Advertisement
ইনশাআল্লাহ আগামী ২৬ নভেম্বর ২০২১ রোজ শুক্রবার ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগের কাছেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ-এ আয়োজন করা হবে আমাদের প্রথম মিলনমেলা-র। সবার সাধ্যের কথা বিবেচনা করে আমরা রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করেছি মাত্র ৫০০ টাকা। টি-শার্ট+খাবার+ হল ভাড়া+ উপহার+ সাংস্কৃতিক অনুষ্ঠান খরচসহ অন্যান্য সবকিছু মিলিয়ে এই ফি নির্ধারণ করা হয়েছে।
রেজিষ্ট্রেশন ফি যেহেতু কম তাই আমাদের অনুষ্ঠান সফল করার জন্য প্রয়োজন হবে বেশি সদস্যের উপস্থিতি। তাই আশা করছি গ্রুপের সবাই যথাসাধ্য চেষ্টা করবে মিলনমেলায় উপস্থিত হওয়ার জন্য এবং আশেপাশের বন্ধুদেরকেও ইনভাইট করবে প্রোগ্রামে আসার জন্য।
আমাদের সংখ্যা মাত্র ১০০০ জন। তাই সবাইকে দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করছি।
→যা থাকছে
* শীতাতপ নিয়ন্ত্রিত হল রুম
*দুপুরের খাবার
* টি শার্ট
*গিফট
*কনসার্ট
*অন্যান্য কালচারাল উপস্থাপনা
*ম্যাজিক শো ( সম্ভাব্য)
* আরো কিছু, সারপ্রাইজ থাক না হয়
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য বিনোদনমূলক ইভেন্ট সেইসাথে থাকবে পুরষ্কার।
স্থানঃ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ
তারিখঃ ২৬ নভেম্বর ২০২১
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ১৫ নভেম্বর ২০২১
সময়ঃ সকাল ৯ টা - বিকাল ৫ টা
রেজিষ্ট্রেশন ফিঃ ৫০০/- (বিকাশ খরচ ১০)
পেমেন্ট মেথডঃ বিকাশ/নগদ/রকেট
আসন সংখ্যাঃ ১০০০ জন
যোগাযোগঃ
⚫পার্থ - 01865726018 (বিকাশ)
?আকাশ - 01768840753 (বিকাশ+নগদ ) 01768840753+9 ( রকেট )
?তপু - 01775666338 (বিকাশ)
?রাহাত - 01997708822 (বিকাশ+নগদ)
⚫মিলন - 01773792767 ( বিকাশ )
?সাদমান - 01859440698 (বিকাশ)
?রিশাদ - 01750419018-4 (রকেট)
দেখা হবে ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে।
প্রাণের মেলায় হলাম জড়ো,বন্ধুত্বের বন্ধনে অদম্য তেরো। ❤️
Advertisement
Event Venue & Nearby Stays
The Institution of Engineers, Bangladesh - IEB, Ramna, 1000 Dhaka, Dhaka Division, Bangladesh, Dhaka
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.