Advertisement
ইভেন্ট ফি-৭৫০০টাকা
এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল প্লাটিনাম ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট||
আমাদের গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/
দৃষ্টির সীমানার পুরোটা ফোকাস জুড়ে শুধু সবুজ আর সবুজ। দৃষ্টিকে সম্মোহন করে হাতছানি দিতে থাকে টুকরো টুকরো নিবিড় বনভূমি। শিল্পী তপুর গানের মত বলতে হয়, “একপাশে বঙ্গোপসাগর তোমার, অন্যপাশে বনভূমি"। উত্তাল ঢেউ, বৈরী বাতাস আর জলোচ্ছ্বাসের গর্জন যখন আপনার কর্ণকুহর হয়ে মস্তিষ্কে পৌঁছে উদ্বেল করবে আপনার ভাবনার জগতকে, ঠিক তখনই অন্য পাশের সবুজ দ্বীপ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আপনাকে দিবে নিবিড় ভালোলাগার এক চিরসবুজ প্রশান্তি। আর এই অন্য পাশের সবুজ দ্বীপ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হল ভোলার চর কুকরি মুকরি।চর কুকরি-মুকরি অভয়ারণ্য ভোলা জেলায় অবস্থিত বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রানীর অভয়ারণ্য। ভোলা শহর থেকে এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরের উপকন্ঠে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় কয়েকশ বছর আগে জেগে ওঠা চর কুকরি-মুকরিতে এই বনভূমির অবস্থান।
চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এই দ্বীপে ৷
এখানে দেখতে পাবেন নানা প্রজাতির পশু-পাখি ও সরীসৃপ প্রাণী। শিয়ালের দল, হরিণের পাল, আর বন্য মহিষের বিশাল বাহিনীগুলো নিজ চোখে দেখতে বিশেষ কোন ভাগ্য না নিয়ে গেলেও অনায়াসে চোখের আঙিনায় চলে আসবে এরা। নাম না জানা হাজার রকমের গাছের সাথে সারি সারি নারিকেল গাছ আর বিশাল বালুকাময় চরটি দেখে মনে হবে আপনার অবস্থান কোন এক সৈকত পাড়ে। শীতকালে দেখা মিলবে হাজার হাজার অতিথি পাখির।
** ভ্রমণের সম্ভাব্য প্ল্যানঃ
ডে-০০
১৪নভেম্বর,২০২৪, বৃহস্পতিবার রাতে সদরঘাট থেকে লঞ্চে করে রওয়ানা। লঞ্চে কেবিনে শেয়ার ১/৪ বেসিসে অথবা ওপেন ডেকে করে যাবো ঘোষের হাট । লঞ্চ ছাড়বে সন্ধায়, ছাড়ার এক্সাক্ট সময় পড়ে জানিয়ে দেয়া হবে।
ডে-১
১৫নভেম্বর ,শুক্রবার লঞ্চ থেকে ঘোষের হাট নেমে ট্যেম্পু/ অটোতে করে কচ্ছপিয়া ঘাট থেকে ট্রলার রিজার্ভ করে চর কুকরি-মুকরি । ঘাটে নেমে বাজারে দুপুরের খাবার শেষ করে নারিকেল বাগান চলে যাব । এইখানেই তাবু খাটানো হবে ।
ডে-২
১৬নভেম্বর ,শনিবার সকালে নাস্তা করে ট্রলার রিজাভ করে আমারা বেরিয়ে পরব আশে পাশের চর ভ্রমণে ।লিস্টে আছে ঢাল চর/ তাড়ুয়া বীচ । আমারা ঢালচরে তাবু খাটাবো ।রাতে হবে ফায়ার ক্যাম্প ঘিরে গানের আসর ।
ডে-৩
১৭নভেম্বর, রবিবার ভোরে উঠে নৌকায় করে ফিরব কচ্ছপিয়ায় এরপর ঘোষের হাট থেকে বিকেলের লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রউনা হব ।
(উপরের প্ল্যান সেখানে গিয়ে পরিস্থিতির সাথে পরিবর্তন বা পরিবর্ধন হতেই পারে, তবে সবাইকে অবগত করে সবার সাথে আলোচনা করেই হবে সেই পরিবর্তন বা পরিবর্ধন)
১৮নভেম্বর,সোমবার ভোরে ঢাকায়, সকালে এসে অফিস ধরতে পারবেন।
-----------------------------------------
** যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ (লঞ্চের কেবিনে শেয়ার বেসিসে ঘোষেরহাট যাওয়া,ট্রলারে করে বিভিন্ন্য চর/ দ্বীপে যাওয়া, সেখান থেকে লোকাল ট্রান্সপোর্ট এ যাতায়াত)
- ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত থেকে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
-----------------------------------------
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
** যা সাথে নেওয়া উচিতঃ
-নিজের জন্য তাবু , হ্যামক এবং ক্যাম্পিং করার জন্য অন্যান্য সামগ্রী । নিজের তাবু না থাকলে এক্সট্রা ৫০০টা ইভেন্ট ফি এর সাথে যুক্ত হবে।
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
-লাইট
- মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
=== ট্র্যাকিং/হাটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন। সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
--------------------------------------
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* যেহেতু এখানে অনেক নতুন মানুষ এর সাথে মিলে মিশে ট্রিপটি হবে,তাই সবার সাথে এডজাস্ট করা এবং কমপ্রোমাইজ করার মানসিকতা নিয়ে এই ট্রিপে যাবেন।
* বিভিন্ন্ চরে মোটামুটি হাটতে হবে ১-২ ঘন্টার মতন। তবে কেউ হাটতে না চাইলে রিসোর্ট এ বসেও রিলাক্স করতে পারবেন।
( ট্যুর গ্রুপ বিডির ইভেন্ট প্ল্যান অনুকরনে অনেক তথ্য তাদের ইভেন্ট থেকে নেয়া হয়েছে।)
কনফার্ম করার পদ্ধতিঃ
এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত বিকাশ নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৪০৮০/- (অফেরতযোগ্য) বিকাশ করতে হবে। টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করবেন।যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন।
বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
লালন - 01711312726
আরিফ : 01912191847
সোহাগ: 01670152610
✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময়: ১২টা সিট ফিল আপ হওয়ার আগ পর্যন্ত
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলতে হবে।যেকোন সময় প্ল্যান চেঞ্জ হতে পারে।
✦ট্যুরের সদস্যদের জন্য কোন প্রকার জীবন বীমা নেই। ট্যুর চলাকালীন সময়ে ইভেন্টের নিয়ম বহির্ভূত কোন কারনে কোন ট্যুর সদস্যের কোন দূর্ঘটনা ঘটলে তার দায় Group De Madventurers(GDM) নিবেনা, তবে সব বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করা হবে।
✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করবেন।বিপদ বলে কয়ে আসেনা, তাই যেকোন বিপদে সবাইকে এগিয়ে আসতে হবে।
✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।
✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
লালন (01711312726)
শরীফ (01674 948668)
পলাশ (01673898407)
সোহাগ (01670152610)
#Group_De_Madventurers_GDM
#a_Walk_to_Nature
ধন্যবাদ
Advertisement
Event Venue & Nearby Stays
Char Kukri Mukri - চর কুকরী মুকরী, Lalmohan, Chittagong, Bangladesh