4th Media Olympiad 2024

Thu Nov 28 2024 at 10:00 am UTC+06:00

Manarat Internation University | Dhaka

MIU Media Olympiad
Publisher/HostMIU Media Olympiad
4th Media Olympiad 2024
Advertisement
আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণমাধ্যম বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড ২০২৪’।
এবারের আয়োজনে অংশগ্রহণকারী ও পুরস্কার বিজয়ীদের জন্য থাকছে মোট ১০ লক্ষ টাকার পুরস্কার সামগ্রী।
মিডিয়া অলিম্পিয়া ২০২৪ বিষয়ক প্রয়োজনীয় নিয়ম ও তথ্য:
১. প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে এইচএসসি/আলিম/সমমান ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী, এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু হতে হবে।
৩. প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হবে। যথা- প্রিলিমিনারি ও ফাইনাল। প্রিলিমিনারি প্রতিযোগিতা গুগল ফরমের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতা লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
৪. এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের লিঙ্ক ও পরীক্ষার ফলাফল এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া এমআইইউ মিডিয়া অলিম্পিয়াডের পেইজ, এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড সাবডোমেইনের মাধ্যমেও প্রয়োজনীয় সব তথ্য জানানো হবে।
৫. প্রিলিমিনারি প্রতিযোগিতায় মেরিট অনুযায়ী উল্লেখযোগ্যসংখ্যক প্রতিযোগীকে লিখিত পরীক্ষার জন্য আহ্বান জানানো হবে।
৬. এমসিকিউ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছে এসএমএস পাঠানো ছাড়াও তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ যোগাযোগ করবেন।
৭. লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে।
৮. প্রতিযোগিতায় ১০ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার সামগ্রী প্রদান করা হবে।
৯. পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র, ব্যাগ, টি-শার্ট প্রদান করা হবে।
১০. চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ব্যাগ, টি-শার্ট, সার্টিফিকেট প্রদান করা হবে।
১১. চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য অনুষ্ঠানের দিন সকালের নাশতা, দুপুরের লাঞ্চের ব্যবস্থা থাকবে। তবে কোনো প্রকার টি/এ, ডি/এ প্রদান করা হবে না।
১২. প্রতিযোগীদের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা ও যাতায়াত নির্বিঘ্ন করার জন্য ঢাকার বিভিন্ন রুটে গাড়ি সরবরাহ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
১৩. মিডিয়া অলিম্পিয়াড সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে প্রতিযোগীদের অবশ্যই এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড পেইজ ফলো করতে হবে।
১৪. কর্তৃপক্ষ পরিস্থিতি ও প্রয়োজন সাপেক্ষে পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করতে পারবে। তবে তা অবশ্যই প্রতিযোগীদের পূর্বেই অবহিত করা হবে।
রেজিস্ট্রেশন লিঙ্ক:
https://forms.gle/jB6oano9NBJX5FSh7
Advertisement

Event Venue & Nearby Stays

Manarat Internation University, Madbar Trading and Engineering Service, Epz Road, সাভার, বাংলাদেশ,Bara Asulia, Dhaka, Bangladesh

Tickets

Sharing is Caring:

More Events in Dhaka

Nibedika Girls Hostel Dhaka
Thu Nov 28 2024 at 12:00 am Nibedika Girls Hostel Dhaka

Banani, Dhaka, Bangladesh

Nibedika Girls Hostel Dhaka
Thu Nov 28 2024 at 12:00 am Nibedika Girls Hostel Dhaka

Lalmatia, Mohammadpur, Dhaka-1207

Nibedika girls hostel Dhaka lalmatiya
Thu Nov 28 2024 at 12:00 am Nibedika girls hostel Dhaka lalmatiya

Lalmatia, Mohammadpur, Dhaka-1207

Nibedika VIP Girls Hostel Dhaka
Thu Nov 28 2024 at 12:00 am Nibedika VIP Girls Hostel Dhaka

Farmgate Dhaka - ফার্মগেট ঢাকা

Language Metamorphosis: Implications For Language Education in Decolonial Contexts (LMLEDC)
Thu Nov 28 2024 at 07:45 am Language Metamorphosis: Implications For Language Education in Decolonial Contexts (LMLEDC)

5th Floor, Kha224, Bir Uttam Rafiqul Islam Avenue, Merul Badda, Dhaka-1212, 1212 Dhaka, Bangladesh

Ceramics Expo"bd-2024
Thu Nov 28 2024 at 08:00 am Ceramics Expo"bd-2024

International Convention City Bashundhara - ICCB

\u2744\ufe0fWinter Harmony Dhaka Lifestyle Fair\u2744\ufe0f
Thu Nov 28 2024 at 12:00 pm ❄️Winter Harmony Dhaka Lifestyle Fair❄️

Chef’s Table, Gulshan-2

Bangla Star Grand Tour 3
Thu Nov 28 2024 at 03:00 pm Bangla Star Grand Tour 3

Cox's Bazar-কক্সবাজার

Hikvision Technology Seminar
Thu Nov 28 2024 at 05:00 pm Hikvision Technology Seminar

Pan Pacific Sonargaon Dhaka Hotel

Flowers lover family
Thu Nov 28 2024 at 05:00 pm Flowers lover family

U.S. Embassy Dhaka

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events