Advertisement
আসসালামু আলাইকুম,শুভ সকাল!
আশা করছি, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন *ঈদুল ফিতর* উপলক্ষে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হবে। পাশাপাশি, ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে একটি অফিস স্থাপন করাও অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আমরা পূর্বে বেশ কিছু সামাজিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে, এবারের কর্মসূচি পূর্বের যেকোনো কার্যক্রমের তুলনায় আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এজন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য।
আপনারা যে যা পারেন, এই চলতি মাস ও আগামী মাসে আমাদের ফাউন্ডেশনে ডোনেশন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
ডোনেশন পাঠানোর মাধ্যম:
� বিকাশ: *01780-238589*
� পরামর্শ বা বিস্তারিত জানতে চাইলে ইনবক্স করুন।
আপনাদের সহযোগিতা আমাদের আশার আলো।
ধন্যবাদ।
Advertisement
Event Venue & Nearby Stays
Rangpur, Rangpur Division, Bangladesh, Khulna, Bangladesh