Advertisement
প্রিয় বন্ধুগণ,
আগামী ২১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পদাতিক নাট্য সংসদ এর ৩৬তম প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়ার এর ম্যাকবেথ নাটকের ৫২তম মঞ্চায়ন হবে। সৈয়দ শামসুল হক এর অনুবাদে সূদীপ চক্রবর্তী ম্যাকবেথ নাটকের নির্দেশনা দিয়েছেন।
পোশাক পরিকল্পনা-ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীত-শিশির রহমান
আলো- অতিকুল ইসলাম জয়
প্রপস- সঞ্জীব কুমার দে ও
মঞ্চ পরিকল্পনা সূদীপ চক্রবর্তী
কাহিনী সংক্ষেপ:
স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে একদল রহস্যময় শক্তি তাদের পথ রোধ করে ভবিষ্যৎবাণী উচ্চারন করে বলেছিল, ম্যাকবেথ হবে কডোর প্রধান ও পরে রাজা এবং ব্যাংকো হবে রাজার আদি পিতা। ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে বিস্তারিত, উচ্চাকাক্সক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যার। নিজ বাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। রাজ হত্যার দায় কৌশলে এড়াতে একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষীদ্বয়, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী-সন্তানগণ। রহস্যময় শক্তিদের ভ্রান্তিতে ম্যাকবেথ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়। লেডি ম্যাকবেথ অনুতাপে দগ্ধ ও অসুস্থ হয়ে আত্বহননের পথ বেছে নেন। ইংল্যাংডের রাজার সহায়তায় নিজ রাজ্য পুনরুদ্ধারে ডানকান পুত্রদ্বয় ম্যালকম ও ডোনালবেইন ম্যাকবেথ বাহিনীকে পরাজিত করে এবং ম্যাকডাফের অস্ত্রের আঘাতে সমাপ্তি ঘটে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা এক স্বেচ্ছাচারী ম্যাকবেথের।
অনুবাদ- সৈয়দ শামসুল হক
নির্দেশনা- সুদীপ চক্রবর্তী
প্রযোজনা- পদাতিক নাট্য সংসদ।
সবার আমন্ত্রণ।
প্রয়োজনে
০১৮১৩৭৫৬৫৭৫
০১৮১৬৪৮৭১৩১
Advertisement
Event Venue & Nearby Stays
জাতীয় নাট্যশালা,বাংলাদেশ শিল্পকলা একাডেমি।, Dhaka, Bangladesh