13th Zakat Fair 2025

Sat, 22 Feb, 2025 at 09:00 am to Sun, 23 Feb, 2025 at 07:00 pm

Aloki | Dhaka

Center for Zakat Management (CZM)
Publisher/HostCenter for Zakat Management (CZM)
13th Zakat Fair 2025
Advertisement
যাকাত ফেয়ারে আসুন, যাকাত সম্পর্কে জানুন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় অবদান রাখুন।
যাকাত ইসলামের তৃতীয় মৌলিক স্তম্ভ। ঈমান ও সালাতের পরই যাকাতের অবস্থান। কুরআনের মোট ২৮ টি স্থানে সালাতের পরই যাকাতের কথা উল্লেখ রয়েছে। বাধ্যতামূলক এই ইবাদত ধনী-দরিদ্রের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গুরুত্বপূর্ণ ইবাদাত সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে এবং দারিদ্র বিমোচনে যাকাতের তাৎপর্য তুলে ধরতে বিগত বারো বছর ধরে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ফেয়ারের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছরও আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার ও রবিবার, তেজগাঁও - গুলশান লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫।
ফেয়ারের থিমঃ নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত
ফেয়ারের মূল লক্ষ্যঃ
(১)যাকাতের মত একটি বিরাট সম্পদ উৎসের সম্ভাবনা, গুরুত্ব-তাৎপর্য ও বিধি-বিধান সম্পর্কে জনসাধারনকে সচেতন ও অবহিত করা।
(২) ব্যক্তিগত যাকাতের হিসাব নিরুপন, বিশেষ করে, ব্যবসায় যাকাত নির্ণয়ে (ক্যালকুলেশন)
সহযোগিতা করা, এবং সংশ্লিষ্ট মাসলা-মাসায়েল সম্পর্কে অবহিত করা এবং
(৩) যাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন ও মানব উন্নয়নে নিয়োজিত বিভিন্ন সংস্থার সাফল্য ও অভিজ্ঞতা বিনিময় এবং তা জনসাধারনকে অবহিত করা।
বিশেষ আকর্ষণঃ
ফ্রি যাকাত কনসাল্টেশন সার্ভিসঃ যাকাত নিয়ে আপনার যাবতীয় প্রশ্ন এবং আপনার সম্পদের যাকাত সঠিকভাবে নিরুপণে সহায়তা করার জন্য যাকাত ফেয়ারে থাকছে সিজেডএম-এর বিশেষজ্ঞ টিম। দেশবরেণ্য আলেমগণ থাকবেন এ বিশেষজ্ঞ টীমে, ইন শা আল্লাহ্‌। আপনারা এই সেবাটি পাবেন বিনামূল্যে।
যাকাত ক্যালকুলেশন ওয়ার্কশপঃ দেশ বরণ্য যাকাত বিশেষজ্ঞের পরিচালনায় যাকাত ক্যালকুলেশনের উপরে একটি ওয়ার্কশপের আয়োজন থাকবে যাকাত ফেয়ারে।
নারীদের জন্য প্রশ্নোত্তর পর্বঃ যাকাত ফেয়ারে নারীদের জন্য থাকছে বিশেষ প্রশ্নোত্তর পর্ব যেখানে যাকাত এবং সাদাকাহ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন দেশবরেণ্য আলেমগণ।
বইপড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঃ ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫ উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি যাকাত নিয়ে বইপড়া প্রতিযোগিতার ২০০ জন বিজয়ীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে যাকাত ফেয়ারে।
সেমিনারঃ যাকাত, ওয়াকফ ও ইসলামিক সোশ্যাল ফাইনান্সের বিভিন্ন বিষয় নিয়ে থাকবে সেমিনার ।
স্টলঃ যাকাত ফেয়ারে থাকছে ইসলামী বই, চ্যারিটি প্রতিষ্ঠান ও ইসলামিক সোশ্যাল ফাইনান্স সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল।
ফটো গ্যালারীঃ দারিদ্র বিমোচনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের দীর্ঘ ১৬ বছরের যাত্রার ছবিগল্প প্রদর্শিত হবে ফটো গ্যালারীতে।

সময়ঃ ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার ও রবিবার। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা।
স্থানঃ আলোকি কনভেনশন সেন্টার, ২১১ তেজগাঁও- গুলশান লিংক রোড, ঢাকা ১২০৮।
নেভিগেশনঃ https://maps.app.goo.gl/mmBNTYmWFNmJhDep7
যাকাত ফেয়ার সকলের জন্য উন্মুক্ত।
Advertisement

Event Venue & Nearby Stays

Aloki, 211 Gulshan - Tejgaon Link Road,Dhaka, Bangladesh

Sharing is Caring: