Advertisement
নতুন বছর উপলক্ষে আমরা পৃথিবীর নানান জায়গা থেকে নানান আয়োজন করে থাকি আর প্রতিবছরের মতো এবারো আমরা আয়োজন করতে যাচ্ছি নতুন কিছুর আর সেটা যদি হয় বেঙ্গল টাইগার এর আবাসস্থল সুন্দরবন তাহলে তো কথায় নাই।।।তাও আবার বিলাস বহুল ট্যুরিষ্ট জাহাজে।
বিশেষ আয়োজনে থাকবে
লাইভ মিউজিক
বার বি কিউ ডিনার
আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের দেশে এমন একটি স্থান আছে যেখানে আপনি খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন প্রকৃতি, নৌ ভ্রমণ, বন্য জীবন সাথে বোনাস হিসাবে পাচ্ছেন সমুদ্র সৈকত।
নেই কোন গ্যাদারিং, নেই কোন হোটেল খোজার ঝামেলা, নেই কোন খাবার নিয়ে চিন্তা।
আপনার হুকুমের আগেই আপনার সামনে পৌঁছে যাবে মুখরোচক সব খাবার।
আর এই সব কিছুই পাবেন আপনি একমাত্র সুন্দরবন ভ্রমণে।
👉ভ্রমণ তারিখ ৩০ শে ডিসেম্বর ২০২৪ সকাল থেকে ০১ লা জানুয়ারি ২০২৫ বিকাল পর্যন্ত। ( ৩ দিন ২ রাত)
🤑প্যাকেজ মূল্যঃ ১৬,০০০ টাকা এসি ট্যুরিস্ট ভ্যাসেল
আমাদের প্যাকেজে আপনারা পাবেনঃ
🔸এসি ট্যুরিস্ট লঞ্চে করে সুন্দরবন ভ্রমনের সুযোগ
🔸সুপ্রশস্থ কেবিন
🔸৩ দিন ২ রাত সুন্দরবন অবস্থান
🔸 প্রতিদিন ৫ বেলা মানসম্মত সুস্বাদু খাবার
🔸 নিরাপত্তার জন্য বন বিভাগ থেকে অস্ত্রধারী গার্ড
🔸 ক্যানেল ক্রজিং এর জন্য কান্ট্রি বোট(ট্রলার)
🔸 অভিজ্ঞতা সম্পন্ন গাইড
🔸 স্পেশাল বার-বি-কিউ নাইট
🔸 সুপেয় মিষ্টি পানি
🔸 রুফটপ ডাইনিং
🔸 জেনারেটর সুবিধা
🔸 প্রকৃতি
🔸 সমুদ্র
🔸 ওয়াইল্ড লাইফ
🔸 নৌ ভ্রমণ
🔸 জেলেদের জীবন ব্যাবস্থা
১ম দিনঃ
আমাদের এই ভ্রমণ শুরু হবে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ৭ টায়। তাই আমাদের ভ্রমণের নির্ধারিত দিনে সকাল ৭ টার মধ্যে জেলখানা ঘাটে উপস্থিত থাকতে হবে।
আমাদের ট্যুর গাইড আপনাকে রিসিভ করে ট্রলারে করে আমাদের জন্য অপেক্ষাকৃত লঞ্চে আপনাদের জন্য নির্ধারিত রুমে পৌছে দিবে। লঞ্চে পৌছে চেক ইন এর সাথে সাথে ওয়েলকাম ড্রিংকস এর সাথে সকালের নাস্তা করতে করতে আমরা যাত্রা শুরু করবো সুন্দরবনের পথে।
রুপসা, পশুর নদী দিয়ে যেতে যেতে আমরা দেখতে পাবো রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মোংলা সমুদ্র বন্দর। খুলনা থেকে নদী পথে মোংলার দুরত্ব ৪৫ কিঃমিঃ যা কিনা যেতে আমাদের সময় লেগে যায় ৩ থেকে ৪ ঘন্টা জোয়ার ভাটার কারনে। মূলত মোংলা পাড় হবার পর থেকেই আপনি সুন্দরবনের স্বাদ পেতে শুরু করবেন। আমরা আমাদের প্রথম স্পট হারবাড়িয়া পৌছানোর আগে চাদপাই থেকে বনবিভাগের কার্যক্রম শেষ করে লাঞ্চ এর আগে আগেই পোছে যাবো আন্দারমানিক। সেখানে আমরা ১ ঘন্টা ঘুরে দেখবো এবং লঞ্চে ফিরে এসে দুপুরের খাবার সম্পন্ন করবো। আমাদের নিয়ে আমাদের ভ্রমণ তরী সুন্দরবনের গহীন দিয়ে চলতে থাকবে কটকার পথে। আন্ধারমানিক থেকে কটকা যেতে সময় লাগে ৮ ঘন্টার মত। রাত্রি যাপন কটকাতে।
২য় দিনঃ
খুব ভোরবেলা আমরা প্রথমে যাবো সুন্দরবনের সবচেয়ে রোমাঞ্চকর ক্যানেল ক্রুজিং এ। সেখান থেকে জামতলা সী বিচ এ। জামতলা সী বিচ যেতে আমাদের পাড়ি দিতে হবে ৩ কিঃমিঃ পথ বনের মধ্য দিয়ে বনের পশু পাখি দেখতে দেখতে। সী বিচ এ যেয়ে আমরা ২০ মিনিট কাটিয়ে আবার একই রাস্তা দিয়ে হেটে ফিরে আসবো এসে চলে যাবো টাইগার টিলার পথে সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে। আর এরই মাধ্যমে আমরা বুঝে যাবো যে সুন্দরবনের সৌন্দর্য কতটা ভয়ংকর।
৯ টার মধ্যে লঞ্চে ফিরে আসবো আর আমাদের লঞ্চ রওনা দিবো বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দিয়ে হিরণ পয়েন্ট এর পথে। মূলত সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করা যায় এই রকম ছোট ছোট খাল নদী দিয়ে যাতায়াত করার সময়। কচিখালী পৌছাতে পৌছাতে দুপুরের খাবার খেয়ে আমরা নেমে যাবো সুন্দরবনের আরেক সুন্দর স্থান হিরণ পয়েন্ট। দেখবো বন্য জীবন, সেখান থেকে চলে যাবো দুবলার চরে। বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় সূর্যাস্ত দেখে আমরা ফিরে আসবো আমাদের ভাসমান বাড়ি আমাদের লঞ্চে। রওনা দিব করমজলের পথে সময় লাগবে ৬ ঘন্টা। রাতে থাকবে স্পেশাল বার-বি-কিউ নাইট।
৩য় দিনঃ
সকালের নাস্তা সেরে করমজল যাবো। করমজল মূলত একটি মিনি চিড়িয়াখানা যেখানে আমরা পাবো চিত্রা হরিণ প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র, কচ্ছপ প্রজনন কেন্দ্র আর মানকি ফুট ট্রেইল। সাবধান এখানের বানরগূলো খুবই বান্দর। খাবারের জন্য এরা প্রায়ই মানুষের উপর আক্রমণ করে থাকে আর এর জন্য দায়ী আমরা পর্যটকরা। আমরা এদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে ফেলেছি খাবার দিতে দিতে। তাই দয়ে করে কেউ কোন বন্যপ্রানীকে কোন প্রকার খাবার দেওয়া থেকে বিরত থাকুন। করমজল ঘুরে আমরা রওনা দিব খুলনার পথে। ইন শা আল্লাহ বিকাল থেকে সন্ধ্যা নাগাদ আমরা পৌছে যাবো খুলনাতে।। করমজল মূলত একটি মিনি চিড়িয়াখানা যেখানে আমরা পাবো চিত্রা হরিণ প্রজনন কেন্দ্র, কুমির প্রজনন কেন্দ্র, কচ্ছপ প্রজনন কেন্দ্র আর মানকি ফুট ট্রেইল। সাবধান এখানের বানরগূলো খুবই বান্দর। খাবারের জন্য এরা প্রায়ই মানুষের উপর আক্রমণ করে থাকে আর এর জন্য দায়ী আমরা পর্যটকরা। আমরা এদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে ফেলেছি খাবার দিতে দিতে। তাই দয়ে করে কেউ কোন বন্যপ্রানীকে কোন প্রকার খাবার দেওয়া থেকে বিরত থাকুন। করমজল ঘুরে আমরা রওনা দিব খুলনার পথে। ইন শা আল্লাহ বিকাল থেকে সন্ধ্যা নাগাদ আমরা পৌছে যাবো খুলনাতে।
বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
১. সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে।
২. বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং দেওয়া যাবে।
★★★ বুকিং এর শেষ তারিখ ২০ ই আগষ্ট পর্যন্ত।
.
🧳 কনফার্ম করার পদ্ধতি:
ট্যুর কনফার্মেশন করার জন্য আপনাকে 💰 বুকিং_মানি ৭,০০০ টাকা জমা দিয়ে ট্যুর কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য), এক্ষেত্রে বিকাশ/ব্যাংক / দেখা করে সরাসরি জমা দিতে পারবেন ।
ব্যাংকে পাঠাতে পারেনঃ-
_______________________________
City Bank Ltd
Beautiful Bangladesh Tours and Travels
A/C- 1503453767001
Khulna Branch
__________________________________
Bkash/Nagad/Rocket
01911287729 (personal)
https://www.facebook.com/beautifulbangladeshtours/
#Rivercruise #Nature #wildlife #Sea #Beautiful_Bangladesh_Tours_and_Travels #Sundarban #Sundarbantour #Packagetour #Sundarban_package #Naturebeauty #Katka #Jamtola_sea_beach #Trekking #Forest #Tiger
Advertisement
Event Venue & Nearby Stays
177 Upper Jashore road, Bangladesh., Khulna, Khulna Division, Bangladesh