? হালাল বিনিয়োগে

Thu, 01 Jan, 2026 at 12:00 pm

Shibchar Uposhohor Project, Shibchar, Madaripur. | Dhaka

\u098f\u0995\u09a4\u09be\u09ac\u09a6\u09cd\u09a7 \u09b8\u09c7\u099a\u09cd\u099b\u09be\u09b8\u09c7\u09ac\u09c0 \u09a4\u09b0\u09c1\u09a3 \u09b8\u0982\u0998
Publisher/Hostএকতাবদ্ধ সেচ্ছাসেবী তরুণ সংঘ
? \u09b9\u09be\u09b2\u09be\u09b2 \u09ac\u09bf\u09a8\u09bf\u09af\u09bc\u09cb\u0997\u09c7
Advertisement
একতাবদ্ধ তরুণ সংঘ
(একটি সমাজসেবামূলক সংগঠন)
ঘোষণা,
আগামী কোরবানি ঈদকে সামনে রেখে একতাবদ্ধ তরুণ সংঘ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে — হালাল পদ্ধতিতে কোরবানি গরু ও ছাগল পালন প্রকল্প।
ঈদের চার মাস পূর্ব থেকে আমাদের এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আমরা গ্রামীণ পরিবেশে অভিজ্ঞ পালনকারীদের মাধ্যমে পশু সংরক্ষণ কার্যক্রম হাতে নিচ্ছি, যা ধীরে ধীরে উৎপাদন ও বিক্রয় পর্যায়ে রূপান্তরিত হবে।
এই প্রকল্পে অংশগ্রহণকারীরা নিরাপদ ও স্বচ্ছ হালাল বিনিয়োগের সুযোগ পাবেন। বিক্রয় শেষে অর্জিত লভ্যাংশ নিম্নরূপভাবে বণ্টন করা হবে:
� বিনিয়োগকারীদের জন্য: ৪০% লভ্যাংশ
� পশুপালন, খাদ্য, চিকিৎসা ও কর্মচারী ব্যয়: ৬০%
যারা এই হালাল বিনিয়োগে আগ্রহী, তাদেরকে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমাদের লক্ষ্য — স্বচ্ছতা, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা।
� যোগাযোগ: ০১৬৭৪৭৪৬৯০০
� ঠিকানা: (স্থান পরবর্তীতে নির্ধারণ করা হবে)
� হালাল বিনিয়োগে এগিয়ে চলুন একতাবদ্ধ তরুণ সংঘের সাথে।
একতাবদ্ধ সেচ্ছাসেবী তরুণ সংঘ
Advertisement

Event Venue & Nearby Stays

Shibchar Uposhohor Project, Shibchar, Madaripur., Shibchar, Madaripur,Dattapara, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: