"পূর্ণিমায় নোঙর ফেলি ঘাটে ঘাটে"

Fri, 07 Nov, 2025 at 05:30 am to Sun, 09 Nov, 2025 at 07:00 pm UTC+06:00

Sachna Bazar, Jamalganj, Sunamganj | Sylhet

The Haor Sail-Boat Retreat & Swimming
Publisher/HostThe Haor Sail-Boat Retreat & Swimming
"\u09aa\u09c2\u09b0\u09cd\u09a3\u09bf\u09ae\u09be\u09df \u09a8\u09cb\u0999\u09b0 \u09ab\u09c7\u09b2\u09bf \u0998\u09be\u099f\u09c7 \u0998\u09be\u099f\u09c7"
Advertisement
"নোঙর ফেলি ঘাটে ঘাটে"
শীতের আগমনী সকালের স্নিগ্ধতাকে সঙ্গী করে শুরু হবে আপনার নৌ-বিহার।
বাংলাদেশের অন্যতম সুন্দর এই নৌরুটে সুরমা থেকে রওনা হয়ে ধনু, ঘোড়াউত্রা, মেঘনা, ধলেশ্বরী, মানিক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের চারণভূমি আর 'পুতুল নাচের ইতিকথা' এর মূল গ্রাউন্ড গাউদিয়ার পাশ ঘেষে বয়ে চলা ডহরি খাল হয়ে ইছামতী এবং সবশেষে মহানদী পদ্মা।
নৌ-বিহারে চায়ের ধোঁয়া মিশে যায় নদীর ধূসর নিঃশ্বাসে, পিঠার গন্ধে ভরে ওঠে নৌযাত্রার বাতাস।
পেছনে ফেলে আসা মেঘালয়ের পাহাড়ের নীল ছায়া,
সামনে খুলে যাচ্ছে একের পর এক নদী ও হাওরের গল্প—
পথে পথে জেলেদের জালে ধরা সতেজ মাছ,
ধোঁয়া ওঠা ভাত, পিঠাপুলি আর গরম চায়ের সঙ্গে
এক উৎসব, এক যাত্রা, এক শীতের আগমনী কবিতা।
সুনামগঞ্জ থেকে যোগ দিয়ে ঢাকা পর্যন্ত আসতে পারেন, সময় কম থাকলে কিশোরগঞ্জের বালিখোলায় (এখানে অষ্টগ্রাম-নিকলি সড়কটা ঘুরে দেখতে পারেন), কিংবা ভৈরবে নেমে যেতে পারেন, কেউ চাইলে স্রেফ ভৈরব থেকে জয়েন করতে পারেন। লাইফ টাইম গল্প করার রসদের জন্য যোগ দিতে পারেন আমাদের এই নৌ-যাত্রায়।
নৌযাত্রা শুরু:
৬ নভেম্বর বিকেলের পর থেকে চেক-ইন শুরু।
৭ নভেম্বর ভোরে,সুনামগঞ্জ সাচনা থেকে যাত্রা শুরু ,যাত্রা শেষ হবে(৯ নভেম্বর সম্ভাব্য ) পদ্মার মাওয়া বা লৌহজং ঘাটে।
প্ল্যান:
৭ নভেম্বর তারিখ ভোরে সাচনা থেকে বোট ছেড়ে দিবো ইটানার উদ্দেশ্যে। সুনামগঞ্জ থেকে প্রায় ৫৪ নটিক্যাল মাইল পারি দিয়ে সন্ধ্যা নাগাদ আমরা পৌছে যাবো ইটনা।
৮ নভেম্বর তারিখ খুব ভোরে বোট ছেড়ে ধনু নদী ও ঘোড়াউত্রা নদী ধরে মেঘনা হয়ে সন্ধ্যায় পৌঁছে যাবো ভৈরব।
৯ নভেম্বর তারিখ খুব ভোরে ভৈরব থেকে যাত্রা শুরু করবো এই দিন আমরা বোট নোঙ্গর করবো ডহুরি খাল বা পদ্মার লৌহজংয়ে।এখানেই আমাদের ম্যারাথন এই নৌ-যাত্রার সমাপ্তি হবে।
সময় কমবেশি থাকা সাপেক্ষে বিভিন্ন ঘাটে আপনি উঠতে ও নামতে পারবেন।
ইভেন্ট ফী:
ফুল ট্রিপ:
জনপ্রতি ১০০০০ টাকা (কেবিন শেয়ারিং ১ঃ২ জন)
জনপ্রতি ৯০০০ টাকা (কেবিন শেয়ারিং ১ঃ৩ জন)
জনপ্রতি ৮০০০ টাকা (কেবিন শেয়ারিং ১ঃ৪জন)
পার্শিয়াল ট্রিপে:
সুনামগঞ্জ থেকে ইটনা বা ভৈরব থেকে মাওয়া ঘাট,
আলোচনা সাপেক্ষে
এর মধ্যে যা যা পাচ্ছেন:
সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে তিন দিনের বোট ট্রিপ ও প্রতিদিন তিনবেলা খাবার সাথে ২ বেলা করে স্ন্যাক্স।
নোট: জোয়ার-ভাটা, যান্ত্রিক গোলযোগের কারণে নৌ-বিহারের পরিকল্পনায় পরিবর্তন ,সংযোজন,বিয়োজন হতে পারে।
আরো বিস্তারিত জানতে ফোন করুন:
01713388492 (Ullash)
Advertisement

Event Venue & Nearby Stays

Sachna Bazar, Jamalganj, Sunamganj, Sachna Bazar union porishad,Sunamganj, Sylhet, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Sylhet

JFH&FRC  pre winter  festival and art competition 2025
Thu, 06 Nov at 10:00 am JFH&FRC pre winter festival and art competition 2025

Shubidbajar

\ud83c\udf38 Crystal Rose Lifestyle Exhibition
Thu, 06 Nov at 10:00 am 🌸 Crystal Rose Lifestyle Exhibition

sylhet, Sylhet, Sylhet Division, Bangladesh

\u09b8\u09bf\u09b2\u09c7\u099f, \u09b6\u09cd\u09b0\u09c0\u09ae\u0999\u09cd\u0997\u09b2 (\u09ec\u09e6)
Thu, 06 Nov at 05:02 pm সিলেট, শ্রীমঙ্গল (৬০)

Shylet Bangladesh

NEUB ICT FEST 2025
Fri, 07 Nov at 08:00 am NEUB ICT FEST 2025

Talihaor, Sheikhghat, Sylhet, Bangladesh

Nasim Ahmed
Fri, 07 Nov at 02:00 pm Nasim Ahmed

Sylhet, Sylhet Division, Bangladesh

Australia Education Expo 2025
Sat, 08 Nov at 10:00 am Australia Education Expo 2025

Spicy Restaurent & Party Center, Zinda Bazar, Sylhet

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events