Advertisement
🌟 AGC 8th Grand Celebration 🌟নতুন দিগন্তে AGC
প্রগতির পথে যাত্রা শুরু হয়েছিল,
আস্থার অগ্রযাত্রায় সেই পথ হয়েছে আরও দৃঢ়।
এবার সেই আস্থা, সাফল্য আর সম্মিলিত প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে—
AGC পা রাখছে নতুন দিগন্তে।
আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটর, লিডার, পার্টনার ও শুভানুধ্যায়ীদের অবিরাম সমর্থন, বিশ্বাস এবং পরিশ্রমেই আজ AGC একটি শক্তিশালী পরিবার। এই বিশেষ দিনে আমরা উদযাপন করবো—
✨ আমাদের বিগত বছরের গর্বিত পথচলা
✨ সাফল্য, শিক্ষা ও অনুপ্রেরণার গল্প
✨ ভবিষ্যতের নতুন লক্ষ্য ও স্বপ্ন
✨ একসাথে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকার
এই গ্র্যান্ড সেলিব্রেশন শুধু একটি অনুষ্ঠান নয়
এটি আমাদের সম্মিলিত সাফল্যের প্রতিচ্ছবি,
এটি আগামীর পথে আরও শক্তভাবে এগিয়ে যাওয়ার ঘোষণা।
Advertisement
Event Venue & Nearby Stays
Cox's Bazar-কক্সবাজার, Laboni Point,Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




