Advertisement
হেমন্ত লং রাইড # ৭৮ (নিকলী)যাত্রার তারিখ:
২৭শে সেপ্টেম্বর
সকাল: ৬:১৫ (মানিক মিয়া)
৬:৪৫ ( বসুন্ধরা কনভেনশন)
প্রথম দিন চালানো হবে : ১১৫ কিলো
ফেরা:
২৮শে সেপ্টেম্বর
নিকলী থেকে যাত্রা শুরু
সকাল: ১১:৩০
রাইড শেষ:
বসুন্ধরা কনভেনশন রাত ৯:০০ টা
২য় দিন চালানো হবে ১১৫ কিলো।
২৮ তারিখ ভোর ঠিক ৬:০০ টায় ট্রলারে সাইকেল নিয়ে অষ্টগ্রাম যাওয় অপশনাল।
গড় গতি: ১৬/১৭ কিলো
খরচ:
সবরুম এসি হবে। দুই বেডের রুম আছে। চারজন থাকবেন।
এখানে মাথা পিছু খরচ হবে ৬০০ শুধু থাকার খরচ। খাওয়া আর ট্রলার ভাড়া যার যার।
আর সিঙ্গেল বেডের রুমে দুইজন থাকতে পারবেন।
মাথা পিছু খরচ হবে ৮০০ শুধু থাকার খরচ। খাওয়া আর ট্রলার ভাড়া যার যার।
অগ্রিম বিকাশ করুন ৫১০ টাকা
০১৬১০৭৪৪৫৪৭ এ
রেফারেন্সে নিজের নাম ও রাইড নম্বর দিবেন
উদাহরণ: Philip, 78
রুট: শহীদ মিনার - মানিক মিয়া এভিনিউ - কাকলি - নসুন্ধরা কনভেনশন - জিন্দ পার্ক - কালীগঞ্জ - চর সিন্দুর - নিকলী
হাদিয়া: শুধু হোটেল ভাড়া এসি রুম ৬০০/৮০০ যা আসে।
বাকি খরচ যার যার ।
রাইড শুরু :
রাজধানী স্কুল : ৬:১৫
কাকলি : ৬:৩০
বসুন্ধরা কনভেনশন : ৬:৪৫
কি কি নিবেন :
জানানো হবে।
টাকা জমা দেবার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বরে , ২০২৪
যোগাযোগ :
ফিলিপ: ০১৭১৭১৭৩৬৩৫
শাকিল: ০১৭৫৭৮১৯৩০১
সবুজ: ০১৭১৫১১৬০৯৯
"আমি নিয়মগুলি পড়েছি এবং এই ঘটনাটির প্রকৃতি বুঝতে পেরেছি। আমি সম্মত হলাম যে আমি নিজের ঝুঁকিতে এই ইভেন্টে প্রবেশ করছি এবং ইভেন্টের সময় আমার নিরাপত্তা ও কর্মের জন্য আমি পূর্ণ দায়িত্ব নেব। এই ইভেন্টে যোগদান করে আমার যদি কোন ক্ষতি হয় তাহলে আমি অথবা আমার পরিবারের সদস্য আয়োজককে দায়ী বা দায়বদ্ধ করবে না। । "
Advertisement
Event Venue & Nearby Stays
কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা, Dhaka University,Dhaka, Bangladesh