Advertisement
#সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার প্রতিবেদনটি পড়ার জন্য। ভালো লাগলে পাশে থাকবেন।ভাষা ব্রিজ আবারও জলের তলায়
#আজকের এই ছবিটি শুধুই একটি দৃশ্য নয়, এটি আমাদের চেনা পরিচিত একটি বাস্তবতার প্রতিচ্ছবি। এটি সেই ভাষা ব্রিজ, যা গোল্টে ও হাঁসরা মাঝে অবস্থিত – আমাদের যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। গত 2/8 /2025 (শনিবার) রাতের প্রবল বর্ষণ এই ব্রিজটিকে আবারও জলের নিচে ডুবিয়ে দিয়েছে।
#সকালে দেখা গেল, শত শত মানুষ, মোটরবাইক, সাইকেল আর পায়ে হেঁটে মানুষজন ব্রিজ পার হওয়ার জন্য অপেক্ষা করছে। কেউ ভয়ে থেমে আছে, কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে। ছোট শিশু থেকে বৃদ্ধ – সবার চোখে উদ্বেগ, তবু জীবন থেমে থাকে না।
#আমি আগেও বহুবার ভাষা ব্রিজ নিয়ে লিখেছি, ভিডিও করেছি, সতর্কও করেছি। এবার আবারো এই বিপর্যয়ের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম ডালিম ডায়েরির মাধ্যমে।
#আশা করি এই প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আমাদের সমাজের মনোযোগ আকর্ষণ করবে। আমাদের দাবি, যেন এই ব্রিজটি মজবুতভাবে পুনঃনির্মাণ করা হয়—যাতে প্রতি বর্ষায় এই দৃশ্য আমাদের দেখতে না হয়।
ভালোবাসা রইল
(ডালিম ডায়েরি)
Advertisement
Event Venue & Nearby Stays
golte ,birbhum ,west bengal ,india, Bolpur, West Bengal, India, Durgapur, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.



