Advertisement
** ইভেন্টের নামঃ রেমা-কালেঙ্গা অভয়ারণ্য গহীনে টিজিবি বাহিনী (০৯ জানুয়ারি)** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ ট্রেকিং, কাম্পিং
** যাত্রা শুরুঃ ০৯ জানুয়ারি রাত ১১.৪৫
** যাত্রার শেষঃ ১১ জানুয়ারি রাত ১১.০০
*********************************
প্যাকেজ প্রাইজ: ৪৯০০/- টাকা
#বুকিং এর জন্যঃ +8801840238946,
অথবা 01877722852
********************************************
** ভ্রমন পরিকল্পনাঃ-
১ম দিন>>
রাতের বাসে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। শায়েস্তাগঞ্জ নেমে সি, এন ,জি নিয়ে কালেঙ্গার দিকে রওয়ানা হব। সকালে রিসোর্টে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বনে প্রবেশ করব ।
প্রথমদিন টার্গেট থাকবে কালেঙ্গার বেতবন ট্রেইল ঘুরাঘুরি যেখানে বন মোরগের ঝাঁক , হিমালয়ান কাটবিরালি আর চশমা পরা বানর রয়েছে সেই পথে ।
রাতে রিসোর্টে থাকবো। কেউ তাবুতে থাকতে চাইলে সাথে তাবু নিয়ে নিতে পারেন।
শেষ দিন > > সারাদিন কালেঙ্গার বিভিন্ন্য ট্রেইলে ঘুরে দেখব । থাকবে এডভেঞ্চার গেইম সো ।
বিকেলের বাসে আমারা ঢাকা চলে আসব ।
*******কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* এটি একটি মোটামুটি এডভেঞ্চার টাইপ ট্রিপ। এখানে প্রতিদিন গড়ে ৫-৭ ঘন্টা হাটতে হতে পারে।
* আপনাকে মোবাইল নেটওয়ার্কের এর বাইরে থাকতে হতে পারে ।
* এখানে তিন বেলা খাবার পাবেন, কোন দোকান থাকবে না, তাই নিজের ব্যাগ এ কিছু শুকনা খাবার রাখবেন।
* ক্যাম্পিং করতে না চাইলে হোটেলেও থাকতে পারেন। এখানে এক রুমে মোটামুটি গাদাগাদি করেই মিলে-মিশে থাকতে হবে, অবশ্যই মেয়েদের আলাদা থাকার যায়গা থাকবে। ব্যক্তিগত চাঁদর আনতে হবে সবার
*******
-------------------------------------------
** যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ
- ১০ তারিখ সকাল থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
*********************************
** ভ্রমন স্থান পরিচিতিঃ
দেশের অন্যতম প্রাচীন এবং ঘন বন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার #রেমা_কালেঙ্গা।রেমা ও কালেঙ্গা দুটি আলাদা আলাদা জঙ্গল হলেও একই রেঞ্জের অধীনে হওয়াতেই মূলত নামকরণ হয়েছে রেমা ও কালেঙ্গা । একমাত্র শীতে টিজিবি থেকে নিয়মিত এখানে ইভেন্ট হয় তাছাড়া তেমন কোন ইভেন্ট এই বনে হতে দেখা যায় না ।
সুন্দরবনের পরে আয়তন এবং প্রাচীনতার দিক থেকে রেমা কালেঙ্গার অবস্থান দ্বিতীয়। রেমা–কালেঙ্গা অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রানীর অভয়ারণ্য। এটি একটি শুকনো ও চিরহরিৎ বন এবং সুন্দরবনের পর বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনভূমি। এছাড়াও এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বণ্যপ্রাণী অভয়ারণ্য এবং জীব ও উদ্ভিদবৈচিত্র্যে দেশের সবচেয়ে সমৃদ্ধ বনাঞ্চল।
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এর অবস্থান। রেমা–কালেঙ্গা অভয়ারণ্য ১৯৮২ সালে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে ১৯৯৬ সালে এটির আরো সম্প্রসারণ করা হয়। বর্তমানে এই অভয়ারণ্যের আয়তন ১৭৯৫.৫৪ হেক্টর। বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক বনভূমি এখনো মোটামু্টি ভাল অবস্থায় টিকে আছে, রেমা-কালেঙ্গা তার মধ্যে অন্যতম। তবে নির্বিচারে গাছ চুরি ও বন ধ্বংসের কারণে এ বনভূমির অস্তিত্বও বর্তমানে হুমকির মুখে।এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খুব কাছে এবং ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন। রাজধানী ঢাকা থেকে সড়র পথে এর দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার।
রেমা–কালেঙ্গা অভয়ারণ্য বিরল প্রজাতির জীববৈচিত্র্যে সমৃদ্ধ। বর্তমানে এই বনে ৩৭ প্রজাতির স্তন্যপায়ী, ১৬৭ প্রজাতির পাখি, সাত প্রজাতির উভচর, ১৮ প্রজাতির সরীসৃপ ও ৬৩৮ প্রজাতির গাছপালা-লতাগুল্ম পাওয়া যায়। বিভিন্ন বিরল প্রজাতির পাখির জন্য এই বন সুপরিচিত এবং এদের মধ্যে রয়েছে — ভীমরাজ, টিয়া, হিল ময়না, লাল মাথা কুচকুচি, সিপাহি বুলবুল, বসন্তবৌরি, শকুন, মথুরা, বনমোরগ, পেঁচা, মাছরাঙা, ঈগল, চিল প্রভৃতি।
এই বনে তিন প্রজাতির বানরের বাস, এগুলো হল: কুলু, রেসাস ও নিশাচর লজ্জাবতী বানর। তাছাড়া এখানে পাঁচ প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। এর মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি একমাত্র এ বনেই পাওয়া যায়। বন্যপ্রানীর মধ্যে উল্ল্যেখযোগ্য আরও রয়েছে মুখপোড়া হনুমান, চশমা হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, বন্যশুকর, গন্ধগোকুল, বেজি, সজারু ইত্যাদি। কোবরা, দুধরাজ, দাঁড়াশ, লাউডগা প্রভৃতি সহ এ বনে আঠারো প্রজাতির সাপের দেখা পাওয়া যায়।
বিট সংখ্যা: রেমা কালেঙ্গা তে মোট ৪ টি বিট আছে,
=>রেমা বিট
=>কালেঙ্গা বিট
=>ছনবাড়ি বিট
=>রশিদপুর বিট।
এর মধ্যে শুধু কালেঙ্গা বীটেই ২৭ টি ট্রেইল আছে। পর্যটকদের জন্য আধা ঘণ্টা, এক ঘণ্টা এবং তিন ঘণ্টার হাঁটার ট্রেইল আছে। তবে সবচেয়ে বড় হচ্ছে কালেঙ্গা থেকে রেমা বিটের ট্রেইলটি। জঙ্গলের মধ্যে একটি বড় ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে পুরো এলাকার অনেকখানি জায়গা দেখা যায়।
গাইড বলেছিলো কিছু ট্রেইলের কথা যেখানে দিনের বেলাও অন্ধকার থাকে এবং এই ট্রেইলে প্রচুর হরিণ এবং অন্যন্য পশুপাখি দেখা যায়।
** যা সাথে নেওয়া উচিতঃ
-নিজের জন্য তাবু , হ্যামক এবং ক্যাম্পিং করার জন্য অন্যান্য সামগ্রী ।
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
-লাইট
- মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
=== ট্র্যাকিং/হাটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন। সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
-----------------------------------
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* যেহেতু এখানে অনেক নতুন মানুষ এর সাথে মিলে মিশে ট্রিপটি হবে,তাই সবার সাথে এডজাস্ট করা এবং কমপ্রোমাইজ করার মানসিকতা নিয়ে এই ট্রিপে যাবেন।
* বিভিন্ন্য ট্রেইলে মোটামুটি হাটতে হবে ৩-৪ ঘন্টার মতন। তবে কেউ হাটতে না চাইলে রিসোর্ট এ বসেও রিলাক্স করতে পারবেন।
************************************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722851, 01919496551 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
** শর্ত সমুহঃ
১- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা এবং অবৈধ কোন কার্যকালাপের সুযোগ নেই।
২- ভ্রমণকালে দুর্ঘটনা/সমস্যা বলে কয়ে আসে না, তাই যে কোন প্রকার দুর্ঘটনায় সকলে মিলে মোকাবেলা করতে হবে ।এ কারনে ট্রিপ প্লান চেঞ্চ করতে হলে তা সকলের আলোচনার ভিত্তিতেই হবে।
৩- যেকোন সমস্যার সামাধানে হোস্টের সহায়তা নিন । নিজেরা বাকবিতন্ডে জরিয়ে ট্যুরের পরিবেশ নস্ট করা যাবে না।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম/টুরিসম স্পটের কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। কোন রকম অসৎ উদ্দেশ্য থাকলে এবং তা গ্রুপের অন্য সবার সাথে আলোচনার মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
********************************************
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/TourgroupBd/
ওয়েবসাইটঃ www.tourgroupbd.com
**যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬, ম্যানেজার।
এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন
#টিজিবি হেল্প লাইনঃ +8801877722852 অথবা +8801877722851
Advertisement
Event Venue & Nearby Stays
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh