Advertisement
★ যারা ২০২৫ সালের জুলাই সেশনে জাপানের মিরাইনোমোরি গাকুয়েন-এ ভর্তি হতে চান, তাদের প্রথমে বাংলাদেশ শাখা মিরাইনোমোরি গাকুয়েন-এ ভর্তি হতে হবে। (২০২৫ সালের মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত ৪ মাসব্যাপী কোর্স। কোর্স ফি প্রায় ৭২,০০০ টাকা)★ যারা বাংলাদেশ শাখায় ভর্তি হতে আগ্রহী নন, তাদের জানুয়ারি মাসের মাঝামাঝি অনুষ্ঠিতব্য সেমিনারে অংশগ্রহণের প্রয়োজন নেই।
【মিরাইনোমোরি গাকুয়েন (জাপান・সেন্ডাই) - বাংলাদেশ শাখা】 ভর্তি বিজ্ঞপ্তি
জাপানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লক্ষ্যে জাপানিজ স্কুল মিরাইনোমোরি গাকুয়েন বাংলাদেশে একটি শাখা খুলছে! যারা সত্যিকারভাবে জাপানে পড়াশোনা করতে চান, তাদের জন্য উচ্চমানের জাপানি ভাষা শিক্ষার সুযোগ প্রদান করছে।
➡ বর্তমানে যাদের জাপানি ভাষার জ্ঞান শূন্য বা কম, তারাও যদি উচ্চ লক্ষ্য রাখেন, বাংলাদেশ শাখায় তারা পর্যাপ্ত ভিত্তি অর্জন করতে পারবেন!
【ভর্তির শর্তাবলী】
১.জাপানের সেন্ডাই শহরের মিরাইনোমোরি গাকুয়েন-এ ভর্তি হয়ে, জাপানের বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার আগ্রহ থাকতে হবে।
২.জাপানে পড়াশোনার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে হবে।
➡ বাংলাদেশ শাখায় প্রায় ৪ মাসের জাপানি ভাষার কোর্স সম্পন্ন করে N4 স্তরে পৌঁছানোর লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
➡ মিরাইনোমোরি গাকুয়েন তাদের শিক্ষার্থীদের জন্য জাপানের ৪ বছর মেয়াদী বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করবে।
【স্কুলের বৈশিষ্ট্য】― বাংলাদেশ শাখাটি ঢাকার কেন্দ্রস্থলে খোলার পরিকল্পনা রয়েছে।
* বাংলাদেশ শাখায় জাপানের বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার জন্য প্রাথমিক জাপানি ভাষার দক্ষতা গড়ে তোলা হবে। বাংলাদেশে N4 পর্যন্ত জাপানি ভাষা শেখানোর পর, জাপানে অবস্থিত মিরাইনোমোরি গাকুয়েন-এ N2 বা N1 স্তরে উন্নতি করার মাধ্যমে ভালো মানের বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষায় ভর্তি হওয়ার লক্ষ্যই আমাদের গন্তব্য।
➡ বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা শেষ করার মাধ্যমে একটি উচ্চমানের পেশাগত কর্মজীবন গঠন এবং ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করা সম্ভব।
* যাদের জাপানের ইমিগ্রেশন থেকে ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের যদি পর্যাপ্ত অর্থ এবং জাপানে উচ্চতর শিক্ষা গ্রহণের ইচ্ছা থাকে , তবে আমাদের মাধ্যমে পুনরায় আবেদন করলে অধিকাংশ সময়ই তাদের ভিসা মঞ্জুর করা হয়েছে। প্রাক্তন টেকনিক্যাল ইন্টার্ন ট্রেইনিরা (TITP) এই শর্তে শিক্ষার জন্য ভিসা পেতে পারেন।
【ভর্তির কোর্স】― প্রত্যেককেই ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করতে হবে, এবং যারা ঢাকার বাইরে থাকেন, তাদের ঢাকার নিকটে আবাসনের ব্যবস্থা করতে হবে।
N5 স্তরের নিচের কোর্স: মোট ২০ জন
N5~N4 স্তরের কোর্স: মোট ২০ জন
【শিক্ষার ফি】― ৪ মাসের জন্য
ভর্তির ফি: ১০,০০০ টাকা (এককালীন)
ক্লাস ফি: ১০,০০০ টাকা (৪ মাস)
শিক্ষা উপকরণের ফি: ৬০,০০০ টাকা (৪ মাস)
মোট: ৮০,০০০ টাকা (অগ্রিম প্রদান)
【ক্লাসের সময়】
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬টি ক্লাস (প্রতি ক্লাস: ৫০ মিনিট, বিরতি ১০ মিনিট), সকাল ৯টা থেকে বিকেল ৩:৫০ পর্যন্ত (দুপুরের বিরতি ১ ঘন্টা)
【ভর্তির পদ্ধতি】
ভর্তি পরীক্ষা― (গণিত・জাপানি ভাষা・প্রবন্ধ) ⇒ সেমিনার ⇒ সাক্ষাৎকার
মিরাইনোমোরি গাকুয়েন-এ বাংলাদেশ শাখার ভর্তি সাক্ষাৎকার হবে। শুধুমাত্র সাক্ষাৎকারে উত্তীর্ণদেরই ভর্তি অনুমোদন দেওয়া হবে, তাই যারা আগ্রহী, তারা নিচের লিঙ্কে থাকা ফর্মের মাধ্যমে আবেদন করুন।
https://mirainomorigakuen.com/entry/
Advertisement
Event Venue & Nearby Stays
ダッカ, Dhaka, Bangladesh