Advertisement
ময়মনসিংহ টু ⛰️ চট্টগ্রাম - ২ রাত (যাতায়াত) ১ দিন | চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকতস্থান: চট্টগ্রাম (চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত)
তারিখ: ১৩ অক্টোবর, সোমবার
প্যাকেজ মূল্য: ১৭৯০ টাকা (জনপ্রতি)
বুকিং করতে যোগাযোগ:
WhatsApp - 01918689484
Facebook Page - কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
প্যাকেজে যা থাকছে:
• যাতায়াত এর জন্য বাস (যাওয়া এবং আসা)
• দুপুরের খাবার, সকলের নাস্তা ও রাতের হালকা খাবার
• যাবতীয় বাড়তি যাতায়াত খরচ (যদি লাগে)
• স্থানসমূহ: চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত
• ভ্রমণ গাইড
Tour Operator: Mujahidul Islam
Assistant Operator: Rakib Hasan
১ম পর্ব - চন্দ্রনাথ পাহাড়
১৩ অক্টোবর, সোমবার; সন্ধ্যা ৭ টায় সকলে আনন্দমোহন কলেজ, ময়মনসিংহে একত্রিত হবো এবং সকলের উপস্থিত নিশ্চিত করে বাস যাত্রা শুরু করবো। প্রথম গন্তব্য হবে ময়মনসিংহ হতে চন্দ্রনাথ পাহাড়; যেখানে আমরা ভোরেই পৌঁছানোর চেষ্টা করবো। যাত্রাপথে অল্প সময়ের একটি বিরতি থাকবে এবং বিরতিতে আমাদের হতে কোনো খাবার থাকছে না। চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে পাহাড়ে উঠার আগে থাকবে সকলের নাস্তা (সকলের নাস্তা - যা আমাদের হতে ব্যবস্থা থাকবে)। নাস্তা খেয়ে অল্প বিরতি নিয়েই সকাল সকাল পাহাড়ে উঠতে শুরু করবো। পাহাড়ে উঠে পাহাড় এর চুরা উপভোগ করে দুপুর শুরু হওয়ার আগে আগেই আমরা পাহাড় থেকে নেমে পড়বো।
২য় পর্ব - গুলিয়াখালী সমুদ্র সৈকত
পাহাড় থেকে নেমে একটু বিশ্রাম নিয়েই আমরা দুপুরের খাবার (দুপুরের খাবার - যা আমাদের হতে ব্যবস্থা থাকবে) খেয়ে নিবো। সেখান থেকে আমরা চলে যাবো গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সেখানে দুপুর থেকে বিকাল পর্যন্ত পুরোটা সময় কাটাবো এবং সমুদ্র ও প্রকৃতির মিলনে একটি সৌন্দর্য উপভোগ করবো।
৩য় পর্ব - পতেঙ্গা সমুদ্র সৈকত
গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে বিকালে রওনা হবো পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। রাত পর্যন্ত সেখানে আমরা কাটাবো, সূর্যাস্ত ও সমুদ্র উপভোগ করবো। সব শেষে রাত ৭/৮ টার মধ্যে আমরা রাতের খাবার (হালকা খাবার - যা আমাদের হতে ব্যবস্থা থাকবে)। খেয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে আবারো যাত্রা শুরু করবো। আসার পথে প্রয়োজন সাপেক্ষে ছোট একটি যাত্রাবিরতি থাকবে।
৩ জায়গার যাতায়াত সম্পর্কিত সকল খরচ, সকলের নাস্তা, দুপুরের খাবার ও রাতের হালকা খাবার এর যাবতীয় খরচ এজেন্সি বহন করবে। সকল ভ্রমণ স্পটের প্রবেশ মূল্য এজেন্সি বহন করবে কিন্তু কোনো ধরনের রাইড এর খরচ এজেন্সি বহন করবে না।
চলো না ঘুরে আসি অজানাতে.. যেখানে পাহাড় আকাশ ছুঁয়ে গেছে!
Advertisement
Event Venue & Nearby Stays
Chittagong, Bangladesh