60+ Women Dance Competition

Wed Jun 05 2024 at 03:00 pm to 06:00 pm UTC+05:30

Nehru Children's Museum, Jawaharlal Nehru Road, Maidan, Kolkata, West Bengal, India | Kolkata

Thikana Shimla
Publisher/HostThikana Shimla
60+ Women Dance Competition

কেউ কেউ এখনো আছেন যিনি বাথরুমে বা লোকহীন ঘরে গানের তালে অজান্তে নাচের মুদ্রা রচনা করেন। অনেকেই ছোট থেকে নাচ শেখার অদম্য বাসনা রক্ষনশীল পরিবারের চাপে গিলে ভেতরে রেখে দিয়েছেন। এখনো কোন গানের কলির সাথে হাতে নাচের মুদ্রা ফুটে ওঠে। কেউ বা নাচ শিখতেন বা এককালে ঘটা করে নাচ শেখাতেন এখন সংসারের চাপে দিদিমা/ ঠাকুমা হওয়ার দরুণ সে সব অতীত। কেউ বা নাচ জানতেন কিন্তু শ্বশুর বাড়ির চাপে প্রতিভাকে বন্ধ দরজার ওপারে ঘুম পাড়িয়ে রেখেছেন। 


এবারে সবার সামনে নিজেকে মেলে ধরার সময় এসেছে।


 

আগামী ৫ই জুন ২০২৪ বিশ্ব পরিবেশ দিবসে ষাট উর্দ্ধ প্রবীণাদের নৃত্য প্রতিযোগিতা। স্থানঃ নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম অডিটরিয়াম (এসি) কলকাতা এক্সাইড মোড়ের কাছে। সময়ঃ বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা। নাচের বিষয়ঃ পরিবেশ সচেতনতা। নাচ পরিবেশনের সময় সর্বাধিক চার মিনিট। টিকিটের সংখ্যা ৫০। লটারির মাধ্যমে এই ৫০ জনের মধ্যে থেকে ২৫ জনকে বেছে নেওয়া হবে। বিচারের বিষয়ঃ গান নির্বাচন অঙ্গ সৌষ্ঠব পরিধান নৃত্য ভঙ্গিমা মুদ্রা অঙ্গ সঞ্চালন তাল। পুরস্কার থাকবে তিনটি। মানপত্র ও মেমেন্টো দেওয়া হবে। গান নিজেকে পেন ড্রাইভে বা ফোনে করে নিয়ে আসতে হবে। আমরা তিন জন বিচারককে আমন্ত্রণ জানাব। বিচারকের সিদ্ধান্ত চুড়ান্ত। পরবর্তীকালে বিচারকের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানাতে হলে সংস্থার ব্যাঙ্কে ৫০০০ টাকা জমা দিতে হবে। টিকিট কাটতে হবে দুশো টাকা (লিঙ্কে টিকিট কাটতে জিএস টি প্ল্যাটফর্ম ফি সব কিছু মিলিয়ে ২ার লিঙ্ক নিচে) দিয়ে। অনুষ্ঠানস্থলে এসে হাজির হলেই অনুষ্ঠান শেষে হাতে হাতে নগদ দুশো টাকা ফেরত। না আসলে বা টিকিট কাটার পরে ক্যান্সেল করলে কোন ফেরত নেই। কেউ প্রতিযোগিনীর টিকিট কেটে অনুষ্ঠানে এসে অংশগ্রহণে অস্বীকার করলে টাকা ফেরত হবে না। 

 

দর্শক হিসাবে যে কোন বয়সের পুরুষ মহিলা যোগদান করতে পারেন। টিকিটের দাম অফেরতযোগ্য ১০০ টাকা (লিঙ্কে টিকিট কাটতে জিএসটি প্ল্যাটফর্ম ফি সব কিছু মিলিয়ে ১২০ টাকা মতো) ।

 

অনুষ্ঠান শেষে জলখাবারের আয়োজন আছে। গাড়ি পার্কিং-এর ব্যবস্থা আছে। 

 

যা বলার উপরেই বলা আছে। এর বাইরে বলার কিছু নেই। তাই ফোন করা নিস্প্রয়োজন। টিকিটা কাটতে হলে নিচের লিঙ্ক ব্যবহার করুন। লিঙ্ক ছাড়া টিকিট কাটার অন্য কোন ব্যবস্থা নেই। নিজে কাটতে না পারলে অন্য কাউকে দিয়ে আপনার ওয়াটস্যাপ নম্বর ও মেল আই ডি ব্যবহার করে টিকিট কাটিয়ে নিন।

 


 


THIKANA SHIMLA

A Welfare Organisation for the Elderly

Ashoknagar N 24 Parganas – 743272

WhatsApp: 9330843394 (NO CALL PLEASE only message in an emergency)

E mail: [email protected]

2.4.24

Event Venue

Nehru Children's Museum, Jawaharlal Nehru Road, Maidan, Kolkata, West Bengal, India

Tickets

INR 100.00 to INR 200.00

Sharing is Caring: