মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট অভিযানে বেঙ্গল ট্রেকার্স্ (২)

Thu, 11 Dec, 2025 at 10:00 am to Wed, 17 Dec, 2025 at 06:00 am UTC+06:00

Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা | Chittagong

Shunno Sagar
Publisher/HostShunno Sagar
\u09ae\u09be\u09a4\u09be\u09ae\u09c1\u09b9\u09c1\u09b0\u09bf \u09b0\u09bf\u099c\u09be\u09b0\u09cd\u09ad \u09ab\u09b0\u09c7\u09b8\u09cd\u099f \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 \u09ac\u09c7\u0999\u09cd\u0997\u09b2 \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09be\u09b0\u09cd\u09b8\u09cd (\u09e8)
Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
.
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
.
::: সতর্কতা :::
এইটা বেশ কঠিন ট্রেক,অনেক হাটার মানসিকতা থাকলে ট্যুর কনফার্ম করুন। আগে থেকে ভেবে চিন্তে নিবেন।
.
🌿 মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট: সবুজ পাহাড়ে হারানোর অভিযান 🌿
একটি অফট্রেইল অভিযান – ঝিরি, পাহাড় আর দূর্গমে ছুটে চলার অভিযান
এইবারের অভিযাত্রার মূল লক্ষ্য প্রকৃতির বিশালতা উপভোগ করা — মাতামুহুরি রিজার্ভ ফরেস্টের গহীনে হারিয়ে যাওয়া। ⛰️
সেখানের বিভিন্ন পাড়া, ঝিরি, পাহাড়, জুমে ঘুরে বেড়ানো আর প্রকৃতির সাথে মিশে যাওয়া।
সময় ধরে রেখে নয়, ধীরে ধীরে সবুজ পাহাড়ের সৌন্দর্য দেখা, ঘন অরণ্যের নিস্তব্ধতা শোনা আর পাহাড়ি পাড়াগুলোর সরল জীবনযাত্রা অনুভব করাই আমাদের উদ্দেশ্য।
এইটা বেশ কঠিন ট্রেক,অনেক হাটার মানসিকতা থাকলে ট্যুর কনফার্ম করুন। আগে থেকে ভেবে চিন্তে নিবেন।
.
বেঙ্গল ট্রেকারস নিয়ে এলো মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট অভিযান। কষ্টসহিষ্ণু চিত্তের হলে যোগ দিন আমাদের সাথে এক অপূর্ব অভিজ্ঞতার জন্য।
🗓️ ট্রিপ তথ্যঃ
যাত্রা শুরু: ১১ ডিসেম্বর, রাত ৯:৩০ — ফকিরাপুল বাসস্ট্যান্ড থেকে
যাত্রা শেষ: ১৭ ডিসেম্বর সকাল
💰 ইভেন্ট ফি:
ঢাকা টু ঢাকা: ১১৯৯০/-
আলিকদম টু আলিকদম: ৯৯৯০/-
👥 টিম সাইজ: ১০ জন
📍 ট্রেকে যা যা দেখবঃ
✅ অসংখ্য ঝিরিপথ
✅ দরিমুখ পাড়া
✅ সিন্ধু পাড়া
✅ ইন্ধুমুখ পাড়া
✅ রুইতন ডাকাতি পাড়া
✅ আন্দালি পাড়া
✅ পাহাড় ভাঙা পাড়া
✅ ওয়ালিতং পাহাড় সামিট (সময় ও পরিস্থিতি সাপেক্ষে )
✅ মাছখুম পাড়া
✅ আরও অনেক পাহাড়ি পাড়া
✅ পাহাড়ি সংস্কৃতি ও ঝর্ণা-ঝিরি
--
🧳 কনফার্ম করার পদ্ধতি: ৪০৮০/- টাকা BKash করেই সাথে সাথে ০১৭৮৮৪৯৯২৮৩ (আরাফাত), ০১৬৮১৩৭৫৩৫৪ (সাগর), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
.
💸Bkash/Nagad/Rocket/Upay
01788499283 (personal)
01681375354 (personal, Bkash/Nagad)
.
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
🏛️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
🏛️ The City Bank Ltd
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
📂 যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ (বাস, চাঁদের গাড়ি)
- খাবার খরচ
- গাইড খরচ
- থাকার খরচ
.
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে ঢাকা যাওয়ার পথে কোনো খাবার**
.
🛒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই
আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
.
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
.
১/বেঙ্গল ট্রেকার্স ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারিদের জন্য।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। বেঙ্গল ট্রেকার্স মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে বেঙ্গল ট্রেকার্স কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
.
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
.
#NeverStopExploring
#BenglaTrekkers ❤
Advertisement

Event Venue & Nearby Stays

Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

 \u2744\ufe0fNSTU KUASHA CARNIVAL\u2744\ufe0f
Wed, 10 Dec at 10:00 am ❄️NSTU KUASHA CARNIVAL❄️

Noakhali Science and Technology University

Orange Corners Bangladesh Roadshow: Strengthening Cox\u2019s Bazar\u2019s Entrepreneurial Ecosystem
Wed, 10 Dec at 04:00 pm Orange Corners Bangladesh Roadshow: Strengthening Cox’s Bazar’s Entrepreneurial Ecosystem

Hotel Kollol by J&Z Group, Cox's Bazar

rag day 26 municipal school and College
Thu, 11 Dec at 12:00 am rag day 26 municipal school and College

Chattagram

ReThink: A national ideation challenge
Thu, 11 Dec at 09:00 am ReThink: A national ideation challenge

Chittagong University of Engineering and Technology , 4349 Chittagong, Bangladesh

CE Inter Semester Futsal Tournament 2025
Thu, 11 Dec at 01:00 pm CE Inter Semester Futsal Tournament 2025

Sicho Arena

Annual Cultural Fest 2025
Thu, 11 Dec at 02:00 pm Annual Cultural Fest 2025

LGED Auditorium, Sholosahar, Chittagong

\u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u09ef\u09ea\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be\u09df \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ea \u09b0\u09be\u09a4 \u09e9 \u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \ud83d\ude0d
Thu, 11 Dec at 03:00 pm মাত্র ৯৪৯৯ টাকায় সেন্টমার্টিন ৪ রাত ৩ দিনের ট্যুর 😍

সেন্টমার্টিন,নারিকেল জিঞ্জিরা

\u09a8\u09bf\u09b0\u09cd\u099c\u09a8 \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \u09b8\u09cb\u09a8\u09be\u09a6\u09bf\u09df\u09be\u09df \u09ac\u09bf\u099a \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982
Thu, 11 Dec at 03:00 pm নির্জন দ্বীপ সোনাদিয়ায় বিচ ক্যাম্পিং

সোনাদিয়া দ্বীপ

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events