9th Trip of BAFSDMTC at Kaptai Lake, RANGAMATI

Thu Jan 19 2023 at 09:10 pm to Sat Jan 21 2023 at 11:55 pm

Rangamati Kaptai Lake | Dhaka

BAF Shaheen College Dhaka Mountaineering Club
Publisher/HostBAF Shaheen College Dhaka Mountaineering Club
9th Trip of BAFSDMTC at Kaptai Lake, RANGAMATI
Advertisement
অপেক্ষার পালা শেষ করে আমাদের এইবারের গন্তব্য-
ফুরোমন পাহাড়,
শুভলং ঝর্ণা,
ঝুলন্ত ব্রিজ,
কাপ্তাই হ্রদ-রাঙ্গামাটি ইত্যাদি

(১) ফুরোমন পাহাড়
ফুরমোন পাহাড় (Furomown Hill) রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড় যার উচ্চতা ১৫১৮ ফুট। রাঙ্গামাটি শহর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত। এ পাহাড়ের চূড়ায় উঠে রাঙামাটি শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।
(২) শুভলং ঝর্ণা, রাঙামাটি
শুভলং ঝর্ণা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা। এটি বৃহত্তর রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন ১নং শুভলং ইউনিয়নের চিলারডাক নামক স্থানে কাপ্তাই হ্রদের কোল ঘেঁষে কর্ণফুলী নদীর অববাহিকায় অবস্থিত জলরাশির ঝর্ণা। নৌ-পথে শুভলং বাজার যাওয়ার আগে এই ঝর্ণাটির দেখা মিলে।
রাঙ্গামাটি সদর হতে শুভলং ঝর্ণার দুরত্ব মাত্র ২৫ কিলোমিটার দূরে। শুকনো মৌসুমে শুভলং ঝর্ণায় খুব সামান্য পরিমাণে পানি থাকে। তবে তীব্র খরা মৌসুমে ঝর্ণার পানি একেবারেই শুকিয়ে যায়। বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু থেকে নিচে আঁছড়ে পড়ে কাপ্তাই হ্রদের জলে গিয়ে মিশে যায়
(৩) ঝুলন্ত ব্রিজ, রাঙামাটি
সদর উপজেলার তবলছড়ি এলাকায় নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ এ সেতুটির অবস্থান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১৯৮৬ সালে এই সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যে কোন মাধ্যমে সহজে যাওয়া যাবে। বর্তমানে সেতুটি রাঙ্গামাটির প্রতীক হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে।
(৪) কাপ্তাই হ্রদ- রাঙ্গামাটি
কাপ্তাই লেক বাংলাদেশে এমন কি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মনুষ্যসৃষ্ট স্বাদুপানির হ্রদ। প্রধানত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এর সৃষ্টি হলেও, এ জলাধারে প্রচুর পরিমাণে মিঠাপানির মাছ চাষ হয়। নৌবিহার, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি আবাদ ইত্যাদিতেও এর অবদান উল্লেখযোগ্য। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাইয়ে কর্ণফুলি নদীতে বাঁধ দেওয়ার কারণে জলাধারটি গড়ে ওঠে। মূল লেকের আয়তন প্রায় ১,৭২২ বর্গ কিমি, তবে আশপাশের আরও প্রায় ৭৭৭ বর্গ কিমি এলাকাও প্লাবিত হয়েছে। মূলত রাঙ্গামাটি জেলাতেই জলাধারটি সীমিত যার অন্তর্ভুক্ত উপজেলাসমূহ হচ্ছে রাঙ্গামাটি সদর, কাপ্তাই, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি। কাপ্তাই এ ধূপপানি ঝর্ণা, গাছকাটা ঝর্ণা, মূপ্পছড়া ঝর্ণা ছাড়াও ছোট-বড় আরও অনেক ঝর্ণা সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে ।

ট্যুর এর ফি ৩৫০০ টাকা
এইখানে যা যা থাকছে :-
১) সব ধরনের যাতায়াত খরচ, থাকার খরচ
২) প্রতিদিন তিন বেলার খাবার
৩) মেডিক্যাল, ফাস্ট এইড
৪) নিরাপত্তা ব্যবস্থা
প্রয়োজনীয় :-
১) হালকা ব্যাগপ্যাক..
২) ১-২ সেট এক্সট্রা হালকা কাপড়...
৩) ট্রাউজার , গামছা..
৪) সানগ্লাস, ক্যাপ
৫) ক্যামেরা ( ছবি তো তুলতেই হবে)
৬) পলিথিন.. ( মোবাইল, ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাচানোর জন্য)
৭) টুথপেস্ট, ব্রাশ
৮) ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
আপনাদের অতিরিক্ত কোনো চাহিদা থাকলে তার খরচ আপনাকেই বহন করতে হবে ।
যারা ট্যুর এ যাবেন তারা অবশ্যই ১০ জানুয়ারি তারিখের মধ্যে টিফিন টাইম এ অথবা কলেজ ছুটির পর এক্সিকিউটিভ কমিটির নির্ধারিত রুম ১২০৫ এ ট্যুর এর টাকা জমা দিয়ে দিবেন এবং অফিশিয়াল কার্যক্রম সম্পন্ন করবেন ।
(এই দুইজন ব্যতীত অন্য কারো কাছে টাকা জমা দিবেন না । অন্য কাউকে টাকা জমা দিয়ে তা হারালে BAFSD Mountaineering Club দায়ী থাকবে না)
বি.দ্রঃ
"BAFSD Mountaineering Club যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে উক্ত ট্যুর এর প্ল্যান পরিবর্তন,পরিবর্ধন অথবা নতুন কোন সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে"
উল্লেখ্য যে, ট্যুরের জন্য নির্ধারিত চাঁদার পরিমান ৩৫০০ টাকা ।
প্রয়োজনেঃ
আকিব খান,২৩
+8801309-321233
+8809638-799402
facebook.com/bafsdmtc
[email protected]
ধন্যবাদ।
Advertisement

Event Venue & Nearby Stays

Rangamati Kaptai Lake, Kaptai, Rangamati,Dhaka, Bangladesh

Sharing is Caring: