৩৯৯৯ টাকায় সাপ্তাহিক ছুটিতে সিলেটে রিল্যাক্স ট্যুর

Thu, 09 Oct, 2025 at 09:30 pm UTC+06:00

Chittagong Railway Station | Chittagong

\u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09ac\u09be\u099c \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2 \u098f\u0995\u09cd\u09b8\u09aa\u09cd\u09b0\u09c7\u09b8
Publisher/Hostট্যুরবাজ ট্রাভেল এক্সপ্রেস
\u09e9\u09ef\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be\u09af\u09bc \u09b8\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u09b9\u09bf\u0995 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09b8\u09bf\u09b2\u09c7\u099f\u09c7 \u09b0\u09bf\u09b2\u09cd\u09af\u09be\u0995\u09cd\u09b8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Advertisement
💥 মাত্র ৩৯৯৯ টাকায় সাপ্তাহিক ছুটিতে দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট ভ্রমণ💥
🏜ভ্রমণ বিস্তারিতঃ
🚎যাত্রা শুরুঃ ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ০৯:৩০ চট্রগ্রাম রেলওয়ে স্টেশন থেকে
🚎যাত্রা শেষঃ ১০ অক্টোবর শুক্রবার রাত ১০:০০ সিলেট থেকে
💰💰প্যাকেজ মূল্যঃ চট্টগ্রাম থেকেঃ
সিঙ্গেল জনপ্রতিঃ ৩৯৯৯/- টাকা।
কাপল প্যাকেজঃ ৮৯৯৯/- টাকা।

❑ ভ্রমণের স্থান সমুহঃ
🏔 রাতারগুল
🏔 সাদা পাথর
🏔 শ্রীপুর ভিউ পয়েন্ট
🏔 লালাখাল
🏔 জাফলং
🏔 তামাবিল বর্ডার
🌄 আগুন পাহাড়
🏔 মালিনীছড়া চা বাগান
🏔 হযরত শাহজালাল ও শাহপরান (রঃ) এর মাজার শরীফ
🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅চট্টগ্রাম→ সিলেট → চট্টগ্রাম ট্রেন (শোভন চেয়ার)
✅ দু-দিনের সকালের নাস্তা, লাঞ্চ এবং ১টি ডিনার (৫বেলা)
✅ রিজার্ভ লেগুনা খরচ
✅ লোকাল ট্রান্সপোর্ট
✅ রাতে হোটেলে থাকার খরচ।
✅ নৌকা ভাড়া (যেখানে প্রয়োজন)
✅ সকল এন্ট্রি ফি
✅ দক্ষ গাইড
★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ
🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
🕰 ৮ অক্টোবর: রাত ০৯:৩০ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু।
🕰 ৯ অক্টোবর :সকালে সিলেট পৌঁছে হোটেলে চেক ইন করে পাঁচ ভাই রেস্টুরেন্টে নাস্তা সেরে নেয়া হবে। তারপর লেগুনা বা সিএনজি করে সাদা পাথর এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সাদাপাথরে লাঞ্চ শেষ করে চলে যাব পরের গন্তব্য রাতারগুল। সন্ধায় হোটেলে ফিরে সিলেট শহর ঘুরে দেখব, করবো মাজার জিয়ারত।
🕰১০ অক্টোবর: সকালে নাস্তা সেরে রওনা হবো জাফলং এর উদ্দেশ্যে। জিরো পয়েন্ট ঘুরে লাঞ্চ শেষ করে তামাবিল বর্ডার দেখে ফিরতি পথে দেখে নিব মালিনীছড়া চা-বাগান। ঘুরাঘুরি শেষে রাতে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব।

💰 বুকিং ফিঃ ২৫০০/- টাকা প্রতিজন (অফেরতযোগ্য)
⏰ বুকিং ডেডলাইন: ২৮ সেপ্টেম্বর (ট্রেন টিকেট করার সুবিধার্থে)
📤বুকিং পদ্ধতিঃ
বিকাশ, নগদ, ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে ইভেন্ট ফি জমা করতে পারবেন। বুকিং মানি বিকাশ করলে খরচসহ ২৫৫০/- পাঠাতে হবে।
ব্যাংকে দিতে চাইলে একাউন্ট নং চেয়ে নিবেন।
বিকাশ এবং নগদ নাম্বারঃ
01712529279 (BKash Merchant)
01712529279 (Nagad Personal)
01712529279-0 (Rocket Personal)
🔰ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎01601868264 (জহির)
☎01712529279 (জহির)
☎️01617686562 (ইরফান)
Advertisement

Event Venue & Nearby Stays

Chittagong Railway Station, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

CGSMUN 2025
Thu, 09 Oct at 03:00 pm CGSMUN 2025

Chittagong, Chittagong Division, Bangladesh

#\u099a\u09b0_\u0995\u09c1\u0995\u09b0\u09bf_\u09ae\u09c1\u0995\u09b0\u09bf_\u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae_\u099f\u09cd\u09af\u09c1\u09b0
Thu, 09 Oct at 07:00 pm #চর_কুকরি_মুকরি_প্রিমিয়াম_ট্যুর

চর কুকরি মুকরী

\ud83c\udf34\u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u09e9\u09ea\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be\u09df \u09e9 \u09b0\u09be\u09a4 \u09e8 \u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\ud83c\udf40
Thu, 09 Oct at 07:00 pm 🌴মাত্র ৩৪৯৯ টাকায় ৩ রাত ২ দিনের কক্সবাজার ভ্রমণ🍀

Sugondha Sea Beach, Cox's Bazar - সুগন্ধা সমুদ্র সৈকত, কক্সবাজার

\u09ac\u0997\u09be \u09b2\u09c7\u0995\u09c7 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0995\u09be\u09b0\u09c0\u09b0\u09be\u0964
Thu, 09 Oct at 10:00 pm বগা লেকে ভ্রমণকারীরা।

বগালেক, Boga Lake - Ruma, Bandarban

Pilotian Seventeen Academic Excellence Award
Fri, 10 Oct at 10:00 am Pilotian Seventeen Academic Excellence Award

Chowmuhani, Noakandi, Chittagong Division, Bangladesh

MIC CHECK - 2025
Fri, 10 Oct at 04:00 pm MIC CHECK - 2025

Chittagong, Chittagong Division, Bangladesh

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events