
★★সময়ঃ ২ রাত ১দিন
✅ ট্যুর প্যাকেজে যা যা থাকবেঃ
♦️ঢাকা - খাগড়াছড়ি, খাগড়াছড়ি - ঢাকা আসা যাওয়ার বাস ভাড়া।
♦️টি-শার্ট
♦️ দুপুরের খাবার
✅ ট্যুরে যা যা থাকবে না
🔶 ট্যুরে সকাল ও রাতের খাবার
🔶 আপনাদের কোনো রকম ব্যক্তিগত খরচ
🔶 যাত্রা পথে হোটেল ব্রেকের খরচ
📣বিশেষ নির্দেশনাঃ ট্যুরকালীন ম্যানেজমেন্ট প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত। পাশাপাশি ম্যানেজমেন্টের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। যাত্রা পথে যাওয়া-আসার সময় পুলিশ চেকপয়েন্ট রয়েছে কিছু জায়গায়। কেউ কোন ধরনের অবৈধ মালামাল বহন করলে BD BUS VLOGGER দায়ী থাকবে না, এবং উক্তস্থানেই তাকে রেখে BD BUS VLOGGER ট্যুর সম্পন্ন করবে।
⛔কোন সদস্য রাস্তায়, বাসের ভেতর ও ট্যুরস্পটে উচ্ছৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণ করতে পারবে না, করলে সাথে সাথে ট্যুর লিস্ট থেকে নাম কর্তন করা হবে, এই ব্যাপারে কোন ছাড় নেই। 🚫
💌বিশেষ অনুরোধঃ BD BUS VLOGGER কে পরিবারের মত ভেবে ছাড় দেওয়ার মন মানসিকতা বজায় রাখতে হবে।
💥টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল 💥
🔴চাঁদা পাঠানোর মাধ্যম ও যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
AS MRIDUL [ 01756242398 ] Call Only
[ 01778853930 ] Bkash / Nagad
আপনারা সামনাসামনি এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যারা বিকাশ,নগদ অথবা রকেটে টাকা দিবেন তারা এক্সট্রা চার্জ সহ দিবেন!
পরিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
এবং
সার্বিক সহযোগিতায় আমরা ম্যানেজমেন্ট প্যানেলের সকলেই সাথে আছি।
#STAY_WITH_US❤️
#FEEL_THE_THRILL 💥
Advertisement

Event Venue & Nearby Stays

খাগড়াছড়ি, Khagrachari, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

NUSDF Skill Development Summit 2025 Chattogram Division
Sat, 24 May, 2025 at 10:00 am NUSDF Skill Development Summit 2025 Chattogram Division

Chattogram Veterinary and Animal Sciences University - CVASU

Bonjour Ladies' Day Fete
Sun, 25 May, 2025 at 03:00 pm Bonjour Ladies' Day Fete

Bonjour

fun mommy
Wed, 28 May, 2025 at 04:00 pm fun mommy

Chattogram, Bangladesh

\u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u099a\u099f\u09cd\u099f\u0997\u09cd\u09b0\u09be\u09ae \u09b0\u09c1\u099f\u09c7 \u09b8\u09cd\u09a5\u09be\u09df\u09c0 \u099f\u09cd\u09b0\u09c7\u09a8 \u099a\u09be\u0987
Fri, 30 May, 2025 at 12:00 pm কক্সবাজার চট্টগ্রাম রুটে স্থায়ী ট্রেন চাই

Cox's Bazar Railway Station - কক্সবাজার রেলওয়ে স্টেশন

\u09a4\u09bf\u09b8\u09cd\u09a4\u09be\u09b0 \u09aa\u09be\u09a8\u09bf\u09b0 \u09a8\u09cd\u09af\u09be\u09af\u09cd\u09af \u09b9\u09bf\u09b8\u09cd\u09af\u09be \u099a\u09be\u0987
Sat, 31 May, 2025 at 10:00 pm তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই

Kalur Dukan, Cox's Bazar, Chittagong Division, Bangladesh

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events