হিম শীতে সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপ 😍❤️ (সিজন ৭)

Thu, 11 Dec, 2025 at 11:50 pm to Mon, 15 Dec, 2025 at 05:00 am UTC+06:00

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ | Chittagong

Mohammed Minhaz Uddin
Publisher/HostMohammed Minhaz Uddin
\u09b9\u09bf\u09ae \u09b6\u09c0\u09a4\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u0993 \u099b\u09c7\u09dc\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \ud83d\ude0d\u2764\ufe0f (\u09b8\u09bf\u099c\u09a8 \u09ed)
Advertisement
সাগর পাড়ের রিসোর্টে হবে আমাদের সিজন ৭ এর প্রিমিয়াম সেন্টমার্টিন ট্রিপ 😍😍
কবে যাবো:
চট্টগ্রাম সিনেমা প্যালেস থেকে ডিসেম্বরের ১১ তারিখ বৃহস্পতিবার রাত ১২ টায় রওনা দিব ইনশাআল্লাহ
কবে ফিরবো:
১৪ ডিসেম্বর রাতের বাসে ঢাকা ও চট্টগ্রাম
খরচাদি:
📌 (২ রাত ৩ দিন)
চট্টগ্রাম থেকে সিংগেল: ১০০০০ টাকা
চট্টগ্রাম থেকে কাপল(২ জন): ২২০০০ টাকা
কক্সবাজার টু কক্সবাজার সিংগেল: ৯২০০
কাপল: ২০৫০০
প্যাকেজে যা থাকছে:
১. নন এসি বাস
২. এম ভি বার আউলিয়া শীপে কক্সবাজার - সেন্ট মার্টিন-কক্সবাজার আসা যাওয়ার শিপ টিকেট
৩. ৮ বেলা খাবার
৪. সমুদ্রের পাড়ের প্রিমিয়াম রিসোর্টে থাকা
৫. জেটিঘাট থেকে রিসোর্টে যাওয়ার আপডাউন টমটম ভাড়া
থাকার ব্যাবস্থাঃ
আমরা থাকবো ইনশাআল্লাহ সাগর পাড়ের প্রিমিয়াম বিচ রিসোর্টে
শিপ টিকেট:
এম ভি বার আউলিয়া
সানডেক
ট্যুর ডিটেইলসঃ
নাইট ০০ (১১ ডিসেম্বর বৃহস্পতিবার) রাত ১২ টার দিকে চট্টগ্রাম সিনেমা প্যালেস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। ঢাকা থেকে সন্ধ্যায় রওনা যাতে সকাল এর মধ্যে কক্সবাজার নামায়।
ডে ০১ঃ (১২ ডিসেম্বর শুক্রবার): সকালে পৌছাব আমরা কক্সবাজারে ইনশাআল্লাহ। তারপর নাস্তা করবো...নাস্তা শেষে নুনিয়াছড়া গিয়ে তারপর উঠে যাব আমাদের নির্ধারিত সবচেয়ে বড় শিপ বার আউলিয়া শিপে...জেটি থেকে নেমে অটোতে করে চলে যাব আমাদের রিসোর্টে। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া সেরে নিব আগে। তারপর রাত পর্যন্ত সবাই মিলে এদিক ওদিক ঘুরবো। রাতের ৯ টার দিকে ডিনার সেরে নিব।
ডে ০২ (১৩ ডিসেম্বর শনিবার): নিজেদের মতো ঘুরাঘুরি...এই দিন রাতে কোরাল বারবিকিউ থাকবে
ডে ০৩ (১৪ ডিসেম্বর রবিবার): সকালে খেয়ে ঘুরাঘুরি দুপুরে খেয়ে আসতে আসতে ঘাটের দিকে...দুপুরের শীপে রওয়ানা হয়ে রাতে কক্সবাজার নামিয়ে দিবে তারপর চট্টগ্রাম ও ঢাকার পথে
প্যাকেজে যা যা থাকছেনাঃ
১. খাওয়ার প্যাকেজের বাইরে কোন আইটেম।
২. ৩ দিনের বাহিরে কোন বাড়তি খাবার।
৩. হাইওয়ে বিরতিতে খরচ।
৪. দ্বীপে সাইকেল বা মোটরসাইকেল খরচ।

বুকিং নিয়মাবলিঃ
সিংগেল: ৫১০০ টাকা অনলাইন পেমেন্ট।অফেরতযোগ্য
কাপল বা ২ জন: ১০২০০ টাকা অনলাইন পেমেন্ট। অফেরতযোগ্য
বুকিং এর শেষ দিন:
৩ ডিসেম্বর বুধবার
নাম্বারঃ
মিনহাজ- ০১৮২০১০০৬১৫ (বিকাশ-পার্সোনাল )
বাছেত - ০১৮৩১০০২৭৪৩ (বিকাশ, নগদ-পার্সোনাল)
প্রয়োজনে ব্যাংকেও দিতে পারবেন, সেক্ষেত্রে একাউন্ট ডিটেইলস শেয়ার করা হবে।
যেকোন প্রয়োজনে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
সীট থাকা সাপেক্ষে বুকিং নেয়া হবে।
যে যখন বুকিং করবেন সে সিরিয়াল অনুযায়ী বাসের আসন বন্টন হবে ধন্যবাদ।
Advertisement

Event Venue & Nearby Stays

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ, Saintmartin, Teknaf, Cox’sBazar, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u09a8\u09c8\u09b8\u09b0\u09cd\u0997\u09bf\u0995 \u09b8\u09cc\u09a8\u09cd\u09a6\u09b0\u09cd\u09af\u09c7 \u09ad\u09b0\u09be \u09a6\u09c7\u09ac\u09a4\u09be\u0996\u09c1\u09ae\u09c7 \u09a1\u09c7-\u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 Bongo trip - \u09ac\u0999\u09cd\u0997\u099f\u09cd\u09b0\u09bf\u09aa
Thu, 11 Dec at 10:00 pm নৈসর্গিক সৌন্দর্যে ভরা দেবতাখুমে ডে-ট্যুরে Bongo trip - বঙ্গট্রিপ

দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান

\u09ae\u09be\u09a4\u09cd\u09b0-\u09e8\u09e8\u09e6\u09e6\/= \u099f\u09be\u0995\u09be\u09df \u099b\u09c1\u099f\u09bf\u09b0\u09af\u09be\u09a4\u09cd\u09b0\u09be \u09b8\u09be\u09a5\u09c7 \u09a6\u09c7\u09ac\u09a4\u09be\u0996\u09c1\u09ae \u09a1\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Thu, 11 Dec at 10:30 pm মাত্র-২২০০/= টাকায় ছুটিরযাত্রা সাথে দেবতাখুম ডে ট্যুর

দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান

 \u09ae\u09bf\u09b0\u09bf\u099e\u09cd\u099c\u09be \u0993 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u0997\u09be\u09b0\u09cd\u09b2\u09b8 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa  \u09ea\u09e7\u09ef\u09e6 \u099f\u09be\u0995\u09be\u09df
Thu, 11 Dec at 10:30 pm মিরিঞ্জা ও কক্সবাজার গার্লস ট্রিপ ৪১৯০ টাকায়

মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স

MSDO Eco Miles 7.5k Run 2k25
Fri, 12 Dec at 12:00 am MSDO Eco Miles 7.5k Run 2k25

Satkania

A.R Trading MSDO Eco Miles 7.5 K Run 2k25
Fri, 12 Dec at 06:00 am A.R Trading MSDO Eco Miles 7.5 K Run 2k25

কাঞ্চনা, সাতকানিয়া

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events