Advertisement
🔰এটি ফড়িংয়ের দলের নিজস্ব ইভেন্ট।আমাদের এবারে গন্তব্য নিঝুম দ্বীপে ফড়িংয়ের দল।.
আমাদের পূর্ববর্তী সব ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফড়িং এর দল ফেসবুক গ্রুপে :-
https://www.facebook.com/groups/foringerdol/?ref=share
.
আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
https://www.facebook.com/travelforing/
.
আমাদের ইনস্টাগ্রাম আইডির ঠিকানা :-
https://instagram.com/foringer_dol?utm_medium=copy_link
.
⛔️পুরো ইভেন্ট ডিটেইলস পড়ে বুঝে শুনে বা ১০০% নিশ্চিত হয়ে ট্রিপে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।বুকিং বুঝে শুনে দিবেন ।কারণ বুকিং দেয়ার পর কোন কারণ বসত যেতে না পারলে ,বুকিং মানি ফেরতযোগ্য নয় ।
.
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। ২০০১ সালের ৮ এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান,বাউল্লার চর, আবার কেউ কেউ একে ইছামতীর চরও বলত। এ চরে প্রচুর ইছা মাছ (চিংড়ীর স্থানীয় নাম) পাওয়া যেত বলে একে ইছামতির চরও বলা হত।
ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত গড়েন। তখন এই নামেই এর নামকরণ হয়েছিলো। নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করা হয়। মূলত বাল্লারচর, চর ওসমান, কামলার চর এবং মৌলভির চর - এই চারটি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় ১৪,০৫০ একরের দ্বীপটি ১৯৪০ খ্রিষ্টাব্দের দিকে জেগে ওঠে। ১৯৫০ খ্রিষ্টাব্দের দিকে জন বসতি গড়ে উঠে। ১৯৭০ এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোন প্রাণের অস্তিত্ব ছিলনা।
এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে বালুর চর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ঢিবি বা টিলার মতো ছিল বিধায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেও ডাকত। বর্তমানে নিঝুমদ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে।
বাংলাদেশের বনবিভাগ ৭০-এর দশকে বন বিভাগের কার্যক্রম শুরু করে। প্রথমে পরীক্ষামূলকভাবে চার জোড়া হরিণ ছাড়ে। নিঝুম দ্বীপ এখন হরিণের অভয়ারণ্য। ১৯৯৬ খ্রিষ্টাব্দের হরিণশুমারি অনুযায়ী হরিণের সংখ্যা ২২,০০০। নোনা পানিতে বেষ্টিত নিঝুম দ্বীপ কেওড়া গাছের অভয়ারণ্য। ম্যানগ্রোভ বনের মধ্যে সুন্দরবনের পরে নিঝুম দ্বীপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বলে অনেকে দাবি করেন।
.
♻️ভ্রমন কালঃ-
•===========•
যাত্রা শুরুঃ ১৪ই নভেম্বর ২০২৪ইং, বিকাল ৪.০০টা।
ফিরবোঃ ১৮ই নভেম্বর ২০২৪ইং,ভোরে ৫.০০টা।
.
ট্রিপ সাইজঃ ২০ জন।
.
🎲 ইভেন্ট_ফিঃ
=============
💥 ৫,৯০০ টাকা জনপ্রতি।
.
♦♦ বুকিং সিস্টেম ♦♦
*********************
◘পুরোপুরি কনফার্ম থাকলে এডভান্স ৪,০০০ টাকা (অফেরত যোগ্য) বিকাশ/রকেট /নগদ /সরাসরি দেখা করার মাধ্যেম প্রদান করে আসন কনফার্ম করতে হবে
কনফার্মের শেষ তারিখ:- ১০-১১-২০২৪ (আসন খালি থাকা সাপেক্ষে )
.
✔️ব্যাংকের মাধ্যমে বুকিং করতে :-
.
💰Foringer Dol Travel Group
1253091959001
City Bank
Sonargaon janapath
.
💰Foringer Dol Travel Group
3211100004341
Dutch Bangla Bank
Rabindra sarani Branch
Routing Number
090261433
.
💰Din Islam Raz
20503830200440414
Islami Bank Bangladesh Ltd
Sonargaon janapath
.
💰Din Islam Raz
1053206000005555
UCB Bank
Sonargoan Janapath.
.
বিকাশের মাধ্যমে দিতে :-
মার্চেন্ট নাম্বার __
০১৮৮০০৮৯১০০ (পেমেন্ট করতে হবে)
.
রকেটঃ-
০১৮৫৮৪৪৪৪৫০৬ (পারসোনাল)
.
নগদঃ-
০১৮৮০০৮৯১০০ (পারসোনাল)
.
বিকাশে/রকেট/নগদে বুকিং করলে খরচ সহ ৪০৮০ টাকা পাঠাতে হবে ।
.
অবশ্যই টাকা পাঠিয়ে ০১৮৮০০৮৯১০০ এই নাম্বারে ফোন অথবা মেসেজ করতে হবে।
.
সরাসরি দিতে :-
ফড়িংয়ের দলের অফিসে এডমিনের কাছে দিতে পারবেন ।
1.🏢অফিস :-রোড-০৯, এভিনিউ-১০, বাসা-১০১৯,(Ground Floor), মিরপুর(DOHS),ঢাকা-১২১৬।
2.🏢অফিস :-ব্লক - B,রোড - ২১,বাসা - ৭৪(লিফটের ৫), বনানী,ঢাকা-১২১৩.
.
➡️এই টাকায় যা যা থাকছেঃ-
•====================•
✅ সকল প্রকার যাতায়াত খরচ
✅ পুরো ট্রিপের ৮ বেলা খাবার
✅ থাকার টেন্ট
.
📕যা যা অন্তর্ভুক্ত নাঃ-
•====================•
❎ব্যক্তিগত খরচ
❎কোন প্রকার মেডিসিনের খরচ
❎উপরে উল্লেখিত যা যা থাকছে এর বাইরে কোন জিনিস।
.
🎒 যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (যদি নিতে চান)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
.
কিছু গুরুত্বপূর্ন কথাঃ
•================•
এই প্যাকেজের আওতায় থাকা ট্যুরিষ্টগনদের জন্য নিরিবিলি এবং তার সমমানের রিসোর্টে রাত্রিযাপন যাপন এর ব্যবস্থা করা হবে। নিরিবিলি ফুল বুকড হয়ে গেলে অন্য রিসোর্টে থাকার ব্যবস্থা করা হবে।
** নারী ট্রাভেলারদের নিরাপত্তা #ফড়িংয়ের_দল এর প্রথম প্রায়োরিটি।
** আগে বুকিং দিলে আগে সিট পাবেন ভিত্তিতে সিট প্ল্যান করা হবে।
** ট্যুরে এসে ট্যুরের বিস্তারিত না জেনে কেউ ঝামেলা করবেন না।
** ট্যুরের কোনো প্ল্যান পরিবর্তনের একমাত্র ক্ষমতা থাকবে শুধুমাত্র ট্যুর অপারেটর/ গাইডের।
** ট্যুরে এসে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিবেন না। সবসময় ট্যুর অপারেটর/ গাইডের নির্দেশিত পথে চলতে হবে।
** একা কোথাও গেলে এক মাত্র ট্যুর অপারেটর/গাইডের সাথে আলোচনা করে যাবেন।
** ট্যুর শেষ হবার আগে কেউ চলে যেতে চাইলে অপারেটর/গাইডের সাথে আলোচনা করে যাবেন। সেক্ষেত্রে ট্যুরের নিয়ম ভঙ্গ হয়েছে বলে বিবেচিত হবে। নিজ খরচে বাড়ি ফিরতে হবে।
** ট্যুরে এসে আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হলে বা ঝামেলার সৃষ্টি হলে এর জন্য সম্পূর্ণ আপনি দায়ী থাকবেন। এর সকল দায়-দায়িত্ব আপনার।
** ট্যুর প্ল্যানের বাহিরে ব্যক্তিগত খরচ আপনাকেই বহন করতে হবে।
** যেকোনো দরকারে অপারেটর/গাইডের সাথে আলোচনা করুন।
** সকলের সাহায্য সহযোগিতা ছাড়া টুর সম্পন্ন করা সম্ভব নয়, তাই সকলের সাহায্য কামনা করছি।
.
নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
.
বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
.
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
.
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন....
01880089100 - রাজ
01880089102 - ইউনুস
হ্যাপি ট্রাভেলিং...
Advertisement
Event Venue & Nearby Stays
নিঝুম দ্বীপ, Nijhum Dwip,hatiya,Hatiya, Bangladesh, Chittagong