BASANATA UTSAB FOR 50+ FEMALE

Sun Apr 06 2025 at 10:00 am to 03:00 pm UTC+05:30

Thikana Shimla | Habra

Thikana Shimla
Publisher/HostThikana Shimla
BASANATA UTSAB FOR 50+ FEMALE

বসন্ত এসে গেছে.....

 

আবারও পঞ্চাশোর্ধ মহিলাদের বসন্ত উৎসব। ৭ই এপ্রিল ২০২৫। অশোকনগর আবাসনে। অনুষ্ঠান শুরু সকাল ১০টা থেকে। শেষ বিকেল ৪টা। যাঁরা কোন দিন আমাদের এই আবাসনে আসেন নি তাঁদের জন্য একদম বিনামূল্যে। যাঁরা আমাদের বিভিন্ন অনুষ্ঠান যথা বিজয়া সম্মেলন বসন্তোৎসবে এর আগে নিঃশুল্ক অংশগ্রহণ করেছেন তাঁদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৫০০ টাকা অনুদান হিসাবে ধরা হয়েছে।

 

নাচ গান আনন্দ – নিজেদের মধ্যে। কেউ না চাইলে গালে আবির মাখানো হবে না। হলুদ খোলের শাড়ি পরে আসলে পাবেন একটা গিফট। ব্রেকফাস্ট লাঞ্চ থাকবে। আরো থাকবে ‘রঙ্গোলি নাও’ (মহিলা লোকগান দল) এর বৃন্দ গান।

 

পুরুষদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ। তবু গত বছরগুলিতে কিছু অনুরোধ আসে। প্রধানতঃ যে সব মহিলা অনুষ্ঠানে আগ্রহী তাঁদের কিন্তু একা বেরোতে ভরসা পান না তাঁরাই এই অনুরোধ জানান। তাই এবার আমরা একটি ব্যবস্থা রেখেছি। পুরুষরা মাথাপিছু ১২০০র বিনিময়ে অংশগ্রহণ করতে পারবেন। তবে তাঁদের নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানস্থলে কোন ভাবেই আসতে পারবেন না। ড্রাইভারদের কোন ভাবেই ভেতরে থাকার অনুমতি দেওয়া হবে না। তবে ড্রাইভারদের ব্রেকফাস্ট ও লাঞ্চ প্যাকেট পাবেন ৩০০ টাকার বিনিময়ে। 

 

1.    টিকিট কাটতে হবে লিঙ্ক থেকে। লিঙ্ক নিচে দেওয়া হল।

2.    সবাইকেই টিকিট কাটতে হবে।

3.    মহিলাদের জন্য টিকিট মূল্য ৫০০ টাকা। ট্যাক্স ইত্যাদি মিলিয়ে ৫৩০ টাকার মতো।

4.    আমাদের ব্যাঙ্কে সরাসরি টাকা জমা দেওয়ার অনুরোধ গ্রাহ্য হবে না। ভুল করেও কেউ টাকা পাঠাবেন না। ফেরত পাবেন না। বদলে ডোনেশন বিল পাবেন। আর অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতিও পাবেন না।

5.    যেসব মহিলা এর আগে উপরোক্ত কোন অনুষ্ঠানে নিঃশুল্ক অংশগ্রহণ করেন নি বা কোন দিন আমাদের অশোকনগর আবাসনে আসেন নি তাঁরা টাকা ফেরত পেয়ে যাবেন।

6.    পঞ্চাশের নিচে কোন মহিলা আত্মীয়াকে সাথে নিয়ে আসতে পারেন। তাঁদেরও টিকিট কাটতে হবে। তবে তাঁরা টাকা ফেরত পাবেন না।

7.    কেউ টিকিট কেটে কোন কারনবশতঃ অনুপস্থিত থাকলে টাকা ফেরত পাবেন না।  

8.    পুরুষদের টিকিট (১২০০ টাকা) ড্রাইভারের কুপন (৩০০ টাকা) (দুটোই অফেরতযোগ্য) লিঙ্কেই পাবেন।

9.    আট বছরের নিচে কোন শিশুর (লিঙ্গ নিরপেক্ষ) কোন টিকিট লাগবে না।

10. খাবার যত ইচ্ছা খাবেন। পার্সেল নিয়ে যেতে পারবেন না।

11.টিকিট বিক্রির শেষ তারিখ ৩১শে মার্চ ২০২৫ অথবা টিকিট শেষ হওয়া পর্যন্ত, যেটি আগে হবে।


 

আরো কিছু জানার জন্য মেসেজ করতে পারেনঃ 9330843394. অনধিক ২৪ ঘন্টার মধ্যে জবাব পাবেন। ফেসবুকের মন্তব্যের ঘরে বা ফোনে কিছু জানানো সম্ভব নয় বলে আগাম ক্ষমা চেয়ে নিলাম।

 

Thikana Shimla

A Welfare Organisation for The Elderly

Ashoknagar Near Habra N 24 parganas -743272

WhatsApp: 9330843394

24.2.2025

E mail: [email protected]

Event Venue

Thikana Shimla, Thikana Shimla Residential Senior Citizen Club. Bagpara, Ashoknagar, Nearest landmark: Muri karkhana/ bagpara Jubak Sangha, N 24 parganas -743272, Nearest Rly Stn. Ashoknagar Road , Habra, India

Tickets

INR 300.00 to INR 1200.00

Discover more events by tags:

Parties in HabraDance in Habra

Sharing is Caring:

More Events in Habra

Arifa Arif \ud83e\udec5\ud83e\udd35
Mon, 14 Apr, 2025 at 05:30 am Arifa Arif 🫅🤵

Khalitpur

HYW Battery Teardown
Wed, 30 Apr, 2025 at 05:00 pm HYW Battery Teardown

Habra - হাবড়া

Habra is Happening!

Never miss your favorite happenings again!

Explore Habra Events