Advertisement
চাকসু নির্বাচনী বিতর্ক ২০২৫চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (CUSD) আয়োজন করছে চাকসু নির্বাচনী বিতর্ক ২০২৫।
আসন্ন চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (VP), জেনারেল সেক্রেটারি (GS) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (AGS) পদপ্রার্থীরা নিজেদের যোগ্যতা, ইশতেহার ও ভিশন নিয়ে মুখোমুখি হবেন। এটি শিক্ষার্থীদের জন্য সরাসরি প্রার্থীদের শোনার, প্রশ্ন করার এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার একটি অনন্য সুযোগ।
📍 স্থান: জারুলতলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🗓️ তারিখ: ৪ই অক্টোবর – ৮ই অক্টোবর, ২০২৫
⚖️ বিতর্ক ফরম্যাট: এশিয়ান পার্লামেন্টারি
আলোচনাগুলো পরিচালনা করবেন নিরপেক্ষ মডারেটর, যার মাধ্যমে নিশ্চিত করা হবে একটি নিরপেক্ষ, তথ্যবহুল ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতা।
🔔 বিস্তারিত আসছে!
Advertisement
Event Venue & Nearby Stays
জারুল তলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Fatehpur, Bangladesh, Chittagong