সিলভার ক্রুজে সুন্দরবন ভ্রমনে টিজিবি বাহিনী (০৫ ডিসেম্বর)

Thu Dec 05 2024 at 11:00 pm to Mon Dec 09 2024 at 06:30 am UTC+06:00

Sundarban - সুন্দরবন | Khulna

Zm ZaRif
Publisher/HostZm ZaRif
\u09b8\u09bf\u09b2\u09ad\u09be\u09b0 \u0995\u09cd\u09b0\u09c1\u099c\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf \u09ac\u09be\u09b9\u09bf\u09a8\u09c0 (\u09e6\u09eb \u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Advertisement
** ইভেন্টের নামঃসিলভার ক্রুজে সুন্দরবন ভ্রমনে টিজিবি বাহিনী (০৫ ডিসেম্বর)
** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ রিলেক্স। ঢাকা টু ঢাকা
** যাত্রা শুরুঃ ০৫ ডিসেম্বর রাত ১১.০০ টা।
** যাত্রার শেষঃ ০৯ ডিসেম্বর সকাল ৭.০০ টা।
** শীপের নামঃ সিলভার ক্রুজ
********************************************
**প্যাকেজ প্রাইজ:
**সিলভার সুইট কাপল রুম = ১৭৫০০/-(পার পারসন)(এটাচড বাথ)
**সিলভার থ্রী বেড রুম = ১৬৫০০/-(পার পারসন)(এটাচড বাথ)
**সিলভার ফোর বেড রুম = ১৬৫০০/- (পার পারসন)(এটাচড বাথ)
** সিলভার টুইন বেড রুম = ১৪৫০০/-(পার পারসন)
বুকিং মানিঃ ৮০০০/- জনপ্রতি (অফেরতযোগ্য)
#বুকিং এর জন্যঃ +8801840238946,+8801877722852
অথবা 01877722852,51,55,56
********************************************
** ভ্রমন স্থান পরিচিতিঃ
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনের ভেতরে রয়েছে অনেক প্রজাতির পাখি, বন্য প্রাণী, হরিণ, কুমির এবং বাঘ। এই বন চির তারুণ্য এবং চির সবুজের প্রতীক। বাংলাদেশে যে পরিমাণ বিদেশী ভ্রমণ করার উদ্দেশ্যে আসে, তার বেশ বড় একটা অংশই আসে সুন্দরবনের উদ্দেশ্যে।
সুন্দরবন ভ্রমণ টা একটু ভিন্ন। এখানে শিপ এ থাকতে হয় প্রায় তিন দিন, পুরো শিপ টি ই হয়ে যায় বসত বাড়ির মত। নাওয়া-খাওয়া, ঘুম -আড্ডা সব ই এই শিপেই হয়। তাই পুরো শিপ টি ভাড়া করতে হয়। আর এজন্যে শিপের আর মাণের উপর ভিত্তি করে সুন্দরবন ভ্রমণ ৫০০০ টাকা থেকে শুরু করে ক্যাটাগরি আর সুযোগ সুবিধার উপর ভিত্তি করে ৩০০০০ টাকা পর্যন্তও হয়। আর এই জন্যেই সুন্দরবন ভ্রমণের টাকার পরিমাণ অন্য কোন ভ্রমণের তুলনায় বেশি হয়।
* আর বাঘ দেখার চান্স সুন্দরবনে গেলে ১% এর ও কম থাকে। তাই এই বিষয়ে কারো কোন কথার সুযোগ নেই।
খাবারের মাণঃ সুন্দরবন ট্রিপকে আমরা খাবারের জন্য ট্রিপ বলি। তাই বুঝতেই পারছেন খাবারের ঘাটতি অন্তত এই ট্রিপে হয়না। আশা করি মনের মতন খাবার হবে এই ট্রিপে। (আগের ট্রিপের রিভিউ ঘাটলে বা ইভেন্টগুলো দেখলে ধারণা পেয়ে যাবেন)
** ভ্রমণের স্থান সমুহঃ
রূপসা ঘাট খুলনা থেকে আমাদের যাত্রা শুরু হবে ০৬ ডিসেম্বর সকাল ৭ টায়। তিন দিনের মধ্যে যত জায়গায় যাওয়া সম্ভব,আমরা সব ঘুরব। তারপর ও জায়গা গুলর নাম নিচে দেওয়া হল--
১- হারবারিয়া
*ইকো পার্ক
*ওয়াচ টাওয়ার
*হারবারিয়া সেতু
*মিঠা পানির পুকুর
২-করমজল
*ক্রোকোডাইল প্রজেক্ট
*চিড়িয়াখানা
*সুন্দরবনের সবচেয়ে বড় ম্যাপ
*রুমিও- জুলিয়েট(অনেক পুরানো দুইটি কুমির এর পুকুর)
৩- কটকা
*টাইগার পয়েন্ট
*জামতলা সি বিচ
*কটকা অফিস পাড়া
*কটকা ওয়াচ টাওয়ার
*টাইগার টিলা
৪- কচিখালি
** ক্যানেল ক্রুইজিং (প্রায় প্রতি সকালেই থাকবে)
সম্ভব হলে আরো...
** যা সরবরাহ করা হবেঃ
- প্রত্যেকের জন্য কেবিনে থাকার ব্যাবস্থা
-প্রতিদিন দুই বেলা স্ন্যাক্স এবং ৩ বেলা মূল খাবার
- সুন্দরবনে প্রবেশের পাস
- গাইড
- বন বিভাগ থেকে দুইজন সিকিউরিটি
- বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা
- কুক এর ফি
- খাবার পানি
- করমজলে ঢোকার টিকিট
- একদিন বার-বি-কিউ
খুলনা টু খুলনা পেকেজ
এসি সিপঃ এম ভি সিলভার ক্রুজ।
** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
-কোন রকম ইনস্যুরেন্স
** যা সাথে নেওয়া উচিতঃ
- টেলিটক সিম । (বনের ভেতরে এমনিতে নেট থাকে না, তবে মাঝে মধ্যে কিছু যায়গায় টেলিটক এর নেট পাওয়া যায়)
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- বৃষ্টি হবার সম্ভাবনা অনেক বেশি, তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাঁচানোর জন্য ব্যবস্থা নিতে হবে
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য,এবং মোবাইলের প্রোটেকশন এর জন্য)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (শিপে জেনারেটর থাকবে)।
*******
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং শিপে রুম দেয়া হবে।
* যেহেতু গ্রুপ ট্রিপ, সব কিছুতে সেক্রিফাইজিং মাইন্ড থাকতে হবে, একে অন্যকে সহায়তা করতে হবে এবং সেই সাথে সময়ের প্রতি যত্নবান হতে হবে।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
************************************
টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-1641100026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722855, (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
Advertisement

Event Venue & Nearby Stays

Sundarban - সুন্দরবন, Sarwar Autistic Children's Welfare Organization, খুলনা, বাংলাদেশ,Khulna, Bangladesh

Sharing is Caring:

More Events in Khulna

\u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u09aa\u09cd\u09b0\u09b9\u09b0\u09c7 \u0997\u09b9\u09c0\u09a8 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7\u0964
Fri Dec 06 2024 at 07:00 am শীতের প্রথম প্রহরে গহীন সুন্দরবনে।

211 Khanjahan Ali Road, Khulna- 9100 Dhurobo Center (2nd Floor), Khulna, Khulna Division, Bangladesh

\u09af\u09b6\u09cb\u09b0 \u0993 \u09a8\u09dc\u09be\u0987\u09b2 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Fri Dec 06 2024 at 07:00 am যশোর ও নড়াইল ট্যুর

গদখালী ফুলের বাগান, ঝিকরগাছা, যশোর

\u098f\u09ac\u09be\u09b0\u09c7\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u2026 \u099a\u09b2\u09cb \u09af\u09be\u0987 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \ud83d\ude42
Fri Dec 06 2024 at 07:30 am এবারের ভ্রমণ… চলো যাই সুন্দরবন 🙂

Sundarban - সুন্দরবন

Jumma Mubarak
Sat Dec 07 2024 at 12:00 am Jumma Mubarak

Jessore, Khulna Division, Bangladesh

\u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u0998\u09c1\u09ae\u0995\u09cd\u0995\u09b0 \ud83c\udf33
Fri Dec 13 2024 at 07:00 am সুন্দরবন ভ্রমণে ঘুমক্কর 🌳

Sundarban - সুন্দরবন

Khulna is Happening!

Never miss your favorite happenings again!

Explore Khulna Events