Advertisement
✅০৭ নভেম্বর,২০২৪, বৃহস্পতিবার ,রাত ১১টায় ঢাকা থেকে ট্রেনে করে দর্শনার উদ্দেশ্যে রওয়ানা✅০৮ নভেম্বর শুক্রবার সকালে বর্ডারে ফর্মালিটিস সেরে প্রাইভেট কারে করে আমরা সরাসরি বোলপুর শান্তি নিকেতনের উদ্দেশ্যে রওয়ানা দিবো। দুপুর নাগাদ শান্তি নিকেতন সোনাঝুরিতে পৌছে যাবো। এদিন রেস্ট টাইম। তবে আপনি চাইলে এদিন বিকালে সোনাঝুরি হাটে কেনাকাটা করতে পারেন যা কিনা আমাদের গেস্ট হাউজের পাশেই। সোনাঝুরির হাট অনেক বিখ্যাত। এখানে কম টাকায় অনেক ভালো ভালো জিনিস কিনতে পাওয়া যায়। তিনবেলা খাবার।
✅০৯নভেম্বর, শনিবার সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা সারাদিনে শান্তি নিকেতনের বিশ্বভারতী এক্সপ্লোর করবো। মিউজিয়াম, সৃজনী শিল্পকলা গ্রাম সহ সব স্পট ঘুরে বেড়াবো। এদিন বিকালে আবার সোনাঝুরি হাটে কেনাকাটার সুযোগ পাবেন। সোনাঝুরিতে নাইট স্টে।
✅১০ নভেম্বর রবিবার ভোরে আমরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিবো। কলকাতা পৌছে হোটেলে চেক ইন করে নাস্তা করে কলকাতা সিটিতে ঘুরে বেড়াবো। বিশেষ করে প্রিন্সেপ ঘাট, ক্যাথেড্রাল চার্চ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, (সময় পেলে কফি হাউজ) ঘুরে সন্ধ্যায় আমরা সবাই নিউমার্কেটে চলে যাবো শপিং এর জন্য। শপিং এর জন্য শ্রী লেদার, ভি মার্ট ও বেশ ভালো। চাইলে আপনারা ঘুরাঘুরি কমিয়ে এদিন শপিং ও করতে পারেন।কলকাতায় আমরা মাঝারি মানের হোটেলে থাকবো।
✅১১নভেম্বর, সোমবার, এদিন দুপুর ১২.২০টার এসি বাসে করে আমরা কলকাতা থেকে বেনাপোল হয়ে বর্ডারে ফর্মালিটিস সেরে বাংলাদেশে ঢুকে রাত ১০টার মধ্যে ঢাকায় থাকবো। এদিন সকালেও চাইলে আপনি শপিং করে নিতে পারেন।
✅ইভেন্ট ফি- ১৩হাজার রূপি (বাংলা টাকায় যা আসে)
✅এই ইভেন্ট ফি এর মধ্যে যা যা ইনক্লুডেড-
➡️ঢাকা থেকে দর্শনার এসি ট্রেন টিকেট
➡️দর্শনা থেকে বর্ডারে যাওয়ার ভাড়া
➡️বর্ডারের সকল প্রকার স্পিড মানি
➡️গেদে থেকে বোলপুর শান্তি নিকেতন রিজার্ভ প্রাইভেট কার
➡️ ০৮নভেম্বর থেকে ১২নভেম্বর ,প্রতিদিন ০৩বেলা খাবার। শান্তি নিকেতনে মাছে ভাতে বাংগালী/দুই কন্যা হেশেল ঘরে লাঞ্চ করবো। এছাড়া কলকাতার বিখ্যাত কস্তুরী হোটেলেও আমরা লাঞ্চ করবো। একদম পেট ভরে খাবো সবাই।
➡️শান্তি নিকেতনে সকল এন্ট্রি ফি, টোটো খরচ
➡️কলকাতায় সকল এন্ট্রি ফি, ট্রান্সপোর্ট খরচ
➡️কলকাতা টু ঢাকা ট্রান্সপোর্ট খরচ
➡️বেনাপোল স্পিড মানি
✅যা যা ইনক্লুডেড না-
➡️ট্রাভেল ট্যাক্স
➡️ডলার এন্ডোর্সমেন্ট
➡️ভারতীয় ভিসা করতে প্রয়োজনীয় খরচ
➡️যেকোন পারসোনাল খরচ
➡️মেডিসিন
✅ভারতীয় ভিসা সংক্রান্ত তথ্য✅
➡️অবশ্যই মূল পাসপোর্ট সাথে নিতে হবে। সাথে পাসপোর্টের ০৫কপি ফটোকপি
➡️ এই ট্রিপের জন্য আপনার পাসপোর্টে অবশ্যই ভারতীয় ভিসা থাকতে হবে। সাথে ভিসার ০৩কপি ফটোকপি।
➡️পাসপোর্টের মেয়াদ মিনিমাম ০৬মাস থাকতে হবে।
➡️জব করলে NOC / ব্যাবসা করলে ট্রেড লাইসেন্সের ০৩কপি লাগবে
➡️ ডলার এন্ডোর্সমেন্ট মাস্ট। না হয় ট্রাভেল কার্ড থাকতে হবে।
➡️ ট্রাভেল ট্যাক্সের প্রিন্টেড কপি। অনলাইনেই ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন।
➡️পাসপোর্ট সাইজের ০৫ কপি ছবি।
✅এই ট্রিপে কনফার্মেশন এর জন্য কল করুন 01674948668 নম্বরে।
Advertisement
Event Venue & Nearby Stays
Kolkata - The City of Joy, Kolkata, west bengal,Kolkata, India