Advertisement
বাঁকুড়াবাসীর জন্য গর্বের আরও এক অধ্যায় শুরু হতে যাচ্ছে! দ্বিতীয় বর্ষে আরও বিশাল আকারে, আরও বড় প্রাঙ্গণে এবং আরও আকর্ষণীয় মঞ্চ নিয়ে ফিরে এসেছে বাঁকুড়ার খাদ্যমেলা।এবারের মেলা শুধু খাদ্যের স্বাদেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জুড়ে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা, এবং সর্বোপরি বাঁকুড়ার ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন।
স্থানীয় থেকে আন্তর্জাতিক, ছোট উদ্যোগ থেকে প্রতিষ্ঠিত ব্র্যান্ড—সবাইকে একত্রিত করে বাঁকুড়ার খাদ্যমেলা হয়ে উঠছে খাদ্যপ্রেমীদের আবেগের কেন্দ্রবিন্দু। আগের বছরের তুলনায় আরও বৃহৎ পরিসরে এবং উৎসবমুখর পরিবেশে বাঁকুড়ার মানুষ এবার মেলার এক নতুন রূপ প্রত্যক্ষ করবে।
তাহলে আর দেরি কেন? বাঁকুড়ার দ্বিতীয় বর্ষের খাদ্যমেলায় আসুন, স্বাদে-গন্ধে-আনন্দে মেতে উঠুন!
Advertisement
Event Venue & Nearby Stays
Bankura Stadium, Bankura, Durgapur, India