Advertisement
কোন বিভাগ হবে বিতর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা?ছোটবেলার সেই দিনগুলো মনে আছে? ক্লাসরুমে তুমুল তর্কবিতর্ক, বন্ধুদের সামনে নিজের যুক্তি তুলে ধরা, হাততালির শব্দে মুখ উজ্জ্বল হয়ে ওঠা — সেই মুহূর্তগুলো যেন এখনো মনে দোলা দেয়।
কিন্তু এবার মঞ্চ আরও বড়, দর্শক সারি আরও দীর্ঘ। এখানে শুধু আপনার বন্ধুরা নয়, পুরো বিশ্ববিদ্যালয় দেখবে কার যুক্তি বেশি শক্তিশালী। কে জিতবে, কে পরাজিত হবে — সেটা নির্ধারণ করবে আপনার কণ্ঠ, আপনার যুক্তি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (CUDS) নিয়ে আসছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন —
"সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"
এটি শুধুই একটি প্রতিযোগিতা নয়, এটি হবে গৌরবের লড়াই। এখানে আপনি দাঁড়াবেন আপনার বিভাগের হয়ে, প্রমাণ করবেন কেন আপনার বিভাগই সেরা।
কেন অংশগ্রহণ করবেন?
যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা ঝালিয়ে নেওয়ার প্ল্যাটফর্ম।
বিশ্ববিদ্যালয়ের সেরা তার্কিকদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করে নিজের বিভাগকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ানোর সুযোগ!
নিজের আত্মবিশ্বাস ও প্রেজেন্টেশন স্কিল বাড়ানোর অসাধারণ সুযোগ।
প্রতিযোগিতার নিয়মাবলি ও বিবরণঃ
১। বিতর্ক প্রতিযোগিতাটি বাংলা এশিয়ান সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
২। তিনজন বিতার্কিক এর সমন্বয়ে একটি দল গঠিত হবে এবং তিনজন বিতার্কিক অবশ্যই একই বিভাগের হবে।
৩। একটি বিভাগ থেকে একাধিক দল অংশগ্রহণ করতে পারবে।
স্থান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
তারিখ: ২৫ এবং ২৬ এপ্রিল, ২০২৫
রেজিস্ট্রেশন ফি: ৪৫০ টাকা।
রেজিস্ট্রেশন লিংক: শীঘ্রই প্রকাশিত হবে
যোগাযোগের জন্য
কনভেনর:
মোঃ রাতুল শেখ (জয়েন্ট সেক্রেটারি, সিইউডিএস)
০১৭৩৪৩৩৩৮৪২
কো-কনভেনর:
ওয়াসিফ আর রহমান (ফাইন্যান্স সেক্রেটারি, সিইউডিএস)
০১৬০১৩৬৩৪২৩
কো-অর্ডিনেটর:
ঐন্দ্রিলা বড়ুয়া (ডিবেট সেক্রেটারি, সিইউডিএস)
০১৬৭৫৫২৩৭৪২
ইসরাত জাহান (ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, সিইউডিএস) – ০১৮৬০৪০৭৫২৫
এবার যুক্তি দিয়ে গড়ে তুলুন গৌরবের সিঁড়ি, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেরা বিভাগ নির্ধারণ হবে আপনার কণ্ঠে!
Advertisement
Event Venue & Nearby Stays
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Jobra, Chittagong, Bangladesh