Advertisement
প্রিয় সাথী,বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা। ২৪ বছরের মুক্তির সংগ্রাম এবং ৩০ লক্ষ শহীদের রক্ত, লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ৭১ এর ১৬ই ডিসেম্বর পাকিস্থানী হানাদাররা আত্মসমর্পন করে। একটি গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সামরিক বেসামরিক স্বৈরাচারী শাসকরা গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের স্বপ্নকে ছিনতাই করেছে। ৯০ এর স্বৈরাচার এরশাদের পতন নতুন আশার সঞ্চার করলেও বিএনপি , আওয়ামী লীগের শাসনে জনগণ তার বিজয় ধরে রাখতে পারেনি। গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসন মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ধ্বংস, অবাধে লুটপাট এক ফ্যাসিবাদী শাসনের ভিত্তি তৈরী করেছিল। গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা এক সফল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে। এবারও জনগণের বিজয় নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। একদিকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, পতিত ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা অন্যদিকে সাম্রাজ্যবাদী চক্রান্তের চ্যালেঞ্জ মোকাবিলা করছে আমাদের প্রিয় বাংলাদেশ। তাই এবারের বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ।
পিডিআই কানাডা আগামী ১৩ই ডিসেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬ টায় “বিজয় দিবসের ডাক- ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ” এই শিরোনামে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করেছে। সকল দেশ প্রেমিক গণতন্ত্রমনা মানুষের প্রতি আহ্ববান আসুন আলোচনায় অংশ নিয়ে সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনায় নতুনভাবে দেশটাকে গড়ে তুলতে সহায়তা করি।
স্থানঃ হোপ ইউনাইটেড চার্চ
২৫৫০ ড্যানফর্থ এভিনিউ, টরন্টো
১৩ ই ডিসেম্বর শুক্রবার
সন্ধ্যা ৬ টা
Advertisement
Event Venue & Nearby Stays
Hope United Church, 2550 Danforth Ave, Toronto, ON M4C 1L2, Canada,Toronto, Ontario