Advertisement
বছরের চাকা ঘুরতেই আবারো চলে এলো নাইট ফুটবল টুর্নামেন্ট।রাতের হ্যালোজেন লাইটের আলোতে বল দখলের লড়াই, লড়াই চলবে শ্রেষ্ঠত্ব অর্জনের। আগামী ২৮-০১-২৫ তারিখ থেকে সবচেয়ে জমজমাট নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে পুরকৌশল বিভাগ। সেভেন এ সাইড এর এই নাইট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে খালি পায়ে। সকল সিরিজের খেলোয়াড় এবং নিলামে টিম ক্রয় করতে ইচ্ছুক ওউনারদের পুরকৌশল বিভাগের যে কোনো সিরিজের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হল। ইতোমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে অর্জিত সাফল্যের ব্যাপারটা সবার জানার কথা। ভবিষ্যতে পুরকৌশল বিভাগের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদায়ী সিরিজ '১৯ এর বিদায়কে আরো একটু বর্ণীল করে তোলা আমাদের এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য।এন্ট্রি ফি-১৫০০ টাকা ( টিম ওউনার এই টাকা পরিশোধ করে টুর্নামেন্টে নিজের টিমের এন্ট্রি কনফার্ম করবেন)
প্লেয়ার রেজিট্রেশন- ১৩০ টাকা (শেষ সময় : ০৮-০১-২৫ তারিখ, যে সকল প্লেয়ার টুর্নামেন্টে অংশগ্রহন করতে ইচ্ছুক তারা এই টাকা জমা দেওয়ার মাধ্যমে কনফার্ম করবেন)
Advertisement
Event Venue & Nearby Stays
Central Field, RUET, অগ্রনি স্কুল, রাজশাহী, বাংলাদেশ,Rajshahi, Bangladesh