Advertisement
চেনা পথটা এখনো আগের মতোই আছে,শুধু আমরা বদলে গেছি সময়ের সঙ্গে।
শৈশবের সেই চেনা পথ — মাটির গন্ধ, বিকেলের রোদ,
সব কিছুই আজ শুধুই স্মৃতির পাতায়।
চেনা পথ ধরে হেঁটে গেলেই মনে পড়ে যায়,
কে কোথায় বসে থাকত, কে কত জোরে হাসত…
সব কিছু এখন শুধুই ফাঁকা জায়গা।
চেনা পথ ধরে ফিরতে চাই,
যেখানে সময়টা ধরা থাকত খেলনার গন্ধে,
আর বিকেলগুলো মিশে থাকত রঙিন স্বপ্নে।
Advertisement
Event Venue & Nearby Stays
Basundia Bazar, Jessore, Khulna Division, Bangladesh, Khulna, Bangladesh