Advertisement
সেন্টমার্টিনে WEB(ওয়েব) এর ১১তম অফিসিয়াল ইভেন্ট। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।
ট্যুরের সম্ভাব্য প্ল্যান-
ভ্রমনের দিন- জানুয়ারির ৯ তারিখ রাতে ঢাকা থেকে রাত ৭/৭.৩০টার বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিবো।
১ম দিনঃ(১০ জানুয়ারি) সকালে কক্সবাজার নেমে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে চলে যাবো কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে।সেখানে থেকে শীপে করে চলে যাবো সেন্টমার্টিনে। জেটিঘাট থেকে সোজা চলে যাবো পশ্চিম বীচে আমাদের বীচভিউ রিসোর্টে।
পৌছে যে যার মতো ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। কিছু সময় বিশ্রাম নিয়ে চলে যাবো বীচে,সেইখানে সূর্যাস্ত দেখবো। চাইলে নিজের ইচ্ছেমতো সাইকেল ভাড়া করে পুরো দ্বীপ ঘুরে বেড়াতে পারবেন। মূলত সাইকেলে করে সেন্টমার্টিন ঘুরে বেড়ানো হচ্ছে অন্যরকম আকর্ষন। সন্ধ্যায় জেটিঘাটে আড্ডা দিবো।
২য় দিনঃ পরেরদিন সকালে ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে সবাই সমুদ্রে দাপাদাপি করবো, রিসোর্টে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকালে সেন্টমার্টিনের আশপাশটা পুরোটা ঘুরে দেখবো এবং বিকেল থেকে রাত পর্যন্ত পুরো সময়টা কাটিয়ে দিবো নিজেদের মতো করে। রাতে বারবিকিউ অথবা ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো।
৩য় দিনঃ আজ আমাদের ফিরে আসার পালা।সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিবো। কিছু কেনাকাটা থাকলে যে যার মতো করে নিবো।আজও সমুদ্রে দাপাদাপি করে, দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ শেষে শীপে করে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দিবো,এরপর রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো।
ইনশাআল্লাহ ১৩ তারিখ ভোরেই আমরা ঢাকা থাকবো।
খরচঃ ঢাকা থেকে ৯৫০০টাকা।
কাপল জনপ্রতি (১০৫০০ টাকা করে মোট ২১০০০টাকা)।
ট্রিপ কনফার্ম করার পদ্ধতি : বুকিং মানি- ৬০০০(বিকাশে করলে খরচসহ ৬০৬০টাকা)
বিঃদ্রঃ বুকিং মানি অবশ্যই অফেরতযোগ্য।
বিকাশ নাম্বারঃ 01922230747
টিম সাইজঃ ২০ জন।
যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
★ ঢাকা টু কক্সবাজার টু ঢাকা এসি বাস ভাড়া।
★ কক্সবাজার টু সেন্টমার্টিন টু কক্সবাজার শীপ ভাড়া।
★ ট্রিপ চলাকালীন সকাল, দুপুর এবং রাতের খাবারসহ মোট ৮বেলা খাবার।
★ ভ্যান ভাড়া।( জেটি টু রিসোর্ট টু জেটি একবার যাওয়া আসা)
যা যা থাকবেনাঃ
★ যাত্রাবিরতির খাবার
★ ব্যক্তিগত খরচ
★ ট্যুরের প্যাকেজে অন্তর্ভুক্ত নয় এমন কিছু।
★ মেনুর বাহিরে কোন খাবার।
★ সাইকেল চালানোর খরচ
★ ব্যক্তিগত অটো বা ভ্যান খরচ
★ ফিরার দিন রাতের খাবার
যা যা নিতে হবেঃ
★ প্রয়োজনীয় জামা কাপড়।
★ সানগ্লাস এবং সানস্ক্রিন
★ পাওয়ার ব্যাংক
★ ক্যামেরা
★ মোবাইলের ওয়াটার কাভার
★ যাবতীয় মেডিসিন
★ ছাতা(রৌদ থেকে বাঁচার জন্য)
শর্তসমূহঃ
★ হোস্টের কথা মানার মনমানসিকতা থাকতে হবে।
★কোন ধরনের মাদকদ্রব্য সাথে রাখা যাবেনা,ট্যুর চলাকালীন কারো থেকে যদি কোন মাদকদ্রব্য পাওয়া যায় তাহলে তখনই তাকে গ্রুপ থেকে বহিষ্কার করা হবে।
★ স্থানীয় মানুষের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা
★অনুমতি ছাড়া কারো ছবি তুলা যাবেনা।
★প্লাস্টিকের বোতল,চিপসের প্যাকেট সমুদ্রে ফেলা যাবেনা
★গ্রুপের সবার সাথে মিলেমিশে থাকতে হবে।
এছাড়া ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য জানতে কল দিতে দিতে পারেন এই নাম্বারে-
আতিক - ০১৬৮২৬১৮৮৪৯
সাকিব- ০১৬৭৭০৫৭৭৮৮
কাইয়ুম- ০১৬৭৭২৪৭৪৪২
ফাহাদ- ০১৮৯২৪০৭৬৬৬
আমাদের গ্রুপের যে কোন ট্যুর সম্পর্কে জানতে বা নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের গ্রুপে❤️
গ্রুপের লিংকঃ
https://www.facebook.com/groups
Advertisement
Event Venue & Nearby Stays
সায়েদাবাদ বাসস্টপেজ, Dhaka, Bangladesh