Annapurna Basecamp(ঈদেরছুটি তে)-June Madness

Thu, 05 Jun, 2025 at 09:45 pm to Thu, 12 Jun, 2025 at 12:45 am UTC+05:45

Chomrong, Nepal | Pokhara

Taufique Ahmed Tamal
Publisher/HostTaufique Ahmed Tamal
Annapurna Basecamp(\u0988\u09a6\u09c7\u09b0\u099b\u09c1\u099f\u09bf \u09a4\u09c7)-June Madness
Advertisement
অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক অল্টিচিউড হান্টারের একটি সিগনেচার ট্রেক। সফলতার সাথে এখন অবদি মোট ৪৭ বার অন্নপূর্ণার উঠানে হেঁটে এসেছি আমরা। নেপালের জনপ্রিয় ২ টা রুটের মধ্যে অন্নপূর্ণা বেইজক্যাম্প অন্যতম।
পৃথিবীর অন্যতম কঠিন পর্বতের সামনে নিজেকে আবিষ্কার করাটা এক অভূতপূর্ব অনুভূতি....
অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক মডারেটস লেভেলের ট্রেক, এই ট্রেকে যেতে হলে ভালো ফিটনেস আর হালকা হাটাহাটি করার অভ্যাস থাকতে হবে।পাশাপাশি দেশের পাহাড়ে ট্রেকিং হাইকিং করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বেস্ট টাইম
---------
এই ট্রেকের বা বলতে গেলে হিমালয়ের যেকোন ট্রেকে হাঁটার পারফেক্ট সিজন ধরা হয় মার্চ-মে বা সেপ্টেম্বর- নভেম্বর পর্যন্ত। বসন্ত হিমালয়ে বিচরণ করে এপ্রিল-মে-জুন মাস ব্যাপী। এ সময়ে রডোডেনড্রন এর পাশাপাশি বরফের আধিক্য বেশি থাকে। সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়টা পরিস্কার আকাশ থাকে। অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেকের জন্য এই সময়গুলো ভাল।
প্রিপারেশন
---------
অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক একটি হাই অল্টিচিউড ট্রেক। যেখানে অতি উচ্চতায় প্রতিদিন ৫-৭ ঘন্টা হাটা লাগতে পারে। তাই এই ট্রেকে যাওয়ার আগে অবশ্যই ভালো শারিরীক প্রস্তুতি নিতে হবে। আমরা সবাইকে মেসেঞ্জার গ্রুপে এড করে ফিটনেস নিয়ে কাজ করার গাইডলাইন দিয়ে দিবো। সবাই আমাদের গাইডলাইন গুলো অনুসরণ করে নিজেকে ট্রেকের জন্য প্রস্তুত করার জন্য অনুরোধ থাকবে।

🖐️🖐️ সম্ভাব্য যাত্রার তারিখ- ৫ June ২০২৪( তবে ফাইনাল ডেট ঠিক করা হবে সবার সাথে আলোচনা করে)
-----------------------------------------
💢💢 আইটিনারি
----------------
১ম দিন # ঢাকা টু কাঠমুন্ডু ফ্লাইট, রাতে কাঠমুন্ডু থেকে পোখারার উদ্দেশ্যে যাত্রা।
২য় দিন # খুব সকালে পোখরা পৌছাবো। এদিনই আমরা সকালে নাস্তা সেরে পারমিট অফিস থেকে পারমিটের কাজ সেরে রিজার্ভ গাড়িতে যাত্রা করবো ঝিনু এর উদ্দেশ্য এ সেখান থেকে ২:৩০-৩ ঘন্টা ট্রেক করে চমরং ।
৩য় দিন # চমরং থেকে ট্রেক করে এদিন চলে যাবো দোভান। ৫-৬ ঘন্টা ট্রেক....
৪ র্থ দিন # দোভান থেকে দেউরালি ৪-৫ ঘন্টা ট্রেক।
৫ম দিন # দেউরালি থেকে এবিসি বেস ক্যাম্প ৫-৬ ঘন্টার ট্রেক ।
৬ ষ্ট দিন # এবিসি থেকে খুব ভোরে উঠে অন্নাপূর্না বেস ক্যাম্প (এবিসি) ঘুরে এসে ব্যাম্বো এসে থাকবো ৬-৭ ঘন্টা ট্রেক ।
৭ম দিন # ব্যাম্বো থেকে চমরং/ঝিনু এসে রাত থাকবো ৫-৬ ঘন্টা ট্রেক ।
৮ম দিন # চমরং/ ঝিনু থেকে রিজার্ভ গাড়িতে পোখরা। এদিন পোখারায় রাত্রিযাপন। অথবা আইটিনারি অনুযায়ী ট্রিপের শেষ দিন।
তাই রাতের বাসে চলে যাবো কাঠমান্ডুতে।

নোট:- টিমের সুবিধার জন্য আইটিনারি চেঞ্জ হতে পারে। তবে অবশ্যই সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঝিনু হয়েও আমরা স্টার্ট করতে পারি। ঝিনু তেই শেষ করতে পারি।
(৮ম দিন পর্যন্ত আপনি আমাদের রেস্পনসিবিলিটি, কেউ চাইলে ৯ম দিন থেকে নিজ খরচে এক্সট্রা থাকতেই পারেন।)
💰💰 ইভেন্ট ফিঃ- ৩৫০ ইউএস ডলার ( কাঠমুন্ডু থেকে কাঠমান্ডু )

👉👉 এই খরচে যা যা থাকবে
=================
***কাঠমুন্ডু থেকে কাঠমান্ডু সকল প্রকার যানবাহন খরচ।
*** প্রতিদিন ৩ বেলা খাবার ( ট্রেকের সময় শুধু ভেজ আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)
*** অভিজ্ঞ গাইড ও ট্রেইন্ড মাউন্টেইনার ট্রেক লিডার।
*** কাঠমুন্ডুতে ও পোখরায় মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা, ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা।

🚫🚫 যা যা থাকবে নাঃ
===========
*** বিমান ভাড়া।
*** রুট পারমিট (১০০০/১৫০০ রুপি)
*** মেনুর বাইরে যেকোন খাবার
*** মিনারেল ওয়াটার, চা, কফি
*** পার্ক, বিনোদন, রাইডের টিকেট।
*** উপরে উল্লেখিত নয় এমন কিছু।
★★ পেমেন্ট পলিসি
মে মাসের ১০ তারিখের মধ্যে ১০০ ইউ এস ডলার( অফেরতযোগ্য) অগ্রিম প্রদান করে আপনার যাত্রা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে ডলারের বিপরীতে বাংলা টাকা প্রযোজ্য।

👉👉 টাকা পাঠানোর মাধ্যম...
BANK A/C- ALTITUDE HUNTER GUIDE AND GEARS
A/C NO: 1233283395001
BANK NAME :THE CITY BANK LTD
BRANCH NAME :NEW MARKET BRANCH
ROUTING NO:225263527
💥💥 বিকাশ/ নগদ / রকেট এটাকা পাঠাতে...
পারসোনাল বিকাশ: 01673868626
অথবা সরাসরি দেখা করে এডভান্স করতে পারেন।
ঠিকানা - অল্টিচিউড হান্টার গাইড এন্ড গিয়ার্স
২১৮ ট্রপিক্যাল টাওয়ার, ৬ষ্ঠ তলা, এলিফ্যান্ড রোড, ঢাকা।
মোবাইল- 01818757575

ভিসা ও বিমান টিকেট...
নেপালে বাংলাদেশিদের জন্য অন্য এরাইভাল ভিসা ব্যাবস্থা চালু আছে। তবু ঝামেলা এড়াতে আগে থেকেই আমাদের ভিসা করতে হবে। পাসপোর্টের মেয়াদ নুন্যতম ছয়মাস থাকলেই আপনি নেপাল এম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বিমান টিকেট আপনি নিজেও করতে পারেন অথবা আমদের মাধ্যমে করতে পারেন। তবে যত তারাতারি টিকেট করে ফেলতে পারবেন দাম কম হবে।

★★ বিঃদ্রঃ -
১) আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
২) এই ট্রিপের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা মেসেঞ্জার গ্রুপে করবো। কার কি কি লাগবে, কি কি কেনাকাটা করতে হবে, অথবা নতুন কোন প্লান যুক্ত হলে আলোচনা করেই আমরা ঠিক করবো। তাই আপনি যদি নিশ্চিত যেতে চাচ্ছেন তবে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নিবেন।
৩) ইমার্জেন্সী,অসুস্থতা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের কারনে দলনেতার সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত হবে। অতি-উচ্চতায় সবচেয়ে মুল বিষয়,টিম মেম্বার দের নিরাপত্তা। আপনার নিরাপত্তার জন্য হয়তো নেমেও আসা লাগতে পারে কিংবা যেকোনো কারনে দলের বহির্ভুত হয়ে গেলে নিজ খরচ বহনের মতো মানুষিক প্রস্তুতি নিয়ে রাখবেন।

🗣️বিস্তারিত জানতে -
শামিম- 01818757575
তমাল- 016737868626
রনি - 01825776065
সুজন - 018-621-71947
ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রুপে সবাইকে দেওয়া হবে।
Advertisement

Event Venue & Nearby Stays

Chomrong, Nepal, Chhomrong,Kaski,Ghachak, Nepal, Pokhara

Sharing is Caring:

More Events in Pokhara

Mardi Himal Base Camp Trek\ud83c\udfd4\ufe0f- Eid Ul Adha (June-2025)
Sun, 08 Jun, 2025 at 07:45 am Mardi Himal Base Camp Trek🏔️- Eid Ul Adha (June-2025)

Pokhara, Nepal

Master's degree at the University of Wollongong
Tue, 01 Jul, 2025 at 12:00 am Master's degree at the University of Wollongong

Chitwan Kangaroo Education Foundation

Pokhara is Happening!

Never miss your favorite happenings again!

Explore Pokhara Events