Advertisement
"নানান দেশের নানান ভাষা,বিনে স্বদেশী ভাষা,
পুরে কি আশা?"
মানুষের পরিচয়ের সেরা কষ্টিপাথর তার মায়ের মুখের ভাষা। মাতৃভাষা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন এক মৌলিক সম্পদ, যাকে অবলম্বন করে গড়ে উঠেছে বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠীর ঐতিহ্য এবং সংস্কৃতি। পৃথিবীতে খুব কম জাতিই আছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা শহিদদের এমন ত্যাগ বাংলা ভাষাকে দিয়েছে আন্তর্জাতিক সম্মান। কিন্তু, বাংলা ভাষার এই সম্মান আমরা ক্ষুণ্ণ করে চলেছি প্রতিনিয়ত।
বিশ্বায়নের যুগে, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে প্রিয় বাংলা ভাষা হারাচ্ছে তার স্বাতন্ত্র্য। বাংলা ভাষার ব্যবহার, প্রয়োগ এবং উচ্চারণে ভিন্ন ভাষার মিশ্রণ ও শব্দের বিকৃত উপস্থাপন প্রবণতা চোখে পড়ছে হররোজ। ফলে দিন দিন বিকৃত হয়ে পড়ছে রফিক, সালাম, বরকত, জব্বারের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মায়ের মুখের ভাষা, আমাদের বাংলা ভাষা।
অঞ্চলভেদে ভাষায় আঞ্চলিকতার প্রভাব খুবই স্বাভাবিক। তবে বাংলা ভাষার স্বকীয়তা রক্ষা এবং ভাষার প্রমিত রূপ চর্চা করার দায়িত্ব বর্তমান প্রজন্মের। তাই ভাষাকেন্দ্রিক সচেতনতা, আবেগ কিংবা নিজস্ব সংস্কৃতিবোধের জায়গাটি নিশ্চিত করার এখনই সময়।
'শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা' এই স্লোগানকে সামনে রেখে প্রমিত বাংলা শিক্ষা ও চর্চাকে বেগবান করার লক্ষ্যে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ' প্রতি বছর আয়োজন করে চলেছে "প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা"। দুই যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ আয়োজন করেছে দশটি জাতীয় মানের "আবৃত্তি উৎসব" আর সাতাশটি কর্মশালা।
তারই ধারাবাহিকতায় আগামী ৩ নভেম্বর থেকে 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ' শুরু করতে যাচ্ছে "অষ্টাবিংশ" প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা।
এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দও।
প্রমিত বাংলা চর্চার এই আয়োজনে আপনিও আমন্ত্রিত।
৩ মাসব্যাপী এ কর্মশালার প্রশিক্ষণের বিষয়ঃ
★ জড়তামোচন
★ প্রমিত উচ্চারণ
★ একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি নির্মাণ
★ ব্যায়াম,স্বরসাধন ও স্বরপ্রক্ষেপণ
★ ছন্দ পরিচয়
★ ভাব ও রস
★ মঞ্চ উপস্থাপনা ও মাইক্রোফোনের ব্যবহার
★ বেতার ও টেলিভিশন উপস্থাপনা
★ সংবাদপাঠ
★ বাচন উৎকর্ষ
★গণবক্তৃতার কলাকৌশল ও অনুশীলন
★অন্যান্য বিষয়
কর্মশালার প্রশিক্ষক হিসেবে থাকবেন-
দেশবরেণ্য আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্যদের দ্বারা প্রশিক্ষণার্থীদের দলগত নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিয়মিত চর্চা এবং উৎকর্ষ সাধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
নিবন্ধন চলবেঃ
১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর
(আসন সংখ্যা ২০০, আসন পূর্ণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম সমাপ্ত ঘোষিত হবে।)
নিবন্ধন করা যাবেঃ
ব্যুথ ১ঃ জারুলতলা কলা ঝুপড়ি সংলগ্ন।
ব্যুথ ২ঃ জিরো পয়েন্ট সংলগ্ন যাত্রী ছাউনি
সময়ঃ বেলা ৯ টা থেকে ২ টা পর্যন্ত
যা যা লাগবেঃ
- পাসপোর্ট আকারের ছবির ২ টি প্রতিলিপি (কপি)
- বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রের অনুলিপি (ফটোকপি)
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য প্রতিষ্ঠানের হলে এইচ.এস.সি বা সমমানের সার্টিফিকেট এবং অধ্যয়নরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
- ফরম সংগ্রহ ফি ৫০ টাকা এবং
- নিবন্ধন ফি ৫০০ টাকা
ক্লাসের সময়সূচীঃ
প্রতি সোমবার এবং বুধবার, দুপুর (১.০০ - ৩.৩০)
যোগাযোগ: ০১৮২১-৫৪৮৫১০ অথবা ০১৮৭৫-০০৫৯২৭
(কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আবৃত্তির কলাকৌশল এবং উচ্চারণ , উপস্থাপনার নিয়ম সম্বলিত "আবর্তন" শিরোনামের বই বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।)
Advertisement
Event Venue & Nearby Stays
Room no.6, 2nd floor, CUCSU Building; University of Chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh