Advertisement
“সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনেবিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে”
মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা বাঙালি গৃহস্থের ঘরে এক চিরাচরিত রীতি। বাসন্তী শাড়ি-পাঞ্জাবিতে সেজে বাড়ির পুজোর পর স্কুলের প্রতিমা দর্শন ও প্রসাদ গ্রহণের মত আমাদের সকলেরই ছাত্রজীবনের কত স্মৃতি যে জড়িয়ে থাকে এই পুজোর সঙ্গে! প্রবাসে থেকেও এই বিশেষ দিনটি উদযাপন করতে ভিনদেশী প্রতিবছরের মতোই এবারও বাণী বন্দনা- এর আয়োজন করছে। কচি-কাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, জম্পেশ খাওয়া দাওয়া আর অনেক আড্ডা-মজায় আমাদের সাথে বাগদেবীর আরাধনায় সামিল হতে আপনাদের কিন্তু আসতেই হচ্ছে!
We seek your gracious presence to celebrate Bani Bandana 2025 to worship the Goddess of knowledge and wisdom. To observe the special day with extraordinary performances by our youngsters, great food and wholesome community engagement, grab your tickets fast!
Advertisement
Event Venue & Nearby Stays
Shoreline Community College, 16101 Greenwood Ave N,Shoreline, Washington, United States
Tickets