সিজনের প্রথম সেন্টমার্টিন ভ্রমণে শঙ্খচিলেরা

Tue, 09 Dec, 2025 at 08:00 pm to Fri, 12 Dec, 2025 at 09:00 pm UTC+06:00

Sayedabad Bus Terminal | Dhaka

\u09b8\u09bf\u099c\u09a8\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u09b6\u0999\u09cd\u0996\u099a\u09bf\u09b2\u09c7\u09b0\u09be
Advertisement
এটি শঙ্খচিল ট্রাভেলার্সের একটি অফিসিয়াল ইভেন্ট। সিজনের প্রথম সেন্টমার্টিন ট্যুর হবে এটা। যারা একদম কনফার্ম যাবেন শুধুমাত্র তারা going বাটনে ক্লিক করবেন,আর যারা যাবেন কিনা সিওর না তারা ইন্টারেস্ট বাটনে ক্লিক করলেই ট্যুরের আপডেট পেয়ে যাবেন।
সেন্টমার্টিন সম্পর্কে নতুন করে কিছু বলার নাই,কম বেশি সবাই জানেন। ফ্যামিলি,ফ্রেন্ড সার্কেল যেভাবেই যান না কেনো খুব ভালো সময় উপভোগ করতে পারবেন।

বিস্তারিতঃ
★ডে১ -৯ তারিখ রাত ৮টার বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে রওয়ানা দিবো।

★ডে২ - সকালে কক্সে নেমে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে শীপে করে চলে যাবো সেন্টমার্টিনে। হোটেলে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে চলে যাবো বীচে। রিসোর্টও হবে সেন্টমার্টিনের সেরা রিসোর্টগুলোর মধ্যে একটা। কিছুক্ষণ ঝাপাঝাপি করে হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর যতটুকু সম্ভব সেন্টমার্টিন এরিয়া ঘুরে দেখার চেষ্টা করবো। তারপর চলে যাবো বীচে,বাকি সময়টা বীচে কাটিয়ে দিবো।
★ডে৩ - খুব সকালে জেটিঘাটে চলে যাবো সূর্যোদয় দেখতে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে চলে যাবো ছেড়াদ্বীপে। ছেড়াদ্বীপ থেকে ফিরে বীচে কিছুক্ষণ গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে রেস্ট করবো। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত পুরো সময়টা কাটিয়ে দিবো নিজেদের মতো করে। রাতে বারবিকিউ অথবা ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো।
★ডে৪ - সকালে উঠে আবারও চলে জেটিঘাটে সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখা শেষ হলে দুপুর পর্যন্ত যে যার মতো বীচে সময় কাটাবো। দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দিবো,এরপর রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। ইনশাআল্লাহ ১৩ তারিখ সকালে আমরা ঢাকায় থাকবো।
ইভেন্ট ফিঃ ঢাকা থেকে জনপ্রতি ১২০০০ (কাপল দুজন ২৮০০০ টাকা)

বুকিং দেওয়ার সিস্টেমঃ
★ পুরোপুরি কনফার্ম থাকলে ৭১৪০ টাকা (অফেরত যোগ্য) বিকাশ/রকেটের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। অথবা কেউ চাইলে এডমিনের সাথে দেখা করে নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা দিতে পারবেন।

#বিকাশ নগদ বা উপায় বা রকেট (পার্সোনাল)
01832605202 (পার্সোনাল)
(আসন খালি থাকা সাপেক্ষে)

ট্যুরে যা যা থাকবেঃ
* ঢাকা - কক্সবাজার আসা যাওয়া নন এসি বাস ভাড়া
* শীপ ভাড়া
* ছেড়াদ্বীপে যাওয়ার ট্রলার ভাড়া
* ৮ বেলা খাবার

যা যা থাকবেনাঃ
বাস বিরতির খাবার
ব্যাক্তিগত যে কোন খরচ
তাহলে আর দেরি কেন শঙ্খচিলেদের সেন্টমার্টিন ট্যুরে অংশগ্রহণ করে কিছু মুহূর্ত স্মরণীয় করে রাখুন😍
ট্যুর সংক্রান্ত যে কোন প্র‍য়োজনে 01832605202 এই নাম্বারে কল দিতে পারেন।
WhatsApp: 018326025202
আমাদের ফেসবুক পেজের লিংকঃ
https://www.facebook.com/shonkhochil.travel
আমাদের গ্রুপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/449905728967998
Advertisement

Event Venue & Nearby Stays

Sayedabad Bus Terminal, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

Mirpur & Khadim ceramics at IAB Build Expo 2025
Thu, 11 Dec at 11:00 am Mirpur & Khadim ceramics at IAB Build Expo 2025

Bangladesh China Conference Centre

\u09b8\u09c7\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8\u098f \u099f\u09bf\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4-\u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7
Thu, 11 Dec at 07:00 pm সেন্ট মার্টিনএ টিম ট্যুরন্ত-এর সাথে

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217

Thursday Night Carnival
Thu, 11 Dec at 07:00 pm Thursday Night Carnival

Air Force Basecamp

\u09aa\u09bf\u09a0\u09be \u0989\u09ce\u09b8\u09ac
Thu, 11 Dec at 08:00 pm পিঠা উৎসব

দেলপাড়া বাজার সংলগ্ন, Narayanganj, Dhaka Division, Bangladesh

Ulta Choshma
Thu, 11 Dec at 08:00 pm Ulta Choshma

AKOTA Coworking

\u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982 \u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995 \u09b0\u09bf\u09b2\u09be\u0995\u09cd\u09b8 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa\u0964
Thu, 11 Dec at 09:30 pm কেওক্রাডং বগালেক রিলাক্স ট্রিপ।

কেওক্রাডং পর্বতশৃঙ্গ

\u09a8\u09be\u09b0\u09bf\u09b6\u09cd\u09af\u09be \u099d\u09bf\u09b0\u09bf \u0986\u09a8\u09cd\u09a7\u09be\u09b0\u09ae\u09be\u09a8\u09bf\u0995 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 Hit The Trail
Thu, 11 Dec at 10:00 pm নারিশ্যা ঝিরি আন্ধারমানিক অভিযানে Hit The Trail

নারিশ্যা ঝিরি/ আন্ধার মানিক থানচি বান্দরবান

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events