![BD BOSS PARIS, GRAND OPENING CEREMONY](https://cdn.stayhappening.com/events8/banners/29f290235318dc9367a341de960ed7e6039c4b8f16d666785cb170de3a021cdc-rimg-w933-h932-gmir.jpg?v=1667556711)
Advertisement
আমন্ত্রণপত্র :বিডি বস প্যারিস শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। সম্মানিত সুধী ,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্যারিসের প্রাণকেন্দ্র ,বাংলাদেশী অধ্যূষিত এলাকা Gare de l'Est- Gare du Nord সংলগ্ন এরিয়ায় বাংলাদেশী মালিকানাধীন সু -বিশাল পোশাক সামগ্রীর দোকান উদ্বোধন হতে যাচ্ছে। উক্ত মহতী অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত।
বিডি বস এর পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন থাকছে।
ফ্রান্সের মাটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা , এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসুন -মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করি।
ধন্যবাদান্তে
বিডি বস প্যারিস , ফ্রান্স
Advertisement
Event Venue & Nearby Stays
75 Boulevard de Magenta, 75010 Paris, France, Paris, France