Advertisement
##এবছর AKB TV আয়োজিত শারদ সম্মান প্রদান-২০২৫ অনুষ্ঠানে বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শারদোৎসব কালীন ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় শারদ সাহিত্য চর্চার নিদর্শনে থাকা প্রত্যেকটি শারদ সংখ্যা নিয়ে একটি প্রদর্শনী এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শারদ সংখ্যার নির্বাচন। শারদ সংখ্যা অর্থাৎ ম্যাগাজিন, পূজা বার্ষিকী, সাহিত্য পত্রিকা, একক বই, স্কুল কলেজের শারদ ম্যাগাজিন বা ওয়াল ম্যাগাজিন, সরকারি বেসরকারি দপ্তর/সংস্থার শারদ সংখ্যা, রাজ্য ব্যাপী বিভিন্ন ক্লাব সংগঠন/ অন্যান্য সংস্থার ম্যাগাজিন অর্থাৎ যারাই শারদোৎসবকে কেন্দ্র করে পূজা সংখ্যা বার করছেন তাদের অনুরোধ করা হচ্ছে নিজ সংখ্যার নিশ্চিত প্রকাশের তথ্য জানিয়ে বিনামূল্যে নাম নথিভুক্ত করুন। আপনাদের স্বতঃস্ফূর্ত যোগদানেই রাজ্য ব্যাপী এই আয়োজনে ত্রিপুরার শারদ সাহিত্য চর্চাকে আমরা একটি অভিনব প্রদর্শনীর মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে পারবো। যা AKB TV এবং আরশিকথা বহুমাত্রিক সংবাদ মাধ্যমের দ্বারা বিশ্বের নানা স্থানে প্রচারিত হবে। ত্রিপুরা রাজ্যের শারদকালীন সময়ে প্রকাশিত এই সাহিত্য চর্চাকে এগিয়ে রাখার মহতী পদক্ষেপে সবার কাছে তাই বিনম্র আবেদন রাখলাম।
আসুন, আমরা মিলেমিশে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই আয়োজনে সামিল হই। যাতে একটিও সংখ্যা হাতছাড়া না হয়। আগামী নভেম্বর মাসে এই উদ্যোগকে সফল করার জন্য আমাদের প্রস্তুতি তুঙ্গে।
@আজই আপনার সংখ্যার নিশ্চিত প্রকাশের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।
#বি:দ্র: ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই নাম নথিভুক্ত করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
১৬ আগস্ট, ২০২৫
Advertisement
Event Venue & Nearby Stays
Agartala, Agartala, India 799001, Tripura, India